নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

মিরপুরে চা পুলিশ কে চাঁদা না দেয়ায় চায়ের দোকানীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা বিচ্ছিন ঘটনা বলেছেন – স্বরাষ্ট্রমন্ত্রী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

••কেউ কি বলতে পারেন আমাদের প্রধানমন্ত্রী কি চোখে গ্লিসারিন লাগিয়ে দগ্ধ এই ব্যক্তিকে দেখতে গিয়েছেন ??
••কেউ কি বলতে পারেন চেতনাধারীরা কি ঐ পুলিশ সদস্য বাড়ি ঘেরাও করেছেন ??
••কেউ কি বলতে পারেন,আরাফাত,জাফর ইকবাল,এর মতো আওয়ামী দালাল রা কি পুলিশের বিচার চেয়ে কি কোনো স্টেটাস প্রসব করেছেন ??
নাকি এখন তাদের চেতনা জাগ্রত হয় না ? কারন তারা ও তাদের দোসর রা মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি ...এদের সকল অপরাধ মাপ .

এখন আসেন বিচ্ছন ঘটনা আর সন্ত্রাসী জঙ্গি ঘটনার সংজ্ঞা জানি বর্তমান চেতনাধারী বুদ্ধি বেশ্যাদের কাছে থেকে যারা প্রতিদিন ৪ হাজার টাকার বিনিময়ে নিজের সম্মান ও মনবতা কে ধর্ষণ করতে দেবার জন্য টিভিতে টকশো গুলোতে প্রতিদিন রাতে আসে।
চাঁদাবাজি – গুম- খুন- হত্যা – ধর্ষণ- ছিনতাই- ডাকাতি- গুলি করে মানুষ হত্যা- আগুনে পুড়িয়ে মারা- মাদক বাণিজ্য- বিপুল অস্ত্র সহ উদ্ধার- গলা কেটে হত্যা করা- বোমা বাজি করা এগুলো সব বিচ্ছিন ঘটনা কারন এগুলো জয় বাংলা বলে শুরু করা হয়। আর পুলিশলীগ করলে তো কথাই নাই কারন দেশের রাজা যে পুলিশ।
আর এবার দেখুন জঙ্গিবাদের সঙ্গাঃ- রাজপথে মিছিল করলে- ভোটের অধিকার চাইলে- ছাত্ররা প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন- কিংবা শিখক দের আন্দোলন- চাদা না দিলে গ্রেপ্তার করে জঙ্গি বানানো হয়- বাড়িতে ইসলামী বই থাকলে তাহা জঙ্গি বলে গণ্য হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:




আমাদের ৮০ হাজার পুলিশ যেই ধরণের অপরাধের সাথে যুক্ত শুধু পাকী পুলিশদের সাথে তুলনীয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

কাউন্টার নিশাচর বলেছেন: ইন্ডিয়ান পুলিশের রেকর্ডের খাতাও কম নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.