নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

সংবাদ সম্মেলনে সুশান্তর দাবি সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৫

পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে - বিজ্ঞানীদের গবেষণালব্ধ সর্বজনস্বীকৃত এ মতটি ভুল আখ্যা দিয়ে উল্টো ধারণা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা এলাকার নরেন্দ্র দেবের ছেলে টেইলার সুশান্ত দেব সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বেলা ১১টায় সরাইল প্রেস কাবে সংবাদ সম্মেলন করে তিনি প্রচলিত এই ধারণার বিপে যুক্তিসহ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেছেন ‘পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে।’
১৯৯০ সালে চুন্টা এসি একাডেমি থেকে নবম শ্রেণী পাস করে চুন্টা বাজারে টেইলারের কাজ করার পাশাপাশি ১০ বছর পৃথিবী ঘূর্ণনের প্রচলিত তথ্য নিয়ে গবেষণা করে এটি ভুল আখ্যা দিয়ে তার ধারণার পে তিনি ছয়টি যুক্তি তুলে ধরেন ওই সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সুশান্ত দেব বলেন, গবেষণার শুরুতে তিনি প্রথমে একটি ইটের টুকরা উপরের দিকে ফেলেন। পৃথিবী ঘূর্ণনের প্রচলিত নিয়ম অনুযায়ী টুকরাটি তার কাছ থেকে ২.২০ কি.মি. দূরে পড়ার হিসাব করলেও কাছেই পড়ে। সেই থেকে তিনি ধারণা করেন সূর্য নয়, পৃথিবী স্থির। সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে।


এ বক্তব্যের পে তার ছয়টি যুক্তি হলো

১. ঢাকা থেকে ৪২২০ কি.মি. পশ্চিমে অবস্থিত কোনো স্থানে যেতে একটি বিমান যদি ঢাকা থেকে ঘণ্টায় ৫০০ কি.মি. বেগে যায়, আর পৃথিবী যদি ঘণ্টায় ১৬১০ কি.মি. বেগে পশ্চিম দিক হতে পূর্ব দিকে ঘুরে তাহলে বিমানটি গন্তব্যে পৌঁছতে প্রচলিত ধারণায় সময় লাগবে ২ ঘণ্টা। কিন্তু তার ধারণায় পৃথিবী স্থির বলে সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা ২৬ মিনিট।

২. ঢাকা থেকে ৪২২০ কি.মি. পূর্ব দিকে অবস্থিত কোনো স্থানে যেতে একটি বিমান যদি ঢাকা থেকে ঘণ্টায় ৫০০ কি.মি. বেগে যায় আর পৃথিবী যদি ঘণ্টায় ১৬১০ কি.মি. বেগে পশ্চিম দিক হতে পূর্ব দিকে ঘুরে তাহলে বিমানটি (১৬১০-৫০০)=ঘণ্টায় ১১১০ কি.মি. পূর্ব দিকে না গিয়ে পশ্চিম দিকে সরে যাবে। কিন্তু বাস্তবে এমনটি না হওয়ায় এতে তার ধারণা পৃথিবী স্থির।

৩. প্রচলিত ধারণা মতে পৃথিবী যদি ঘণ্টায় ১৬১০ কি.মি. বেগে নিররেখায় নিজ অরে উপর ঘুরে তাহলে বিমানের কোনো গতির প্রয়োজন নেই। আকাশে এক জায়গায় বিমান দাঁড়িয়ে থাকলেই গন্তব্য স্থানে পৌঁছে মাটিতে নামতে পারত।

৪. পৃথিবীর যদি গতি থাকে তাহলে যুক্তরাজ্য থেকে দণি আফ্রিকাগামী বিমান ব্রাজিল চলে আসবে। ফের দণি আফ্রিকা থেকে যুক্তরাজ্যগামী বিমান কানাডা চলে যাবে। এ রকম হওয়ার কারণ পৃথিবীর আবর্তন গতি। আবর্তন গতি থাকলে বিমান দণি হতে উত্তর দিকে বা উত্তর হতে দণি দিকে কোনো দিনই তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে না।

৫. রকেটের মাধ্যমে পৃথিবী থেকে মানুষ চাঁদে যায়। রকেটের গতি প্রতি সেকেন্ডে ৯ কি.মি.। পৃথিবীর পরিভ্রমণ গতি প্রতি সেকেন্ডে ৩০ কি.মি.। পৃথিবী থেকে মহাকাশের পথে যদি কোনো রকেট যাত্রা করে তাহলে প্রতি সেকেন্ডে (৩০+৯)=৩৯ কি.মি., প্রতি মিনিটে ২৩৪০ কি.মি., আর প্রতি ঘণ্টায় ১৪০৪০০ কি.মি. হিসাবে রকেটটি পৃথিবী থেকে দূরে সরে যাবে। অর্থাৎ পৃথিবীতে রকেটটি ফিরে আসা কোনো দিনই সম্ভব হবে না। কিন্তু বাস্তবে এমনটি হচ্ছে না। এতে প্রমাণ করে পৃথিবী স্থির।

