নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

ব্লগে এসব হচ্ছেটা কি? জবাব চাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

গত ৭ দিন ধরেই দেখছি প্রেম ভালবাসা নিয়া প্যাটর প্যাটর শুরু করছে পাবলিক। ব্লগে এইগুলা লিখলে কি সওয়াব কামাইবেন? নাকি গার্লফ্রেন্ড জুইট্টা যাবে? আপনাদের এইসব লেখা আমাদের মত সিঙ্গেল পোলাপানের কলিজায় আঘাত দেয়। বিশেষ করে আমার মত ছ্যাক খাওয়া মানুষদের অবস্থা আরও শোচনীয়।
তাই দয়া করিয়া ভালবাসা বিষয়ক কোন লেখা পোস্ট করিবেন না। পারলে সিঙ্গেলদের জন্য সিম্প্যাথি দিয়া ২ লাইন লেখেন।

আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাইয়া দেই।
মানুষ যখন প্রেমে পরে সে সময় মস্তিষ্কের কিছু গঠন ও রাসায়নিক পদার্থ সক্রিয় হয়ে উঠে, মেজাজ ফুরফুরে করে, যৌন ক্ষুধা ও আত্মসম্মানবোধের পাশাপাশি চেতনা, জ্ঞান বৃদ্ধি পায়।
একইরকম ঘটনা ঘটে যখন কোকেন নামের ড্রাগস নেয়া হয়। কোকেন সেবনের মাত্র এক ঘন্টার মধ্যেই হার্ট এট্যাকের সম্ভাবনা ২,৪০০% (চব্বিশশো) বেড়ে যায়।

আমার কি সত্যিই মনে নেই হিটলারের সেই অমর বাণী !! তিনি বলেছিলেন-------

"I suggest you to do War but not Love !! Because in war either you live or you die. But in love neither you live nor you die."

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


"আপনাদের এইসব লেখা আমাদের মত সিঙ্গেল পোলাপানের কলিজায় আঘাত দেয়। বিশেষ করে আমার মত ছ্যাক খাওয়া মানুষদের অবস্থা আরও শোচনীয়। "

-অবিবাহিতরা সিংগেল; কারো সাথে ভালোবাসা থাকলে, বিয়ে না হলে সেও সিংগেল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

কাউন্টার নিশাচর বলেছেন: ব্লগার চাঁদগাযি কি একবিংশ শতকের বাসিন্দা ?
বিয়ে লাগে না, রিলেসন থাকলেই ডাবল। আজকালকার ভদ্র মার্জিত রিলেশনে সেক্স ছাড়া সবই হয়।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

গেম চেঞ্জার বলেছেন: হা হা হা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

কাউন্টার নিশাচর বলেছেন: ব্রো, কষ্টে আছি।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

কাউন্টার নিশাচর বলেছেন: হাইসেন না ব্রো,আজ আপনার ওয়াইফ বা জিএফ আছে। কে জানে একদিন আপনাকেও আমাদের মত একলা চল নীতি ধারন করতে হতে পারে।
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: গুণদা (নির্মলেন্দু গুণ) বলেছিলেন, "দুঃখ করো না; বাঁচো ।" একদিন অামরাও...!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

কাউন্টার নিশাচর বলেছেন: ঠিক বলেছেন
বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

প্লাবন২০০৩ বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

কাউন্টার নিশাচর বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু
ভাই আপনি অনেক ভালো, আপনি অনেক মহান

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

কবি এবং হিমু বলেছেন: ভাই,আপনি তো লাকি।কতো গুলো টাকা খরচ হওয়া থেকে রক্ষা পেল।আপনার তো সবাইকে দাওয়াত দিয়ে বিরিয়ানি খাওয়ানো উচিত

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

কাউন্টার নিশাচর বলেছেন: হ রে ভাই, গতবছর এই টাইমে মানিব্যাগ ছিল ফাঁকা, আজকে এখনও গরম আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.