নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

যারা বিএনপির অবস্থা দেখে হতাশ পোস্টটি তাদের জন্য

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৬

আমরা যেমন চট করে উপসংহারে পৌঁছে যাই, তেমন অসীম অত্যাচার সহ্য করি।
হে জাতি, এত তাড়াতাড়ি ধরে নিচ্ছ কেন সব শেষ? এক অধ্যায় শেষ হলেও কাহিনী শেষ হয় নি।
দেশের ৯৫% জনগনের দাবী হলো স্বৈরাচারের পতন, গনতন্ত্রের পুনর্ভাব, সুষ্ঠু জাতীয় নির্বাচন।
সেই লক্ষ্যে কোন কৌশল কার্যকরি না হলে তার পরিবর্তন জরুরী।
এখানে মনে রাখা জরুরী বেগম জিয়া ৩০ জন বিএনপি কর্মি সহ ৯২ দিন গৃহ বন্দি থেকে, ১৮ দিন অনাহারে আর অর্ধাহারে থেকে, নিজ প্রাণ প্রিয় পুত্র কে হারিয়ে, দেশের বেশ কিছু তাজা প্রাণ এই আন্দোলনে স্যাক্রিফাইস করেও আন্দোলনে নতুন মাত্রা আনা যাচ্ছে না। প্রশাসনের জেল-জুলুম-গুম-হত্যার কোন কমতি নাই। তারা বিরোধী দলের হাই প্রোফাইল নেতাদেরও দিব্যি গুম করে এবং হজম করে বসে থাকছে।
জোটের সবচেয়ে প্রয়োজনীয় যা তা হচ্ছে ম্যাসিভ লোক রাস্তায় নামিয়ে ঢাকা অবরোধ, ঢাকা পতন, তা করতে তারা ব্যর্থ হচ্ছে। এমতাবস্থায় পুরাতন নীতি নিয়ে বসে থেকে ফলাফল আসার কোন লক্ষণই দেখা যাচ্ছে না।
সুতরাং আগের ধারা যদি কোন কারনে অকার্জকর অথবা আশানুরূপ ফল আনতে ব্যর্থ হয় তাহলে সেখানে পরিবর্তন আনতেই হবে। পরিবর্তন মানে এই না যে আমরা শেষ হয়ে গেছি

In order to stay in politics one need to continuously improve, eliminate, or disrupt their processes.

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৫

আশমএরশাদ বলেছেন: হতাশা আপনাকেও অক্রান্ত করেছে ভ্রাতা না হলে আপনি হতাশ শব্দটি শিরোণামে লিখতেন না।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

বিলোয় বলেছেন: হয়ত আপনার কথা সত্য, কিছু প্রাণের আকুতি ওভাবেই থাক। যে পর্যন্ত না ফলাফল এসে যায়।

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

রঙতুলি বলেছেন: আমি সব সময় দেখি বি এন পি র বেলায় মা এর চাইতে মাসির দরদ বেশী
বি এন পির আন্দলন নিয়ে সেইম খেয়াল করছেন ভাই আওয়ামীদের ঘুম হচ্ছে না বি এন পির চিন্তায় ।
হাহাহাহা

একটা দেশের প্রায় ৮০% জনতার সাপোর্ট এর দল বিলীন হবে ?
আমরা আসলে নগদে যারা হাতে কিছু পেতে চাই তারা হতাশ হতে পারে , কিন্তু সত্যিকারের জাতিয়তাদাবী সৈনিক রা হতাশ নন ।
কৌশল পাল্টানো মানে হতাশা নয় , প্রতিপক্ষকে বিভ্রান্ত করা ।

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

বিলোয় বলেছেন: হুম ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.