নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের নষ্টামি, ভণ্ডামির আরেক রূপ

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:০৫

খাসিদের সবচে বড় প্রাপ্তি কি জানেন? এরা ঘরের মানুষকেই বদলাতে পারে না! কিন্তু দেশ বদলে দেয়! পাগল আর খাসির সুখ মনে মনে। আসেন কিছু খাসিমেনিয়া দেখি।
*আমি ধর্ম, নবী, রসুল, ঠাকুর দেবতা সবাইরে গালি দেব কিন্তু কেউ কিছু বলতে পারবেন না ভ্যা ভ্যা ভ্যা ভ্যা....
*পেট্রল বোমায় মানুষ মরলে আমি চুপ থাকব, কিন্তু কেউ ধর্মকে গালি দিয়ে কোপ খাইলে আমি দেশ পাকিস্থান হইলো বলে ম্যাৎকার করব ভ্যা ভ্যা ভ্যা ভ্যা...
*আমি নিজেরে মুক্তমনা দাবি করব কিন্তু নিজের মত ব্যতিত অন্য মত মানতে নারাজ ভ্যা ভ্যা ভ্যা...
*আমি কোন ধর্মে বিশ্বাস করিনা কিন্তু মরার পর ধর্মীয় রীতি মেনে আমাকে দাফন করা হোক তাতে সমস্যা নেই ভ্যা ভ্যা ভ্যা...
*একজনের একটা পোস্ট থেকে সামনে পেছনের লেখা বাদ দিয়ে মনের মতো দুটি লাইন বেছে নিয়ে তর্ক করব কিন্তু স্টাটাসের বক্তব্য বুঝতে রাজি না ভ্যা ভ্যা ভ্যা...
*আমার দেশপ্রেম ১৬ আনা, তাই বলে জার্মান ভিসা পাইলে যাব না কেন? ভ্যা ভ্যা ভ্যা...
*আমি বিরাট নাস্তিক, কিন্তু ভয়ে বাড়িতে বলি না! বাড়ির লোক জানে আমি আস্তিক! ভ্যা ভ্যা ভ্যা...
*আমার পীর অভিজিতরে নিয়া কেউ কিছু বললে আমি তিব্র প্রতিবাদ করব, কিন্তু নবীরে যখন গালি দেব তখন আমারে খাসি বলা যাবে না ঠিকাছে? ভ্যা ভ্যা ভ্যা...
*আমি ক্রমাগত ধর্মান্ধদের উসকানি দেব, কিন্তু আমারে খাসি বলবা না, বললে আমার ব্যথা লাগে ভ্যা ভ্যা ভ্যা...
*প্রয়োজনে ফারাবিরে ছাগু সম্রাট উপাধি দেব, প্রয়োজনে আবার তারপাশে খাড়ায়ে দাঁত কেলায়ে ছবি তুলব! কেউ কিছু বলতে পারবা না! ভ্যা ভ্যা ভ্যা..
*বাপের সাথে নামাজে যাব। নাহলে বাপ বকবে। জুম্মা পড়ে এসে ঘরে দরজা বন্ধ করে আমি ধর্মের বিরুদ্ধে জ্বালাময়ী স্টাটাস দেব! এইটারে কেউ হিপোক্রেসি বলবা না! ভ্যা ভ্যা ভ্যা
*আমরা যা বলব শুধু সেইটা মুক্তচিন্তা হবে! অন্যের মতামত মুক্তচিন্তা হিসেবে ধরা হবে না! সেইটা বালছাল! ভ্যা ভ্যা ভ্যা..


