নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

যদি দানব কখনোও হয় মানুষ লজ্জা কি তুমি পাবেনা...........?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০



যে জানোয়ার একবার মানুষের রক্তের স্বাদ পায় ,
সে জানোয়ার মানুষকে হত্যা না করলে শান্ত থাকে না........!
পুলিশও তেমন জানোয়ার........!
এতোদিন তারা জামায়াত শিবির , বিএনপি'র রক্ত খেয়েছে.......!
এখন তো জামায়াত শিবির বিএনপি'ও নেই , তাই তো পুলিশ এখন সাধারণ মানুষের রক্ত খাচ্ছে........!
মজার কথা হচ্ছে ,
এতোদিন যারা পুলিশের এমন বর্বরতায় নিরব থেকে সমর্থন দিয়ে গেছে , আজ তারাই সমালোচনায় সরব হয়ে উঠেছে সবার আগে........!
সত্যিই সেলুকাস.......!
কি বিচিত্র এই দেশ...........!!

আজকে পুলিশের পোশাকে দানবেরা ঘুরে বেড়াচ্ছে আমাদের এই স্বাধীন দেশে........!
আমরা পাকিস্তানি হানাদার'দের বর্বরতার কাহিনী বলে বেড়াই অথচ তখন আমরা ছিলাম পরাধীন.........!
কিন্তু এখন স্বাধীন দেশে সেই পাকিস্তানি হানাদারদের বর্বরতাকে হার মানিয়েছে সরকারী পোশাক পরিহিত এই পুলিশ নামক দানবেরা.........!
আমাদের ভাবতেও ঘৃণা হয় যে এরা আমাদের এই মাটির সন্তান........!
এরা আমাদের কারো ভাই অথবা পিতা.........!
আমাদের ভাবতে ঘৃণা হয় যে এরা আমাদের দেশের আইনের রক্ষক........!
মানুষের বেশে আজকে আমাদের স্বাধীন দেশে ঘুরে বেড়াচ্ছে পুলিশ নামধারি দানবেরা........!
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে হায়দার হোসেন একটা গান গেয়েছিলেন যার কথা ছিলঃ
"নির্মমতা কতটুকু হলে জাতি হবে নির্লজ্জ.......?
আজকে দেশবাসীর কাছে আমার প্রশ্ন আর কত বেশি নির্মমতা দেখলে আমরা সত্যি লজ্জিত হবো........?
আর কত বেশি নির্মমতা দেখলে আমাদের বিবেক জেগে উঠবে........?
আর কতটুকু নির্মমতা দেখলে আমাদের মৃত আত্মা জেগে উঠবে........?
আর কতটুকু নির্মমতা দেখলে একজন নুরলদিন ইতিহাসের পাতা থেকে উঠে এসে আমাদের বিবেককে জাগ্রত করতে হুঙ্কার দিয়ে বলবে-
" জাগো বাহে কুনঠে সবাই...

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: সাবধান! দেশের রাজা কিন্তু পুলিশ! আপনিও সেই দেশের নাগরিক৷ কথাবার্তা বুঝেশুনে লিখবেন৷

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫১

রাবার বলেছেন: সাবধান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

ফাহিম আবু বলেছেন: পুলিশ যদি কোন মতে এই লোকটা শিবির বলে চালিয়ে দিত , তাহলে শাস্তির বদলে প্রমোশন হত । শিবির হলে , মিথ্যার একটা গল্প বানিয়ে , সেটা মিডিয়ার প্রচার চালালেই হত ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

কাউন্টার নিশাচর বলেছেন: আচ্ছা ভাই শিবির কি মানুষ না? তারা কি আপনার আমার মতই কোন মায়ের পেটে জন্মায় নাই?

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

ফাহিম আবু বলেছেন: যারা নিজেরা দানব ! তাদের মানুষদের দানবই মনে করে !! আর বর্তমানে তো দানবদেরই দৌরাত্য চলছে !! দেখছেন না দেশে কেমন মিথ্যা আর নাস্তিকতার বেসাতি চলছে !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

কাউন্টার নিশাচর বলেছেন: হুম যদিও আমি বিএনপি করি তারপরেও শিবিরের ছেলেদের প্রতি সমবেদনা রইল।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

ফাহিম আবু বলেছেন: যদিও আমি কোন দল করি না ,তবে কালকে "কাল" বলি , সাদাকে "সাদাই" বলি !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

shahinur70 বলেছেন: সময়োপযোগী লেখা, ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

কাউন্টার নিশাচর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.