৬. রকেটটি যদি পৃথিবীর পরিভ্রমণ গতির সামনের দিক হতে যাত্রা করে তাহলে যাত্রা করার সাথে সাথে পৃথিবীর সাথে রকেটটি ধাক্কা লেগে মাটিতে পড়ে যাবে। কারণ পৃথিবীর পরিভ্রমণ গতি প্রতি সেকেন্ডে ৩০ কি.মি. এবং রকেটের গতি প্রতি সেকেন্ডে ৯ কি.মি.।
সংবাদ সম্মেলনে পৃথিবী ঘূর্ণনের তথ্যে বিজ্ঞানীদের প্রচলিত ধারণায় ভুল রয়েছে চ্যালেঞ্জ করে সুশান্ত দেব তা সংশোধনের দাবি করে বলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে নয়, সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরছে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৫

বিলোয় বলেছেন: http://m.dailynayadiganta.com/detail/news/5631

২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৯

বদিউজ্জামান মিলন বলেছেন: যত্তসব আবাল!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১১

বিলোয় বলেছেন: আবাল গিরির কি দেখলেন ব্রাদার? ছেলের মেধা আছে তা কি অস্বীকার করতে পারবেন?

৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্যাটারে আগে গতি আর শ্তিতি জড়তা কি এই বস্তু শেখানো দরকার। সাথে সাথে এই সাইটের সাংবাদিকগুলারেও। তাইলে এদের জ্ঞানের জড়তা কাইটা ওইটায় গতিও আসবে, আর মানসিক ভারসাম্যে স্থিতি...

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২

বিলোয় বলেছেন: সরি মিস্টেক আগের মন্তব্যের জন্য

আসলে আমাদের দেশের মানুষের প্রতিভা দিন দিন বেড়েই যাচ্ছে। এই প্রতিভা ভুল দিকে টার্ন নিলেও রেস্পেক্ট করা উচিত। যুক্তি দেখে মহিত হয়ে গেছি, সিদ্ধান্তটা হয়ত ভুল, ইট দাজন'ট ম্যাটার।

৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

কিং ফাহিম বলেছেন: বস,আমাকে সকল পোষ্ট থেকে সরিয়ে আনা হয়েছে।আমি কি আর কখনই সকল পোষ্ট এ লিখতে পারব না?আর নির্বাচিত পোষ্টেও তো আমার লেখা পোষ্ট করছেন না।
কেউ আমাকে হেল্প করেন আমি নতুন।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

বিলোয় বলেছেন: নতুন আইডি খোলেন

৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৮

নতুন বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))


এই রকমের গিয়ানী পোলা কোথায় ছিলো এতো দিন?????????????


যেই বস্তু মাটিতে থাকে সেই বস্তুও পৃথিবির সমান গতিতে থাকে.... এটা বিজ্ঞানী ভুলে গেছেন....

সুশান্ত দেবকে ধন্যবাদ তিনি বিষয়টি নিয়ে গবেষনা করেছেন.... এবং তার বিশ্বাসের উপরে নতুন থিউরি নিয়ে সংবাদ সম্মিলন করে সবাইকে জানাতে পেরেছেন...

কিন্তু তার এই ধারনা ভুল...এটা অনেক আগেই প্রমানিত একটা সত্য বিষয়...

সুশান্ত দেবকে সাহাজ্য করা উচিত সে যেন বিজ্ঞানের বিষয়ে জানতে পারে...

নিচের ভিডিওটি আন্তজাতিক স্পেস স্টেসন থেকে করা ভিডিও.... এরা পৃথিবির উপরে ভ্রমন করছে তাই তারা প্রতিদিন অনেক বার সূয`দয় আর অস্ত যাওয়া দেখে....

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৩

বিলোয় বলেছেন: এই যে ভাই আপনার কথা শুনে ভালো লাগল, এবার বুঝলাম সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না বরং পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে। ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ। ব্লগে যারা আপনারা দেখছেন তারাও জ্ঞান অর্জন করুন।

৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



পৃথিবীর সাথে এটমোস্ফিয়ারও একই গতিতে ঘুরছে, সেই জন্য যেকোনদিকে বিমান যাক না কেন, বিমানের জন্য যাত্রা ও গন্তব্য স্হির।

উদাহরণ: চলন্ত বা স্হির জাহাজের সামানের থেকে পেচনে বা পেছনের থেকে সামনের দিকে হেঁটে গেলে, দুরত্ব সমান থাকবে।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৫

বিলোয় বলেছেন: হ্যারে ভাই আপনিও কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি।

৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: এই যে ভাই আপনার কথা শুনে ভালো লাগল, এবার বুঝলাম সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না বরং পৃথিবীই সূর্যের চারপাশে ঘোরে। ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ। ব্লগে যারা আপনারা দেখছেন তারাও জ্ঞান অর্জন করুন।


ভাই ইন্টানেটে এখন আপনার সব প্রশ্নের জবাব পাবেন.... সুশান্ত দেবকে ইন্টানেটে তার উত্তর খুজতে বলেন তিনি জবাব পাবেন...