হে মুক্তমনা খাসি সম্প্রদায়, হিপোক্রেসি ছাড়ো হে। বহুত হইছে। আর লোক হাসানোর দরকার নাই। ধার্মিক বাদ দিলাম, ধর্ম কর্ম করেনা এমন মানুষও তোমাদের উপর বিরক্ত। এমনকি তোমাদের পরিবার পর্যন্ত তোমাদের প্রতি বিরক্ত। বিশ্বাস না হলে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো ভুল বললাম কিনা।
তোমাদের সবচে বড় যুক্তি হইলো, কলমের জবাব কলম দিয়ে দেয়না কেন? তাইতো? শোনো হে বলদের দল, কলমের জবাব কলম দিয়ে দেবেনা বইলা তো তাদের ধর্মান্ধ বলা হয়। কলমে জবাব দেবার মতো মাথা যার আছে সে কখনও চাপাতি হাতে তুলে নেবে না, এটা বোঝো না তুমি? তুমি নিরক্ষর মানুষের কাছে ইংরেজি বলতেছ, তাহলে মুর্খ কে? তুমি না নিরক্ষর ব্যক্তি? তুমি কেমন ভোকচদ যে ধর্মান্ধের কাছে কলমের জবাব চাও? ধর্মান্ধ ব্যক্তি জবাব যে চাপাতি দিয়া দেবে এইটা বোঝোর জন্য কি পন্ডিত হওয়া লাগে? তুমি সাপের লেঞ্জা দিয়া কান চুলকাবা সাপ তোমারে চুমা দেবে? ধর্মান্ধের ছোবল আর সাপের ছোবলের মধ্য আছে কোন পার্থক্য? তুমি তাদেরকে খোচাবা, ইচ্ছে মতো সত্য মিথ্যা বানায়ে বুনায়ে নবী রসুল পয়গম্বার দেব দেবী সবকিছুরে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ করবা মুক্তমনার দোহায় দিয়ে। এদিকে কিছু হইলে ভ্যা ভ্যা ভ্যা ভ্যা সরকার নিরাপত্তা দিতে পারে না ভ্যা ভ্যা ভ্যা দেশ আফগানিস্থান হইয়া গেলো ভ্যা ভ্যা ভ্যা করতে থাকবা। কেন লেখার আগে কি মাল খায়া লেখো? হুশ থাকে না কি লিখতেছো? তুমি নিজের মরন নিজে ডাইকা আনবা দোষ হবে সরকারের! তাইতো? সরকার কি তোমারে নবী অবমাননার লিজ দিসে? নাকি তোমার ধর্ম বিদ্বেষী হবার জন্য অনুমতি দিয়ে রাখছে? তুমি কোন চ্যাটের বাল হইছো যে তোমারে নিরাপত্তা দেওয়া লাগবে? কী অবদান আছে দেশের জন্য তোমার? দেখাও আমারে। মওকা পাইলেই বিদেশ যাবার ধান্দা খুজো এদিক আবার দেশপ্রেম চোদাও তোমরা। তোমাদের চেয়ে একটা রিক্সাওয়ালা কোটিগুন বেশি সম্মান ডিজার্ভ করে। তারা গতর ঘামায়ে আয় কইরা চলে, দেশের অর্থনীতিতে তাদের একটাকা হলেও অবদান আছে। তুমি দেশরে কি বাল ছিড়ে দিসো? দিনের বেলা খাবা গাঞ্জা আর রাত হইলে ধর্মরে গালি দিয়া তুমি মুক্তমনা ভাব ধরো। বাপেরে পারছো বানাতে? মাকে পারছো? ভাইবোনকে পারছো? বউকে পারছো? যদি না পেরে থাকো তবে হিপোক্রেসি ছাড়ো। তোমাদের বহুবার ভাই বলে অনুরোধ করেছি, বহু সম্মান দিয়েছি। বিনিময়ে তোমরা বিদ্রুপ করেছ, অপমান করেছ। উলোবনে মুক্ত ছড়ায়ে লাভ নাই। কুকুরের লেজ সোজা হবে না। তোমরা আর সম্মান পাবা না। সেই জায়গাটা তোমরা নিজেরা নষ্ট করেছো।


আপনারা আপনাদের মুক্তচিন্তা নিয়া থাকেন। জার্মান দেশ হিসেবে খারাপ না। চেষ্টা চালায়ে যান। শালার ভণ্ড কুকুর।
X(X(X(

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: কঠিন বাস্তব।।

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৯

বিলোয় বলেছেন: চাপাতির কোপ খেয়েও বাস্তবতা বোঝানো দায়

২| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৩

ল্যাটিচুড বলেছেন: এরা মুক্তমনা নয় - এরা ধর্মব্যবসায়ী।

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭

বিলোয় বলেছেন: ঠিক বলেছেন

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৬

হুতুম বলেছেন: সাবাস ভাই, সাবাস। তবুও যদি ভ্যা ভ্যা ভ্যা রা বুঝতে পারে।

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

বিদগ্ধ বলেছেন:
কারো মতামতের জন্য তাকে হত্যা করাকে মনেপ্রাণে ঘৃণা করি, কিন্তু নাস্তিকদের তরুণ সম্প্রদায়টি এত ফালপারে যে তারা নাস্তিক কিনা সন্দেহ হয়।

মোর নাস্তিক দ্যান সালমান রুশদি (মোর ক্যাথলিক দ্যান পোপ'র বাংলা করলাম!)।

এরা আই এস-এর চেয়েও বেশি জিহাদি...

কে এদেরকে ব্লগার বলে? এরা বড়জোড় ফেইসবুকার।

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫২

অেসন বলেছেন: নাস্তিকদের জ্ঞান দেওয়ার দরকার কি? যারা চাপাতির আঘাতে মারা যাচ্ছে তারা
সবাই নাস্তিক। কোন নাস্তিক আস্তিককে হত্যা করেনি। নাস্তিকের তালিকা
থেকে একে একে হত্যা করা হচ্ছে। জনমত গড়ে তুলুন, নাস্তিক হত্যা কোন
অপরাধ নয় বরং অধিকার।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

বিলোয় বলেছেন: নাস্তিককে জ্ঞান এজন্যই দিচ্ছি যে তারা তাদের কর্মফল ভোগ করছে।

৬| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: আমি নিজেরে মুক্তমনা দাবি করব কিন্তু নিজের মত ব্যতিত অন্য মত মানতে নারাজ ভ্যা ভ্যা ভ্যা...
আমি কোন ধর্মে বিশ্বাস করিনা কিন্তু মরার পর ধর্মীয় রীতি মেনে আমাকে দাফন করা হোক তাতে সমস্যা নেই ভ্যা ভ্যা ভ্যা...
খাসিদের সবচে বড় প্রাপ্তি কি জানেন? এরা ঘরের মানুষকেই বদলাতে পারে না! কিন্তু দেশ বদলে দেয় “ভ্যা ভ্যা ভ্যা”,
লাস্টের ভ্যা ৩টি আমি লাগাইছি।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

বিলোয় বলেছেন: হাহ হাহ হা ভালো করছেন।

৭| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইরে বেউড় বাঁশ দিয়ে আইজ মাইর দিছ।

মজার খবর হলো, লন্ডন পর্যন্ত এই সব খবর প্রচার হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশে ব্লগার খুন করা হচ্ছে।

এইগুলারে মাইররে উপর রাখতে হবে।

জড়েও ছেদ দিতে হবে।

৮| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মাথা ঠান্ডা বলেছেন: কঠিন জবাব।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

বিলোয় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.