নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

ছেলেটার চোখ উপড়ে ফেলা হয়েছিলো

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬



ছবিতে মুচকি হাসি দেওয়া যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, তার জন্ম ১৬ বছর আগে। ১৬ বছরে কয়মাস হয়? ১৯২ মাস! অনেক সময়। এই বয়সেই সে হয়ে ওঠেছে দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, এলাকার ত্রাস! তার অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠেছে ঝিনাইদহ, তার কুখ্যাতি ছড়িয়ে পড়েছে ৫৮০০০ হাজার বর্গমাইল জুড়ে!
.
অবশেষে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলো বীরযোদ্ধা পুলিশবাহিনী। ধরতে সক্ষম হলো, এই ভয়ানক গডফাদারকে। এবং গুলি করে লাশও ফেলে গিয়েছে ফসলের মাঠে! অবশেষে জনমনে স্বস্তি ফিরে আসে। ঝিনাইদহের মানুষ আজ বুকভরে নি:শ্বাস নিতে পারছে! ঝিনাইদহের মানুষের চোখেমুখে আনন্দের ছাপ!
.
অবিশ্বাস্য মনে হচ্ছে? ভাবছেন, ইন্টার ফার্স্ট ইয়ারের ছেলে এরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে না, সত্য। কিন্তু আমাদের পুলিশ ভাইয়েরা কি কোনো ভুল কাজ করতে পারে? কক্ষনো না!
.
তার নাম সোহান। ১২ দিন আগে পুলিশ তাকে তুলে নেয়, স্থানীয় দোকান থেকে। পুলিশ তাকে তুলে নেওয়ার খবর অস্বীকার করতে থাকে! মা কান্নাকাটি করে,সংবাদ সম্মেলন করেন। নাহ, ফলাফল শূন্য! গতকাল তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়!
.
শামীম ওসমানের চেয়েও বড় অপরাধ করেছে সোহান। শিবিরকর্মী!
জানি, বিচার হবে না।কে বিচার করবে? বিচারকই যে খুনী!
...কিন্তু সুস্থ বিবেকবান মানুষদের কাছ থেকে অন্তত প্রতিবাদ আশা করেছিলাম।

যারা এই হত্যা নিয়ে চুপ আছে, এমনকি মনে মনেও ঘৃণা জানায়নি, আমরা তাদেরকে অভিশাপ দিচ্ছি না, সত্যিই অভিশাপ দিচ্ছি না। দোয়া করছি, আপনারা ভালো থাকুন। আপনাদের ছেলেরা ভাইয়েরা ভালো থাকুক।
তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যেই দলই করুন না কেন, যতই "নিরপেক্ষ" হোন না কেন, একদিন এ বিপদ আপনার ঘরেও আসবে!
.
স্থানীয় এমপির কাছে গিয়েছিলো, সোহানের এলাকার তিন শতাধিক মানুষ। তারা কথা দিয়েছিলো, ভবিষ্যতে তারা সবাই আওয়ামিলিগ করবে, তবুও সোহানকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আহ, আকুতি!
এমপি জবাব দিয়েছেন, আওয়ামিলিগ করার লোকের অভাব নাই!

কাউসার আলম

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯

অ্যালেন সাইফুল বলেছেন: তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যেই দলই করুন না কেন, যতই
"নিরপেক্ষ" হোন না কেন, একদিন এ বিপদ আপনার ঘরেও আসবে!

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

কাউন্টার নিশাচর বলেছেন: হা

২| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭

আবুলের বাপ এগেইন বলেছেন:

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

কাউন্টার নিশাচর বলেছেন: ছবিটা বীভৎস, চোখ খুবলে তুলে ফেলেছে। কিভাবে পারলো এরা এই কাজ করতে?
একটা আওয়ামি লিগার কখনোই সম্পূর্ণ মানুষ নয়, কখনো কখনো এরা আদৌ মানুষই নয়, স্রেফ জানোয়ার।

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

বি এইচ সাগর বলেছেন: অ্যানেল সাইফুল ভাই আপনিতো অনেক চিন্তাশীল মানুষ ,রাতে ঘুমানুর সময় বালিশের উপরে মাথা দেন না নিছে ?

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

কাউন্টার নিশাচর বলেছেন: ব্লগার চাঁদগাযি বা কলাবাগান কি এসব পোস্ট দেখেন না?

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

সোজোন বাদিয়া বলেছেন: "স্থানীয় এমপির কাছে গিয়েছিলো, সোহানের এলাকার তিন শতাধিক মানুষ। তারা কথা দিয়েছিলো, ভবিষ্যতে তারা সবাই আওয়ামিলিগ করবে, তবুও সোহানকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আহ, আকুতি!
এমপি জবাব দিয়েছেন, আওয়ামিলিগ করার লোকের অভাব নাই!" - এরা জঙ্গি নয়; এরা সভ্য, সুসভ্য, সজ্জন; মানবতার, স্বাধীনতার পক্ষশক্তি!

ধন্যবাদ ভাই ছাবিগুলো দেখানোর জন্য।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

কাউন্টার নিশাচর বলেছেন: ওদের অহংকার চূর্ণ হবে অবশ্যই।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

মোঃ আলামিন বলেছেন:
স্থানীয় এমপির কাছে গিয়েছিলো, সোহানের এলাকার তিন শতাধিক মানুষ। তারা কথা দিয়েছিলো, ভবিষ্যতে তারা সবাই আওয়ামিলিগ করবে, তবুও সোহানকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আহ, আকুতি!
এমপি জবাব দিয়েছেন, আওয়ামিলিগ করার লোকের অভাব নাই!

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

কাউন্টার নিশাচর বলেছেন: আসলেই তাই
তেলা মাথায় তেল দিতে লোকের কখনো অভাব হয় নি।

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে........................জয়তু নিউটন মামু

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

কাউন্টার নিশাচর বলেছেন: প্রতি রক্তবিন্দু কণার প্রতিশোধ নেয়া হবে ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৮

গেম চেঞ্জার বলেছেন: সাইকোপ্যাথ নিষ্টুরতা!! মিডিয়ায় তো নেই! ক্যামনে কী?

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

কাউন্টার নিশাচর বলেছেন: মিডিয়া অবশ্যই জামায়াত শিবির হত্যাকাণ্ডে কথা বলবে না।

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

লা-তাহ্‌যান বলেছেন: মর্মান্তিক!!
এভাবেই চলছে। কিছুদিন আগে বাশখালীর খুনের ব্যাপারেও কেউ কিছু বলল না।
মর্মান্তিক!!
এভাবেই চলছে। কিছুদিন আগে বাশখালীর খুনের ব্যাপারেও কেউ কিছু বলল না।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

কাউন্টার নিশাচর বলেছেন: স্বৈরশাসকরা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী মনে করে।

৯| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

লা-তাহ্‌যান বলেছেন: জামাত শিবির বিষয় না। নির্বিচারে যেকোনো হত্যার প্রতিবাদ জানাই।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

কাউন্টার নিশাচর বলেছেন: অবশ্যই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.