নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

মাইর হবে সাউন্ড হবেনা। ধর্ষণ হবে আলামত হবেনা। - শেখান্নবর্তী পরিবার।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

পুনঃ পোস্টমর্টেমে তনুকে ধর্ষণের নাকি কোন আলামত পাওয়া যায় নাই। জানতাম এমন কিছুই হবে। আর এটা প্রমাণের জন্যই হয়তো তনুর লাশ কবর থেকে দ্বিতীয়বার তোলা হয়েছিলো। জজ মিয়া নাটকের নতুন ভার্সন।

কিছুদিন পর তারা বলবে, তনুকে খুন করা হয় নাই। সে নিজেই নিজেকে পশুর মতন ছিড়েখুড়ে আত্মহত্যা করেছে। আরো কিছুদিন অতিবাহিত হলে তারা হয়তো এটাও প্রমাণ করে দিবে যে সে মারাই যায় নাই। নাটক করে ইন্ডিয়া ভেগে গেছে

তনুর ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জনাব কামদা সাহা বলেছেন। সাহা যাহা বলেন নি তাহা হলো, তনু নিজেই নিজের শরীরের স্পর্শকাতর স্থান খামচে, কামড়ে, চুল ছিঁড়ে, নিজের গলাটা নিজেই টিপে মরে গিয়েছে।

তবে মনে রাখবেন এই মিথ্যে, এত জুলুম, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, এইসবের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। একদিন আলামত হবে। কেয়ামত ও হবে। আমার আর কিছু বলার নাই। আমি বাকরুদ্ধ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

নতুন বলেছেন: পুনঃ পোস্টমর্টেমে তনুকে ধর্ষণের নাকি কোন আলামত পাওয়া যায় নাই। জানতাম এমন কিছুই হবে। আর এটা প্রমাণের জন্যই হয়তো তনুর লাশ কবর থেকে দ্বিতীয়বার তোলা হয়েছিলো। জজ মিয়া নাটকের নতুন ভার্সন।

বাহ তনু ধষ`ন হয়নাই বলে আপনার খারাপ লাগতেছে?

আপনি কিভাবে নিশ্চিত হলেন যে তনু হত্যার আগে ধষ`নের স্বীকার হয়েছিলো?

তনুর লাশ পাওয়া গিয়েছিলো বাড়ির কাছেই.... তার মাথা থেতলে দেওয়া হয়েছিলো ভারি কিছু দিয়ে... চুল কেটেছে বা ছিড়ে ফেলেছে...

তনুকে দুরে ধষ`ন করে নিশ্চই বাড়ীর কাছে তার লাশ ফেলে যায়নি খুনিরা।

আমার প্রথম থেকেই এটাকে শুধুই ধষনের পরে হত্যা বলে মনে হয়নি।

এই হত্যার পেছনে তনুর পরিচিত লোকই আছে.... এটা আক্রোশ থেকে হত্যা... ধষ`ন নয় বলেই আমার মনে হয়।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

কাউন্টার নিশাচর বলেছেন: তার লাশতো অন্য কথা বলেছিল !!! তনুর বাবা মাথার পিছনে আঘাত দেখেছেন কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে তা নেই!!! তাহলে কি দেখালো ! তাহলে কয়দিন পর কি শুনতে হবে তনু নামে কেউ সেখানে নিহত হয়নি!!?? নাটকের প্রথম অংশ শুরু হয়ে গেছে।

আর ধর্ষণ যদি নাও বা হয়, এটা তো অনুমিতই ছিল। যাক। ধর্ষিত হয়নি। সম্ভ্রব হারাতে হয়নি। কিন্তু তনুকে হত্যা তো করা হয়েছিল। এটাও মিথ্যা হবে ? হত্যা হলে হত্যা কান্ডের বিচার হউক। নাকি প্রমানিত হবে তনুকে হত্যা করা হয়নি। তনু মরেনি। তনুর মা বাবার কারনেই তনু আত্নহত্যা করেছে। সব দোষ তনুর। সাবাস সাবাস

এ ধরনের প্রহসন মুলক ময়না তদন্ত রিপোর্ট মেনে নেয়া যায় না ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০১

নতুন বলেছেন: তনুর বাবা মাথার পিছনে আঘাত দেখেছেন কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে তা নেই!!! তাহলে কি দেখালো !

রিপোটে কি মাথার আঘাতের কথা নেই?

রিপোটের কপি আমি কোথাও দেখিনাই, তাই সিওর হয়ে বলতে পারছিনা। কিন্তু রিপোটের কপিটা আপনি দেখেছেন?

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

কাউন্টার নিশাচর বলেছেন: হ্যা দেখেছি

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৬

বিজন রয় বলেছেন: একদিন আলামত হবে। কেয়ামত ও হবে। আমার আর কিছু বলার নাই। আমি বাকরুদ্ধ।

আর কবে হবে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

কাউন্টার নিশাচর বলেছেন: হবে

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রকাশ্যে ডাকাতি বলতে যা বুঝায়, তনুর ক্ষেত্রে এখন তাই হচ্ছে। আল্লাহ, তুমি এসব মিথ্যাবাদীদের চরম শাস্তি দিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.