নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

দেশ যেখানে ভারতের থাবায় ক্ষত-বিক্ষত ,সেখানে খেলা নিয়ে কেন এত উন্মাদনা ?

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০

খেলা নিয়ে বাংলাদেশিদের চেতনা নতুন করে জাগ্রত হয়েছে ।আম্পায়ারদের পক্ষপাতিত্ব নিয়ে সবাই নানা ভাবে প্রতিবাদ করে যাচ্ছে। বলা হয় আইসিসিকে টিকিয়ে রেখেছে ভারত । ভারত খেলাকে পুজা করে । তারা বাংলাদেশের কাছে হারতে চাইবেনা ইহাই স্বাভাবিক । কারন তারা বাংলাদেশকে শুধু খেলা নয় ,কোন দিক দিয়েই উপরে উঠতে দিতে চায়না।
তাহলে বাংলাদেশি ভাইরা কেন শুধু খেলার বিষয় নিয়ে কথা বলছে প্রতীবাদ করছে ?

এই চেতনা ,প্রতিবাদ কোথায় থাকে যখন-
১. সীমান্তে প্রতিদিন ভারতের হানাদার বিএসএফ শহীদ করে ? https://www.google.com/search…
২.দেশের সকল গুরুত্বপুর্ন পদে ভারতীয়রা নিয়োগ পায় !!
https://www.facebook.com/permalink.php?story_fbid=806825159412079&id=804560836305178
৩. বাংলাদেশে ভারত থেকেও অধিক মানসম্মত কন্সট্রাকশন কোম্পানী থাকার পরেও -
ক) যাত্রাবাড়ী ফ্লাইওভার ভারতীয় ‘সিমপেক্স ইনফ্রাস্ট্রাচার’সকে দিয়ে কেন তৈরী করা হলো ?? (http://goo.gl/gBDrmY)
খ) কেন দ্বিতীয় ভৈরব সেতু ভারতীয় কোম্পানি ইরকন ও এফকন্সকে দিয়ে তৈরী করা হচ্ছে ?? (http://goo.gl/KbXQjD)
গ) কেন দ্বিতীয় তিতাস রেলসেতু তৈরী করা হচ্ছে ভারতীয় কোম্পনি গ্যানোন ও ----এফএলসিএলকে দিয়ে ?? (http://goo.gl/KbXQjD)
ঘ) কেন ভারতের সাহারাগ্রুপ দিয়ে উপশহর বানানো হচ্ছে ?? (http://goo.gl/1vnRTd)
ঙ) কেন বাংলাদেশে নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিচ্ছে ভারত ?? (http://goo.gl/V9I6rE)
৪.বাংলাদেশে কোন উন্নতছাপাখানা বা প্রেস থাকার পরেও কেন বাংলাদেশের স্কুলের বোর্ডের টেক্সটবুকগুলো ভারতের নিন্মমানের ছাপাখানা থেকে ছাপিয়ে আনে??। (http://goo.gl/lDalr1)
৫. বাংলাদেশ থেকে প্রায় ৩০ টি কোম্পানি বিশ্বের ৮৭ টি দেশে প্রায় ১০০০ ধরনের ওষুধ রপ্তানি করে করার পরেও কেন কিছুদিন আগে, ভিটামিন এ ক্যাপসুল আনা হলো ভারতীয় নিন্ম মানের কোম্পানি অলিভ হেলথ কেয়ার থেকে, ভ্যাকসিন আনা হলো ভারতীয় সিরাম ইন্সটিউউট থেকে? (http://amader-kotha.com/page/120594, http://goo.gl/xcZ1DR)
৬. কেন নিজেদের বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে ভারত থেকে কেউ বিদ্যুৎ আমদানি করে ??যার কারনে বাংলাদেশকে থাকতে হয় বিদ্যুতহীন? (http://goo.gl/RdyKng, http://goo.gl/5RqneP)
৭. ভারতের যে ট্রাক-বাস সারা বিশ্বে চলে না, সেই ট্রাক-বাস কেন বাংলাদেশ মোটা টাকা দিয়ে কিনে নিয়ে আসে ? (http://goo.gl/0jAEuF)
