নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

সরকার অপহরণ করলে সালাহ উদ্দিন এত দিন বেঁচে থাকার কথা নয় : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

২০ শে মে, ২০১৫ রাত ৯:১৮

এই সরকারের নৌপরিবহন মন্ত্রী বললেন সালাহউদ্দীন আহমেদকে যদি সরকারই অপহরণ করতো তাহলে সে বেঁচে থাকতোনা।
শাজাহানখানের এই কথায় আপনারা কি বুঝছেন ?
সহজ ভাবে যা বুঝা যায় সেটা হলো সরকার যাদেরকে অপহরন করে তারা কেউ বেঁচে থাকেনা।
ইলিয়াস আলী সহ বিএনপির শতশত নেতাকর্মী যারা অপহৃত হয়েছে আমরা আশা করবো তারা কোন না কোন জায়গা থেকে সালাহউদ্দিন আহমেদের মত নাটকীয় ভাবে হলেও বেরিয়ে আসবে। অন্যথায় হারিয়ে যাওয়া নেতাকর্মীদের জন্য আগামী দিনে যে মামলা হবে সেই মামলা গুলিতে নৌমন্ত্রী শাজাহানখানের এই বক্তব্য ১৬৪ ধারায় জবানবন্দি হিসাবে গ্রহন করা হবে।
নৌমন্ত্রী শাজাহানখান এই সরকারের অত্যান্ত প্রভাবশালী মন্ত্রী এবং সকল সরযন্ত্রেরর অংশীদার


দুঃখজনক ব্যাপার হল, সালাহ উদ্দিন ভাইয়ের কিডনিতে পাথর ধরা পরেছে____
গুম করা অবস্থায় সালাহ উদ্দিন ভাইকে পরিশুদ্ধ পানি পান করতে না দেয়ায় তার কিডনিতে পাথর সৃষ্টি হয়। কিডনিতে প্রচন্ড ব্যাথা অনুভব করায় সালাহ উদ্দিন ভাইকে নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


যেখানে বিনা ভোটে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ ও দমন,পীড়ন,জেল,জুলুম,হামলা,মামলা,খুন,গুম,হত্যা করে জোর করে ক্ষমতায় বসে আছে এই অবৈধ সরকার,
সেখানে আপনি কিভাবে নিজেকে নিরাপদ ভাবেন!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ রাত ৯:২১

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: "সহজ ভাবে যা বুঝা যায় সেটা হলো সরকার যাদেরকে অপহরন করে তারা কেউ বেঁচে থাকেনা।"
নারায়ণগঞ্জের ঘটনা তাই বলে।

২১ শে মে, ২০১৫ সকাল ১১:৫৭

বিলোয় বলেছেন: এই সব অপরাধীরা কেবল হাম্বালিগের মেম্বার বলে পার পেয়ে যাচ্ছে। আমরা এদের ছেরে দেব না।

২| ২০ শে মে, ২০১৫ রাত ১১:৫৪

মেশকাত মাহমুদ বলেছেন: সহমত পোষণ করছি।

২১ শে মে, ২০১৫ সকাল ১১:৫৭

বিলোয় বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৪

আডআম বলেছেন: শাহজাহান খানের বক্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, তবে এটি সালাহউদ্দিন আহমেদের নিরাপত্তা এবং বাংলাদেশের বাকস্বাধীনতার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশে সাংবাদিক ও সমাজকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ঘটনাটি ঘনিষ্ঠভাবে অনুসরণ করা প্রয়োজন। https://suikagame.io

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.