নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

যে কারণে সাগর-রুনি খুন রহস্য উন্মোচিত হবে কোন দিন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯





১১ ফ্রেরুয়ারী সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি খুন হয়েছিল নিজেদের বেড রুমে..........!
.
গত চার বছরে মামলার সমাধান তো দূরের কথা খুনের ক্লু পর্যন্ত নির্নয় করতে পারেনি দেশের কোন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী.........!
.
সাগর-রুনি খুনের বিচার প্রসঙ্গে সাগরের মা সালেহা মনির সরকারের কাছে জানতে চেয়েছেন ২৪ ঘন্টা-৪৮ ঘন্টা , সাল , বছর না কত যুগ লাগবে.........?
.
মসনদ রক্ষা , পুনরায় ক্ষমতায় যাওয়ার কন্টক পথ পাড়ি দিতে সরকার নিজেই এত ব্যাস্ত যে সাগর-রুনি হত্যাকান্ডের বিচার তো দূরের কথা , সাগর-রুনির একমাত্র সন্তান মেঘকে দেয়া ওয়াদা পর্যন্ত এই সরকারের প্রধানমন্ত্রী রক্ষা করতে ব্যার্থ হয়েছে সেখানে বিচার পাওয়া তো সুদূর পরাহত..........!
.
সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকান্ডের প্রায় সপ্তাহ দুয়েকের পরে সাগর-রুনির একমাত্র সন্তান মেঘের কাছে ক্ষমা প্রার্থনা করে আমার একটি লেখা একটি জাতীয় গনমাধ্যমে প্রকাশিত হয়েছিল , যার শিরোনাম ছিল “মেঘের কাছে ক্ষমা প্রার্থনা”.........!
.
মেঘের কাছে ক্ষমা চেয়েছিলাম তার পিতা-মাতা হত্যাকান্ডের রহস্য উন্মেচন করতে সরকারের ব্যর্থতার জন্য........!
.
মেঘের কাছে ক্ষমা চেয়েছিলাম সাহারা খাতুনের ৪৮ ঘন্টা , ৭ দিনের মাথায় মামলার মনিটরিং দায়িত্ব প্রধানমন্ত্রী কাধে নেয়া , চাঞ্চল্যকর হত্যাকান্ড হওয়া সত্বেও মরদেহের ভিসেরা না করা , প্রধানমন্ত্রীর বেডরুম তত্ত্ব এবং সব মিলিয়ে সরকারের লুকোচুরি জন্য.....!
.
আরো ক্ষমা চেয়েছিলাম চলমান জীবন নতুন কোন ইস্যু সামনে এলে মেঘকে ভুলে যাব বলে.........!
সাগর-রুনি হত্যাকান্ডের পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ৪৮ ঘন্টা , আইজিপির উল্লেখযোগ্য অগ্রগতি , স্বয়ং প্রধানমন্ত্রীর মনিটরিং এত কিছুর পরেও মহামান্য উচ্চ আদালত পুলিশের উল্লেখযোগ্য অগ্রগতিকে বোগাস ও জিরো বলে অবহিত করেছিলেন...........!
.
পুলিশের কর্মকান্ডের সমালোচনা করে মহামান্য উচ্চ আদালত র্যা বকে তদন্তের দায়িত্ব ভার দেয়...........!
.
র্যা ব দায়িত্ব পেয়ে পুনঃ ময়না তদন্তের জন্য কবর থেকে ২০১২ সালের মে মাসে লাশ উত্তোলন করে ভিসেরা ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা আমেরিকায় পাঠায়........!
.
দেশের মানুষ র্যা বের দায়িত্ব নেয়াটাকে আশার আলো মনে করেছিলো.........!
.
কিন্তু ডিএনএ রির্পোট ও র্যা বের সাড়ে তিন বছরের তদন্ত ফল দেখেও আবার নিরাশ হয় সাগর-রুনির পরিবার ও দেশবাসী........!
.
পরবর্তী সময়ে দায়িত্ব নেয়া আরেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর দায়িত্ব নিয়েই হত্যাকারীদের সনাক্ত ও রহস্য উন্মোচন করার জন্য ১০ দিনের প্যাকেজ ঘোষনা করেন.........!
.
ঘোষনার ৮ দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষনা দেন হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতার করা গেছে.........!
.
মহাখালীতে ডাঃ নিতাইকে হত্যাকারী গ্রীলকাটা চোরের দলই সাগর-রুনিকে হত্যা করেছে........!
.
কিন্তু এর পরে মন্ত্রী মহোদয় কিংবা তদন্তকারী দল কেউই আর মুখ খুলে কিছু জানাননি.............!
.
গ্রেফতারকৃতরা সাগর-রুনি হত্যাকান্ড প্রসঙ্গে স্বীকারোক্তি কিংবা কোন তথ্য দিয়েছে কিনা........?
.
স্বরাষ্ট্রমন্ত্রীর নাটকীয় ঘোষনা ও ফলাফল হিসাবে অশ্বডিম্ব প্রাপ্তি সবই ফালতু বলে মনে করেন সচেতন মানুষ..........!
.
