নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

সাজানো ইট

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

কিছু মানুষ থাকে যাদের প্রতিটা সকাল হয় দুপুরে, দুপুর হয় সন্ধ্যায়, আর বিকেল হয় গভীর রাতে!

এরা প্রতি দুইদিনে একটি দিন হারিয়ে ফেলে অলসতার জগতে। জীবনের তিন ভাগের দুইভাগ তাদের জীবন, একভাগ অলসতা।

এই মানুষগুলোর কাছে প্রতিটি কাজ শুধুই একটি কাজ। গুরুত্বপূর্ণ কাজ বলে এদের জীবনে কোন কাজ নেই। এরা প্রতিটি কাজের আগেই ভাবে, টাইম এন্ড টাইড শুড ওয়েট ফর মি...

এখন না, একটু পরে করবো...
আজ ভাল্লাগছে না, কাল করবো...
এটা এখনই করার দরকার কি, সময় তো আছেই...
এখন না... রাতে ঠান্ডা মাথায় পড়তে বসবো...
নাহ... ঘুমিয়ে পড়ি... অনেক সকালে উঠে পড়তে বসবো...
আজ থাক... কাল সব পড়ে কমপ্লিট করে ফেলবো....
সমস্যা নাই... পরীক্ষার আগে সব পড়ে ফেলবো...
এই সেমিস্টারটা যাক... পরের সেমিস্টারে দেখাইয়া দিব...

এদের প্রতিটি সেমিস্টারই "এই সেমিস্টার" হয়, "পরের সেমিস্টার" এদের লাইফে আর আসে না।

এই মানুষগুলোর আরেকটা গুণ থাকে, এরা প্রচুর পরিমানে মিথ্যা বলতে পারে। এদের নিজের অক্ষমতা বলে কিছু থাকে না। প্রতিটি ব্যর্থতার পেছনেই একটা অজুহাত থাকে।

আর বলো না... রাস্তায় প্রচুর জ্যাম ছিলো...
উফফ... রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছিলো...
স্যার... খুব অসুস্থ ছিলাম...
ভাই রে... খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম...
বাসায় মেহমান এসেছিলো...
এক বন্ধু এক্সিডেন্ট করেছিলো...
ভীষণ ঝামেলায় ছিলাম...

এই মানুষগুলোর অজুহাতের অভাব থাকে না।

মানুষের নাকি তিনটি হাত থাকে- ডানহাত, বামহাত আর অজুহাত। দুই হাত কাজ করে, আর অজুহাত সেই কাজ ধ্বংস করে।

এই অজুহাত শুনতে শুনতে একটা সময় কাছের মানুষগুলোও বিরক্ত হয়ে পড়ে। এদের সম্পর্কগুলো কোন অভিমানে ভাঙে না... ভাঙে বিরক্তিতে।

এই অলস মানুষগুলোই একটা সময় সব হারিয়ে বলে--

কেন এমন হলো?
আমার লাইফটাই কেন এমন??
আমার ভাগ্যটাই এত খারাপ কেন???
হায় রে... একটা **** কপাল নিয়ে দুনিয়াতে এসেছিলাম..!!!

অথচ, একটিবারও পিছু ফিরে দেখেনা, যে ভাগ্য আজ তার জীবনের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে, তার প্রতিটি স্তরে একের পর এক সাজানো ইটগুলো তার নিজের হাতেই বসানো....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৯

মীর সজিব বলেছেন: বাস্তব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.