নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমাদের ধাপ্পাবাজির রকমসকম, যেখানে যেমন সেখানে তেমন

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:২১

ব্রিটেনের গার্ডিয়ান রিপোর্ট করেছে- ঢাকায় নাকি যুদ্ধক্ষেত্রের থেকেও ভয়াবহ অবস্থা। কারণ ঢাকায় নাকি ৩ বছরে ১৬ জন মুক্তমনা, সমকামী নিহত হয়েছে। (http://goo.gl/LYhhQD)

ব্রিটিশ সংবাদ মাধ্যমের দেওয়ার তথ্য অনুসারে ঢাকা যদি যুদ্ধক্ষেত্র হয় তবে আমার মতে লন্ডন তো বিশ্বযুদ্ধে বিধ্বস্ত। কারণ লন্ডনে ২০১৫ সালে খুন হয় ১১২ জন লোক, যা ২০১৪ সাল থেকে ২০% বেশি ! (http://goo.gl/pj8FKN)



ওদিকে "ডয়েচে ভেলে" সারাদিন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চায়, কিন্তু নিজ দেশেই ধর্মনিরপেক্ষতার ছিটেফোটা নেই। সম্প্রতি দেশটির একটি রাজনৈতিক দল নির্বাচনী মেনিফেস্টোতে বলেছে-
“‘জার্মানিতে ইসলাম ধর্মের কোন স্থান নেই। মুসলমানদের আজান, পুরো মুখ ঢেকে নিকাব পরিধান ও মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধ করতে হবে। জার্মানির জন্য ইসলাম একটি বিদেশী ধর্ম, তাই এখানে খ্রিষ্টানদের মতো সমান অধিকার মুসলিমদের থাকা উচিত নয়।’ (http://www.banglamail24.com/news/149074)

উল্লেখ্য জার্মানি বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ডানপন্থী খ্রিস্টান দলের প্রধান। তার দলের নাম- ক্রি্স্টিয়ান ডেমোক্রেটিক পার্টি (CDU) (https://goo.gl/imUPm0)।
আরো উল্লেখ্য- দেশটিতে চার্চের জন্য প্রত্যেক নাগরিককে ইনকামের ৮-৯% ট্যাক্স দিতে হয়। এর ফলে গির্জাগুলো ইনকাম হয় বছরে প্রায় সাড়ে ৯শ’ কোটি ইউরো।(https://en.wikipedia.org/wiki/Church_tax)

আমার কথা হচ্ছে-
-----জার্মানির মত বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতো যার নামের সাথে ‘ইসলাম’ আছে,
---- জার্মানির মত বাংলাদেশেও যদি কোন রাজনৈতিক দল বলতো- বাংলাদেশে হিন্দুদের পূজা, খ্রিস্টানদের চার্চ বন্ধ করা হবে,
--- জার্মানির মত বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাসিক ইনকাম থেকে যদি ৮-৯% মসজিদের জন্য কেটে নেওয়া হতো,

তখন বাংলাদেশের কথিত মুক্তমনারা কি বলতো ?
তারা কি তখন জার্মানি রেখে বাংলাদেশে থেকে যেতে চাইতো ??
Noyon Chatterjee

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.