সবার ধারনা সরকারই কেন জানি সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উন্মোচন থেকে সরে গেছে.........!
.
সাগর-রুনির মামলার ফাইলে ধুলোর স্তর যথারীতি মোটা হচ্ছে.......!
.
মেঘের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশও প্রত্যাহার করা হয়েছে........!
.
প্রধানমন্ত্রীতো মেঘের উন্নত জীবন কিংবা তার পিতা-মাতা হত্যাকান্ডের বিচারের ব্যবস্থা করেননি , উল্টো হত্যাকান্ডের একমাত্র চাক্ষুস সাক্ষী মেঘের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত তুলে নিয়েছেন........!
.
তাহলে তো ধরেই নেয়া যার সরকার সাগর-রুনির হত্যাকান্ড ও মেঘের কষ্টের জীবন ভুলে গেছে..........!
.
তবে আমাদের ভাগ্য ভালো যে ,বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব সাগর রুনির হত্যাকান্ড নিয়ে কোন প্যাকেজ ও তত্ব ঘোষনা করেননি........!
.
এক সময় সাগর-রুনির হত্যাকান্ডের রহস্য উন্মোচনের কথা বলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত মুখে ফেনা তুললেও সদিচ্ছার কোন লক্ষণ দেখা যায়নি কখনো.........!
.
হত্যাকান্ডের প্রায় চার বছর হলেও কোন ক্লু'ই পাওয়া না যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে..............!
.
অনেকেই প্রশ্ন করছেন তাহলে সাগর-রুনিকে কি কোন পৃথিবীর বাইরে থেকে কোন এলিয়েন এসে হত্যা করে আবার ভিন গ্রহে ফিরে গেছে..............?
.
তা না হলে আসামী না হয় ধরা গেলো না , সরকার এই হত্যাকান্ডের টিকিটিও ছুঁতে পারছে না কেন.......?
.
নাকি সরকারের ঘনিষ্ট কেউ এই হত্যাকান্ডে জড়িত বলেই অন্যানা হাজারো মামলার মতো করুন পরিনতির জন্যেই পরিকল্পিতভাবে সময় ক্ষেপন করা হচ্ছে ভুলে যাওয়ার জন্য.........!
.
জংগী থেকে শুরু করে বিভিন্ন অপরাধী গ্রেফতারে সাফল্য ও বিরোধী দলের তথাকথিত বিভিন্ন ষড়যন্ত্রের তথ্য নিমিষে আবিস্কার করতে পারলেও সাগর-রুনি হত্যাকান্ডের মিনিমাম তথ্যও র্যা ব উদ্ধার করতে না পারাটা আশ্চর্যজনকই বলেই মনে করে দেশবাসী............!
.
খুনের সময় সাগর-রুনির সেলফোনও সাগরের ব্যবহৃত ল্যাপটপটি খুনিরা নিয়ে যায় এবং হত্যাকান্ডের দিন দুয়েক পর সাগর সম্পাদিত এনার্জি বিষয়ক অনলাইন পোর্টাল থেকে সব তথ্য মুছে দেয় একটি চক্র.........!
.
কিন্তু কোন তদন্তকারী দলই এ পর্যন্ত সেল ফোন দুইটি ট্র্যাক করার কিংবা কিভাবে অনলাইন পোর্টালটি মুছে দিল তা জানার চেষ্টা করেননি..........!
.
বর্তমানে আইটি বিশেষজ্ঞরা চাইলেই জানতে পারতেন কোন আইপি থেকে সাগরের ওয়েব সাইটটি মুছে দেয়া হয়েছে.........!
.
আর এভাবেই সম্ভব হতো খুনিদের সনাক্ত করা.........!
.
তাছাড়া সাগর-রুনি হত্যাকান্ডের পরে তাদের ভিসেরা পর্যন্ত পরীক্ষা করেনি পুলিশ........!
.
অথচ মফস্বলের খুনের পর্যন্ত পোষ্টমর্টেমের পরেই ভিসেরা পরীক্ষার জন্য শরীরে বিশেষ অঙ্গ প্রতঙ্গ মহাখালীতে পাঠায়........!
.
তবে সাগর-রুনির মত চাঞ্চল্যকর হত্যাকান্ডে কেন পুলিশ ভিসেরা পরীক্ষা করলো না.............?
.
তবে কি বলা যায় না সাগর-রুনিকে যারা হত্যা করেছে ও করিয়েছে তারা প্রথম দিন থেকেই তদন্তের গতি হাতে নিয়ে নিয়েছে..........?
.
তবে তো ধরেই নেয়া যায় সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উন্মোচনে সরকার আন্তরিক নন.......!
.
আন্তরিক হলে এত গোজামিল কিংবা লুকোচুরি থাকতো না..........!!
লিখা - গণতান্ত্রিক অধিকার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

নতুন বলেছেন: ইচ্ছা থাকলে অবশ্যই কিছু কিনারা হতো...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

কাউন্টার নিশাচর বলেছেন: সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.