নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন বাংলার রূপকার,মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, একটি নাম একটি ইতিহাস,ঃ-

২৬ শে মার্চ, ২০১৫ রাত ৩:০৬

১৯৭১ সালের ২৫ শে মার্চ (২৫ মার্চের কালরাত্রিতে) পাকিস্তানি হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র মানুষের ওপর বর্বরের মতো ঘৃণ্য হামলা চালায় তখন এর আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়ে সর্বস্তরের জনসাধারণ। তখন জিয়াউর রহমান ২৬ মার্চ ঢাকায় আক্রমণের পর পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ২৭ মার্চ চট্টগ্রামস্থ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন।১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে তিন সেক্টর কমান্ডার নিযুক্ত হন। তিনি সেনা সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে তিনটি সেক্টরের সমন্বয়ে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ-পরিচালনা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীন বাংলার রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাসও বটে। সেদিন বিভক্ত বাঙালী জাতি তার ডাকে এক কাতারে শামিল হয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়েছিল। তার কাছে ছিলনা কোন ভেদাভেদ। সকলের মাঝে সাম্যের রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্টার জনক শহীদ জিয়া। এ কারণে তিনি মরেও অমর হয়ে আছেন।জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তার ঘটনাবহুল কর্মময় জীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন অলঙ্কৃত করে আছে। নানা কারণে তিনি বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলি এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি ছিলেন একজন পেশাদার সৈনিক; তা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল অন্য কোনো রাষ্ট্রনায়কের ভাগ্যে তা জোটেনি। মাত্র ছয় বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান। কিন্তু সাধারণ মানুষ তার ওপর ছিল প্রচণ্ড আস্থাশীল। জীবনের শেষ দিন পর্যন্ত তার ওপর মানুষের এই আস্থায় কোনো চিড় ধরেনি। রাষ্ট্র পরিচালনায় তিনি সফল হয়েছিলেন।চিহ্নিত ঘাতকচক্রের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে খুন হওয়ার পর দুর্ভিক্ষ পীড়িত জনগণ শুধু অনিশ্চয়তা আর হতাশা ছাড়া আর কিছুই চোখে দেখছিল না, ঠিক তখনই জিয়াউর রহমান দেশবাসীর বুকে আশার আলো জ্বালিয়ে ছিলেন। তার মৃত্যেুর পর দ্বিতীয় কোন পুরুষ জন্ম নেয়নি।
স্যালুট হে মহান বীর,তোমার তরে আজ এই জাতি ফিরে পেল স্বাধীন একটা লাল সবুজের পতাকা,
ক্ষমা করো আমাদের,তোমার সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই,পাইনাই আমরা স্বাধীনতার পুরো স্বাধটুকু।
তবে কথা দিলাম ইনশাল্লাহ অচিরেই ফিরে পাবে জাতি পুরো স্বাধীনতার স্বাধটুকু,
লাল সবুজের পতাকায়,
জিয়া তোমায় দেখা যায়।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


না জেনে অনেক কিছু লেখার চেস্টা করছেন

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

বিলোয় বলেছেন: আপনার মতই অভ্যাস, কিছু মনে করবেন না।

২| ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্যালুট হে মহান বীর,তোমার তরে আজ এই জাতি ফিরে পেল স্বাধীন একটা লাল সবুজের পতাকা,
ক্ষমা করো আমাদের,তোমার সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই,পাইনাই আমরা স্বাধীনতার পুরো স্বাধটুকু।
তবে কথা দিলাম ইনশাল্লাহ অচিরেই ফিরে পাবে জাতি পুরো স্বাধীনতার স্বাধটুকু,
লাল সবুজের পতাকায়



++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.