নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

আমাদের বি এন পি। Bipod Nia Pereshan (B N P)

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

রিজার্ভ হরিলুটের ঘটনা আড়াল করতে কি কি করা যায় তা নিয়ে পরামর্শ সভার আয়োজনে তিনটি দারুণ প্ল্যান আনা হয়েছে। সেখানে মোটামুটি সবাই অবদান রেখে তিনা'র কৃপা পার্থী হয়েছেন।

১/ ইমরান সরকার আর তথ্য বাবার ফ্রেন্ড-আনফ্রেন্ড 'আমি খাড়ায়া যাবো, আপনে বসায়া দিবেন' নাটক নিয়ে শাহবাগ এগিয়ে এলো। ব্যাস্ত রাখা গেল তরুণ প্রজন্মকে। যারা এই নাটকে মজা পায়না তারা পরের নাটক দেখবেন।

২/ মীর্জা ফখরুলের হাত ধরে সুযোগ মত ছবি তুলে ভাইরাল করে ব্যাস্ত রাখা হলো মধ্য বয়সী রাজনৈতিক প্রজন্ম। বিরোধী দল দুই ভাগ। মুহাহাহা। যারা শুধু আস্তিক-নাস্তিকে আনন্দ পান তাদের জন্য পরেরটি।

৩/ বিরাশী বছরের বৃদ্ধ শফিক রেহমানকে গ্রেফতার করে নাস্তিক সমকামী ইস্যু তুলে দিয়ে বিরোধী পক্ষকে আসল মুসলিম-নকল মুসলিম গোত্রে আলাদা করা গেলো। নাস্তিক শুধু আওয়ামীলীগেই থাকবে কেন? দেখুন, ডানপন্থায়ও আছে। হুহু।

ত্রিমুখী আনন্দ।

শফিক রেহমান রিমান্ডে আছেন। কিন্তু আমার টাকা গুলো কোথায় আছে? কেউ জিজ্ঞেস করেনা এখন আর। কি মজা!

'বিএনপি এখন ব্রিফিং ও এলাহিভরসার দল, বিএনপির আন্দোলন ঈদের পর তীব্র থেকে তীব্রতর হবে বলে হুশিয়ারী দেন কিন্তু ঈদও আসে না বিএনপির আন্দোলনও হয় না। কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে বিএনপি নেতারা বারবার হুশিয়ারী করলেও কঠোর কর্মসূচী কবে নাগাদ আসবে, তা নিয়ে হতাশায় তৃনমূল নেতারা, এখন নাকি বিলেত থেকে কমিটি আসলে আন্দোলন তীব্র হবে।'

কোটেড কথাগুলো আমি বলিনি। বলেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বিএনপির এই পিন পতন স্তব্ধতায় আওয়ামীরাও বিরক্ত। রাজনীতিতে মজা নেই। ধুর ছাতা! মরার বিএনপি
Elora Zaman

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:




এট লোক পড়ে, কেহ মন্তব্য লেখে না কেন?

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

কাউন্টার নিশাচর বলেছেন: good question

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতিতে আওয়ামীলীগের কাছে বি এন পি শিশু...

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

কাউন্টার নিশাচর বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.