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

বিলোয় বলেছেন: থ্যাংকু থ্যাংকু

৮| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:১৮

তিক্তভাষী বলেছেন: আমি তখন খুব ছোট, সম্ভবতঃ স্কুলেও ভর্তি হইনি। একদিন স্টীমারে চড়েছি। ভাবলাম চলন্ত অবস্থায় আমি যদি উপরের দিকে লাফ দেই তাহলে নেমে আসতে আসতে স্টীমার নিশ্চয়ই খানিকটা এগিয়ে যাবে। দিলাম লাফ। কিন্তু যেমন ভেবেছিলাম তেমন কিছুই কিন্তু হলো না। কেম্নে কি? :(

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০০

বিলোয় বলেছেন: সত্যি কথা হল এই চিন্তা আমিও করেছি, কিন্তু লাফানোর সাহস হয় নাই।

৯| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৬

দেশী পোলা বলেছেন: :)

কোন এক কারণে কুমিল্লাতেই এইসব ক্ষনজন্মা প্রতিভার আগমন হয়

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০১

বিলোয় বলেছেন: ইস্ট এন্ড ওয়েস্ট
কুমিল্লা ইজ দা বেস্ট

১০| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ২:০০

স্বাধীন বাংলা বলেছেন: সুশান্ত দেবকে সাহাজ্য করা উচিত সে যেন বিজ্ঞান জানতে পারে

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০২

বিলোয় বলেছেন: বাজারে মরিচ পিয়াজ কেনার সময় আপনার বিজ্ঞান কোন সাহায্য করে কিনা জানতে চাই।

১১| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১২

যাযাবরমন বলেছেন: জনাব তিক্তভাষী ভাল ১টা উদাহরন মনে করিয়ে দিয়েছেন,
গিয়ানী পোলাটারে ১টা বড় পাল/মাস্তুল -এর নৌকায় উঠাতে হবে। তারপর মাস্তুলের আগায় আংটা দিয়ে ১ টা পাথর ঝুলিয়ে দিতে হবে, সূতার মাথা আংটার ভেতর দিয়ে নিচে থেকে ১ জন ধরে রাখবে। এরপর গিয়ানী পোলাটারে পাথরের নিচে দাড় করাতে হবে আর নৌকাটাকে ১টা স্পিডবোট এর সাথে বেধে জোড়ে চালাতে হবে।
এখন পাথরটা ছেরে দিলে গিয়ানী পোলাটার মতানুসারে পাথরটা পোলাটার মাথা থেকে অনেক দুরে পরার কথা!!
এখন পোলাটার মাথার উপরের পাথর ছেরে দিয়ে দেখতে হবে সেটা কোথায় পরে। পাথরটা মাথা থেকে হিসাব করা দুরত্বে পরলে বুঝবেন পৃথিবী স্থির, আর মাথা বা আসেপাশে পরলে বুঝবেন পৃথিবী চলমান।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

বিলোয় বলেছেন: হুম ঠিক বলছেন

১২| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৭

অ্যানালগ বলেছেন: সুশান্তকে ধন্যবাদ তার চিন্তার জন্য, সুশান্তকে আভিনন্দন তার ভাবনার ব্যাপকতার জন্য। তার ভুলগুলি ধরিয়ে দেয়ার মত লোকজন ইউনিয়ন/উপজেলা পর্যায়ে অনেকই আছেন, অন্তত হাইস্কুলের বিজ্ঞান শিক্ষকরা আছেন।

সুশান্ত একদিক দিয়ে অনেক লাকি যে সে মুসলমান নয়, তাই যদি হতো এতক্ষণে বাংলার কিছু অসহিষ্ণু স্ববিবেচিত প্রগতিবাদিরা (?) তাকে পৈতৃক ধর্ম সহ নাজেহাল করে ছাড়তো ভার্চুয়াল ও অ্যাকচুয়াল উভয় জগতে, চলতো হিংসার উদগিরন।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

বিলোয় বলেছেন: সঠিক বলেছেন, কিছু কুলাঙ্গার আছে।

১৩| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১:০১

তিক্তভাষী বলেছেন: যাযাবরমন = স্যাডিস্ট! :P =p~ =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৫

বিলোয় বলেছেন: তিক্তভাষী তিক্ত কথাই বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.