নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

ব্রিটিশ পার্লামেন্ট এ নির্বাচিত দুই বাংলাদেশী বংশদ্ভুত এমপি রোশনারা আলী এবং রুপা হক -এর লন্ডনে প্রধানমন্ত্রী হাসিনার দাওয়াত বর্জন

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৩

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনাবিরোধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মোটেও নিরাপদ নয়। তাই গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী শেখ হাসিনাকে গণতন্ত্রের সুতিকাগার ব্রিটেনে বাংলাদেশের ও গণতন্ত্রকামী মানুষ স্বাগত জানাতে পারে না।

এয়ারপোর্ট হতে হোটেলে এসে পিছনের দরজা দিয়া প্রবেশের সময় সেখানে অবস্থানরত বাংলাদেশের শত শত মানুষ হাসিনার গাড়ি বহরে ডিম, জুতা নিক্কেপ করে। হোটেল স্যুটের সামনে নানা দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ও মাথায় কালো কাপড় বেঁধে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদ জানায়। লন্ডনে সফররত ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বীয় বাকশালী সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন গণতন্ত্রের সুতিকাগার ব্রিটিশ পার্লামেন্ট এ নির্বাচিত দুই বাংলাদেশী বংশদ্ভুত এমপি রোশনারা আলী এবং রুপা হক কে ৷ কিন্তু দুই স্বনামধন্য এমপি হাসিনার অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র প্রত্যাখান করেন এবং অনুষ্ঠান বর্জন করেন৷ তাই তাঁদের মত স্বনামধন্য দুইজন নির্বাচিত জনপ্রতিনিধি পক্ষে একজন অনির্বাচিত, বিতর্কিত ও ফ্যাসিস্ট প্রতিনিধির অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রশ্নই উঠে নাহ৷বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ -এর পক্ষ হতে এই বিচক্ষণ, সঠিক ও সাহসী সিন্ধান্তে বাংলাদেশী বংশদ্ভুত এমপি রোশনারা আলী এবং রুপা হককে জানাই ধন্যবাদ৷

নিউইয়র্ক ইউনিভার্সিটির সিনিয়র সাইন্টিস ডা. জাহিদ দেওয়ান শামীম।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫১

নতুন বলেছেন: কিন্তু দুই স্বনামধন্য এমপি হাসিনার অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র প্রত্যাখান করেন এবং অনুষ্ঠান বর্জন করেন৷

তার মানে এরা বিএনপি পন্হি :) আর এই জন্যই এই দুইজনকে নিয়ে খুববেশি মাতামাতি দেখিনাই সরকারী দলের ...

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:২০

বিলোয় বলেছেন: আপনার কথা """নতুন""" করে ভাবতে হবে।

২| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:০০

মুদ্‌দাকির বলেছেন:

কালে তাকে সবাই বর্জন করবে। টিউলিপও

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:২১

বিলোয় বলেছেন: ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না।

৩| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: প্রথম আলুতে তো লিখেছে, রুশনারা আলী আর রূপা হকও উপস্থিত। কিন্তু কই? প্রথম আলুতে তো লিখেছে, রুশনারা আলী আর রূপা হকও উপস্থিত। কিন্তু কই? এই ছবিতে তো তাদের কাউকে দেখা যাচ্ছেনা।

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:২২

বিলোয় বলেছেন: প্রথম আলো আমি নিয়মিত পড়ি, খুব ভালো পত্রিকা
কিন্তু ভাই এভাবে হাটে হাড়ি ভাংলে তো হবে না।

৪| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:

" নিউইয়র্ক ইউনিভার্সিটির সিনিয়র সাইন্টিস ডা. জাহিদ দেওয়ান শামীম। ??

- সিনিয়র সাইন্টিস ??

হাসিনাকে জানতে হবে, এসব কি করে হ্যান্ডেল করতে হয়।

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:২৩

বিলোয় বলেছেন: বিভিন্ন পোস্টে আপনার মন্তব্য যতই দেখছি ততই শ্রদ্ধা বেড়ে যাচ্ছে।

৫| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

রাখালছেলে বলেছেন: তথ্যের সুত্র থাকলে ভাল হত। আমরা যাকে প্রধানমন্ত্রী বলে জানি তিনি তো এত সহজে হোচট খেতে রাজী না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.