নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় ২৬শে মার্চের কালুরঘাটের এক সমর নায়কের অকুতোভয় ঘোষণার মধ্য দিয়ে---
I , Major Zia declare in the independent of Bangladesh........
সেদিন বিশ্ববাসী জানতে সামর্থ্য হয়েছিলো পূর্ব পাকিস্তান জেগে উঠেছে........!
তাদের আর দমিয়ে রাখা যাবে না.........! পাকিস্তানের অধীনে আর এ জাতিকে ধরে রাখা যাবে না , এরা মুক্তি চায় ,চায় স্বাধীনতা.......! সুদীর্ঘ নয় মাস রক্তস্নাত মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের..........!
স্বাধীনতা পরবর্তী নানাবিধ জ্ঞাত প্রতিজ্ঞাত পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান..........!
ষড়যন্ত্রের অন্ধকার আমানিশায়
একদিন কিছু পথভ্রষ্ট সেনা অফিসারদের হাতে শাহাদত বরণ করেন , বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি , মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান........!
একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হলো বাংলাদেশ তথা বিশ্বরাজনীতির পাতা থেকে.........!
শুরু হলো বাংলাদেশে আর এক নতুন যুগের সূচনা.........!
কালের পরিক্রমায় বাংলাদেশ রাষ্ট্রটির হাল ধরলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া.........!
বিশ্ববাসী সেদিন অবাক দৃষ্টিতে লক্ষ্য করলো ,এক সমর নায়কের স্ত্রী কি সাবলীল হাতে একটি জরাজীর্ণ রাষ্ট্রের হাল ধরতে পারেন.........!
আর শুরু হলো বাংলাদেশ রাষ্ট্রের নতুন যুগের সূচনা........!
বাংলাদেশের জনগণের হৃদয়ে অতি অল্প সময়ে বেগম খালেদা জিয়া স্থান করে নিতে সামর্থ্য হন........!
তার রাজনৈতিক দূরদৃষ্টি , আপোষহীন মনোভাব দেশবাসীর হৃদয় কাড়ে........!
অল্পদিনেই তিনি হয়ে উঠেন , দেশনেত্রী , আপোষহীন নেত্রী এবং দেশমাতা হিসেবে সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ........!
এখানে একটি বিষয় উল্লেখ করতেই হয় ,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে ,চালু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র........!
আর তারই উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়া আজ অবধি লড়ে যাচ্ছেন বাকশালী প্রেতাত্মার বিরুদ্ধে........!
আর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে নিজেকে হতে হয়েছে অবর্ননীয় নির্যাতন নিপীড়নের শিকার.......!
দেশকে দেশের মানুষকে ভালবাসতে গিয়ে হারিয়েছেন স্বামী , সন্তান সহ স্বাভাবিক জীবনযাত্রা হয়েছে তাঁর বারবার ভূলন্ঠীত..........!
বেগম খালেদা জিয়া তাঁর স্বীয় রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী হয়েছেন.......!
দেশকে নিয়ে গেছেন এক সুদৃঢ় অর্থনীতি ও রাজনৈতিক পরিমন্ডলে........!
যেখান থেকে আজোও আবার মুখথুবড়ে পড়ার উপক্রম হয়েছে.......!
দেশনেত্রী , মাদার অব ডেমোক্রেসি সমগ্র দেশবাসীকে সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছেন দুর্বার আন্দোলন........!
গণতন্ত্র পুনরুদ্ধার , মানবাধিকার প্রতিষ্ঠা , আইনের শাসন প্রতিষ্ঠা , দেশের মানুষের জান মালের নিরাপত্তা তথা দেশের মহান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলন এক দলীয় আওয়ামী সরকারের বিরুদ্ধে করে চলেছেন........!
পৃথিবীর ইতিহাসে হাজারো নজীর রয়েছে একদলীয় স্বৈরশাসকের.........!
স্বৈরশাসকের ষ্টীম রুলার যতোই কঠিন হোক বেগম খালেদা জিয়ার নীতি আর নৈতিকতার আন্দোলনের বিজয় একদিন না একদিন আসবেই ইনশাল্লাহ্..........!
এখন শুধু সাধারণ নাগরিকের প্লাটফর্ম থেকে কবি ফররুখ আহম্মেদের সেই বিখ্যাত কবিতার চরণ কয়টির উপস্থাপন করছি........
রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী......?
এখনো তোমার আসমান ভরা
সেতারা হেলাল এখনো উঠেনি জেগে...
রাত পোহাবার কত দেরী পঞ্জেরী.......

গণতান্ত্রিক অধিকার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: তখনকার বি,এন,পি ভূমিকা ছিল সদ্য যৌবনে পা রাখা তরুন এর মতো , আর এখনকার বি,এন,পি ভূমিকা দেখে মনে হচ্ছে বয়সের ভারে নুয়া বৃদ্ধের মতো। এখনকার কর্মকান্ড দেখে মনে হয় যেন করার কিছুই নেই , সব সহ্য করে যেতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

কাউন্টার নিশাচর বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.