নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

কাক, কুকুড় আর মাস্তানের দেশ....! যে যেভাবে পারে হাড্ডি মাংশ খুবলে খাচ্ছে...!!

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২

বাস কন্ডাক্টর: ভাই, ভাড়া টা দেন।
যাত্রী: এই নেন।
কন্ডাকটর : ৫ টাকা কেন? ১০ টাকাতো।
যাত্রী: আমি ছাত্র। জানিস না আমার ভাড়া হাফ?

বাস কন্ডাক্টর এবার আরেক যাত্রী কে: ভাড়া দেন।
যাত্রী: এই বেটা! ছাত্রের ভাড়া হাফ, আমি ওর মাস্টার, আমার ভাড়া মাফ।

আরেকজন চেচিয়ে বলছে: ঐ কন্ডাক্টর! আমাকে কিছু টাকা দে, আমি মাস্টারের বাপ।
.
.
দেশ চলছে উপরের এই কৌতুকের মত। যে যেভাবে পারছে সুবিধে আদায় করে নিচ্ছে। ছাত্র-শিক্ষক, উঁচু তলা-নীচু তলা সব এই বেলায় একাকার। নৈতিকতা যাদুঘরে? উহু। নীতির অবস্থা এতই সঙ্গিন যে, মিউজিয়াম থেকেও সেটি চুরি হয়ে গিয়েছে।

এদিকে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে মসজিদের জুতো চোর সাহেবও কিন্তু সেই মুসলিমই।

শফিক রেহমানের ভালোবাসা দিবসের প্রচলন, এবং ভয়ংকর মিথ্যে তথ্য 'উনি সমকামী' - এইসব কথাবার্তা এইসময়ে তুলে এনে যারা নিজের মুসলমানিত্ব শো করে প্রচুর জ্ঞানী সাজছেন তারা ঠিক ঐ জুতাচোর মুসলিমের মতই।

ছাত্র, শিক্ষক, শিক্ষকের বাপ আর জুতাচোর এখন এক কাতারে অবস্থান নিয়েছে। 'আমিও গ্রেফতারের নিন্দা জানাই কিন্তু উনিতো উনার শাস্তি পাচ্ছেন' টাইপ কথা বলা এইসব মুসলিমেরা কিন্তু আবার 'একাত্তরের শাস্তি শাহবাগের ফাঁসি' এটি স্বীকার করবেনা।

ভ্যালারে বাঙালী মুসলিম! তুই শুধু পার্সেন্টেই সীমাবদ্ধ থাক। নীতির তোয়াক্কা করিস না। প্রমাণ করে দে, মুসলিমদের নীতি থাকতে নেই। একদিন দুনিয়া প্রমাণ দেবে, মুসলমানের জন্য মানবাধিকার থাকতে নেই। কান্দিস না তখন
Elora Zaman

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.