নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

২০১৫ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদের আংশিক তালিকা

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত - কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত - কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য - নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।২০১৫ সালের আন্দোলনে শহীদ দের আত্তার মাগফিরাত কামনা করছি।
শেখ মুজিব এর কথা দিয়ে শুরু করি। গত সাত বছরে এত বেশি শুনেছি রাস্তা ঘাটে ২১ ফেব্রুয়ারি কিংবা ২৬ মার্চ কিংবা কোন নেতার মেয়ে বা ছেলের বিয়ের অনুষ্ঠানে ৭ মার্চের ভাষণ যে মুখুস্থ হয়ে গেছে সেখানে মুজিব বলেছিল শেখ মুজিব বলেছিল জনগণের টাকায় অস্ত্র কেনা হয় দেশের বাহিরের শক্তি কে মোকাবেলা করার জন্য কিন্তু পাকিস্থান সেই অস্ত্র দিয়ে আমার জনগনের উপরে গুলি করছে। তাহলে বলতে হয় পাকিস্থানি ভালো ছিল কেন শুধু শুধু লক্ষ লক্ষ প্রান গেল ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারাতে হল। তবে হা আজ যারা পাকিস্থানি দের মত আমার ভাইদের গুলি করে হত্তা করেছে তাদের বিচার হবে রাজাকার এর মত তাদের ও বিছার হবে এই বাংলার মাটিতে কাউকে ছাড়ে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ সব ভুলে যাবে না তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।
২০১৫ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদের আংশিক তালিকা
রাকিব মুন্সী – ছাত্রদল- ৫ জানুয়ারী ২০১৫
রায়হান হোসেন রানা - ছাত্রদল- ৫ জানুয়ারী ২০১৫
মজিরুদ্দিন- বিএনপি- ৫ জানুয়ারী ২০১৫
জামসেদ আলী - বিএনপি- ৫ জানুয়ারী ২০১৫
মিজানুর রহমান রুবেল- যুবদল- ৭ জানুয়ারী ২০১৫
মহিউদ্দিন – ছাত্রদল- ৭ জানুয়ারী ২০১৫
মোরশেদ আলম পারভেজ – ছাত্রদল-১ ৫ জানুয়ারী ২০১৫
মতিউর রহমান – ছাত্রদল-১ ৫ জানুয়ারী ২০১৫
সিরাজুল ইসলাম সিরাজ- বিএনপি- ১৮ জানুয়ারী ২০১৫
ইসলাম হোসেন - যুবদল- ২০ জানুয়ারী ২০১৫
নুরুজ্জামান জনি– ছাত্রদল-২০ জানুয়ারী ২০১৫
জিল্লুর রহমান - বিএনপি- ২১জানুয়ারী ২০১৫
মাহাবুবুর রহমান বাপ্পি– ছাত্রদল-২২ জানুয়ারী ২০১৫
সোলাইমান উদ্দিন জিসান – ছাত্রদল-২৩ জানুয়ারী ২০১৫
আবুল কালাম আজাদ- ছাত্রদল-২৬জানুয়ারী ২০১৫
সুলতান বিশ্বাস - বিএনপি- ২৬জানুয়ারী ২০১৫
হারুনর রশিদ - ছাত্রদল-২৭জানুয়ারী ২০১৫
রফিকুল ইসলাম- বিএনপি- ২৯জানুয়ারী ২০১৫
আসিফ পারভেজ তপন- ছাত্রদল-২৯জানুয়ারী ২০১৫
আইনুর রহমান মুক্তা- বিএনপি- ২৯জানুয়ারী ২০১৫
আরিফুল ইসলাম মুকুল - ছাত্রদল-২৯জানুয়ারী ২০১৫
ইমাম হোসেন রুবেল -যুবদল- ৩০ জানুয়ারী ২০১৫
আব্দুস সালাম মোল্লা- বিএনপি- ৩০জানুয়ারী ২০১৫
ইয়উসুফ মিয়া – যুবদল - ৩ফেব্রুয়ারী২০১৫
লিটন আলী – যুবদল – ৩ ফেব্রুয়ারী২০১৫
আবু সাইদ – ছাত্রদল – ৪ ফেব্রুয়ারী২০১৫
সাখায়াত হোসেন রাহাত – বিএনপি – ৪ ফেব্রুয়ারী২০১৫
মুঝাইদুল ইসলাম জিহাদ – বিএনপি – ৪ ফেব্রুয়ারী২০১৫
আল আমিন – বিএনপি – ৪ ফেব্রুয়ারী২০১৫
গাজী মোহাম্মদ নাহিদ– বিএনপি – ৪ ফেব্রুয়ারী২০১৫
মনির হোসেন– বিএনপি – ৫ ফেব্রুয়ারী২০১৫
মোঃ সোহেল – যুবদল – ৬ ফেব্রুয়ারী২০১৫
স্বপন – বিএনপি – ৮ ফেব্রুয়ারী২০১৫
রাজু আহামেদ– বিএনপি – ৮ ফেব্রুয়ারী২০১৫
মনির ইসলাম তালুকদার– বিএনপি – ৮ ফেব্রুয়ারী২০১৫
রাসেল সরদার – বিএনপি – ৯ ফেব্রুয়ারী২০১৫
মোঃ সোহেল মিয়া – বিএনপি – ৯ ফেব্রুয়ারী২০১৫
দেশ বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে মানুষ বাঁচাতে যারা দিয়ে গেল প্রান তাদের উৎসর্গ করে বলেতে হয় যে ঋণে করেছো ঋণী কি দিয়ে শুধিব ঋণ ।
৭১ এ আমার সোনার বাংলা স্বাধীন হয়েছে বটে কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধশত বছর হতে চলল আজ দেশের মানুষ হিসেবে আমি আপনি কতটা স্বাধীন ?
দেশ স্বাধীন করবার জন্য বঙ্গবন্ধু যে যু্দ্ধের ডাক দিয়েছিলেন তার সেই ডাকে সাড়া দিয়ে দেশের বেশির ভাগ মানুষ মুক্তি যুদ্ধে অংশ নেন,
লক্ষ লক্ষ মানুষ প্রান উৎষর্গ করেন, লক্ষ লক্ষ মা-বোন নিজের ইজ্জত বিষর্জন দিয়েছিলেন শুধুইকি এ দেশের একটা নামের জন্য নাকি তাদের পরের প্রজন্ম অর্থাৎ আমাদের মুক্তি তথা আমাদের স্বাধীনতার জন্য ?
কত যুগ চলে গেল আমরা সেই পরাধিনই থেকে গেলাম তবে কিসের এই নাম কা অয়াস্তা স্বাধীনতা !