৮.ভারতের নিম্নমানের রেল ইঞ্জিন, নিম্নমানের ড্রেজার, নিম্নমানের ডেমু ট্রেন, নিম্নমানের তেল ট্যাঙ্কার, সবই বাংলাদেশ কিনে আনছে মোটা টাকা দিয়ে? (http://goo.gl/PWvuax, http://goo.gl/J4ZW1u, http://goo.gl/q0lYNB, http://goo.gl/ZyM97Q)
৯.বাংলাদেশে যোগ্য বাপেক্স-পেট্রোবাংলা কোম্পানি রেখে বঙ্গপোসাগরে ভারতের ‘ওএনজিস’ নামক এক নিম্নস্তরের কোম্পানি দিয়ে গ্যাস তোলা হচ্ছে? (http://goo.gl/rpTDsP)
১০. বাংলাদেশের সুস্বাদু চাল পাচার করে ভারত থেকে স্বাদহীন চাল আমদানি করে? কেন নিজেদের সুস্বাদু পেয়াজ পাচার করে ভারতের স্বাদহীন লাল পেয়াজ আমদানি করে নিয়ে আসে ?? (http://goo.gl/xl5GxB, http://goo.gl/fvGqQH, http://abblog.net/13, http://goo.gl/Ym1BD2)
১১. বাংলাদেশে পোষাক শিল্প সহ কসমেটিক্স শিল্পে সুনাম কুড়ানোর পরেও তবে কেন প্রতি বছর ৬ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ ভারত থেকে কিনে নিয়ে আসে?
১২. বাংলাদেশের কোন চ্যানেল ভারতে না চলার পরেও ভারতের অশ্লীল চ্যানেল বাংলাদেশে চলে ? এমন কি এসকল চ্যানেলের কুপ্রভাবে আত্বহত্যার মত ঘটনা ঘটে ? Click This Link
১৩. বাংলাদেশের সমুদ্র সীমানায় ভারতের জেলেরা মাছ ধরতে আসে ? এমনকি ভারতীয় জেলেরা বাংলাদেশিদের উপর হামলা চালায় ? Click This Link
১৪. একের পর এক নদিতে বাধ দিয়ে বাংলাদেশকে মরুভুমি করার ষড়যন্ত্রে লিপ্ত ?? Click This Link
১৫. ভারতে প্রত্যখ্যাত হয়েছে যে তাপবিদ্যুতকেন্দ্র তা সুন্দরবন ধ্বংসকারী রামপালে কেন স্থাপন করা হল? Click This Link
এমন শত শত ঘটনা থাকার পরেও বাংগালীর চেতনা কিন্তু জাগ্রত হয়নি ।
হয়নি তীব্র প্রতিবাদ অনলাইন অফলাইনে !!
দেশ আজ সিকিমের পথে তাতে কারো কোন চিন্তা নাই !!
খেলা কি আমার স্বাধীনতাকে রক্ষা করবে, নাকি পারবে কারো জীবন বাচাতে ?
বাংলাদেশীদের জীবন যেখানে বিপন্ন , দেশ যেখানে আজ ভারতীয় শকুনদের হিংস্রথাবায় ক্ষতবিক্ষত হচ্ছে সেখানে প্রতিবাদ না করে আজ আমরা কি নিয়ে প্রতিবাদ করছি ?

শুধু খেলা নিয়ে নয় সকল বিষয়ে তীব্র প্রতিবাদ করুন ।
তছনছ করে দিন সকল ষড়যন্ত্রের জাল !!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


প্রতিবেশী থাকে, তার সাথে চলতে হয়।
খেলা তো খেলা, আমরা সবকিছুতেই প্রতিবেশী।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

বিলোয় বলেছেন: অন্যায় যে করে আর অন্যায় যে সহে
সম ঘৃণা

২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

সাইবার সোহেল বলেছেন: হঠাৎ করেই আমরা কেমন নপুংশক জাতী হয়ে গেছি... এর পরবির্তন দরকার...।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৩

বিলোয় বলেছেন: আগে নিজের পরিবর্তন দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.