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

নতুন বলেছেন: এই সমস্ত শহীদি লিস্টে কখনো হাসিনা/খালেদার ছেলে/মেয়েদের নাম কেন থাকে না?

নেতাদের ছেলেরা দেশের জন্য প্রান উৎষর্গ করেন না কেন?

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

কাউন্টার নিশাচর বলেছেন: এই প্রশ্ন করলে বলার কিছু নাই, হাসিনা বা খালেদার ছেলেরা কখনো রাজপথে নামবে না।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

আমি যাযাবর বলিছ বলেছেন: হায়রে ক্ষমতা তোর প্রতি মানুষের এত লোভ কেন? মানুষ কি ভুলে গেছে তাদের একদিন মরতে হবে তখন কি জবাব দিবে মহান আল্লাহর কাছে?তারা কি ক্ষমতার দাপটে নিজেকে ফেরাউন ভাবতে শুরু করছে?

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

কাউন্টার নিশাচর বলেছেন: সেটাই তো

যারা মৃতদের দেখে আনন্দে লাফাচ্ছে, একই মৃত্যু আনন্দ উৎসবকারীদের খেত্রেও ঘটবে ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

বিপরীত বাক বলেছেন: ২০১৫ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলনে
শহীদেরা ২০০১ - ২০০৬ পর্যস্ত কি ছিল?

হাওয়া টাইপ লুটেরা।
খোয়াব টাইপ চোর।
চম্পা টাইপ দস্যু।
খাম্বা টাইপ খোর।
ভাইয়া টাইপ ছ্যাঁচ্চড়।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

কাউন্টার নিশাচর বলেছেন: সব বদমাশের দিন আসে, তোদের দিন গুনতে থাক।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

বিপরীত বাক বলেছেন: ভুল জায়গায় গুলি ছুড়লেন।
অন্ধকারে নিশানা ঠিক হয়নি।

তবে যা বলেছি সত্য বলেছি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

কাউন্টার নিশাচর বলেছেন: ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.