নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাখাতে এ কি অবস্থা?

১৯ শে জুন, ২০১৫ রাত ৯:১২

গুগলে সার্চ করে এমন একটিও দেশ খুঁজে
পেলাম না যে দেশে শিক্ষা খাতে ভ্যাট
আরোপ করেছে। যতগুলো পেয়েছি সব দেশেই-
"Exempt from VAT" অর্থাৎ শিক্ষাখাত
ভ্যাটের আওতামুক্ত।
শুধু মাত্র বাংলাদেশেই জ্ঞান অর্জন করতে
হবে ১০% ভ্যাট দিয়ে। এ যেন, শিক্ষা
নয়...ভ্যাটই বাঙালি জাতির মেরুদন্ড!!
ভার্সিটিতে ভ্যাট নাকি সংবিধান
পরিপন্থী!! বিশ্ববিদ্যালয়ে ভ্যাট যদি
‘সংবিধান পরিপন্থী’ হয় তাহলে ছাত্র
ছাত্রীদের শিক্ষা দেয়ার বিনিময়ে লক্ষ
লক্ষ টাকা নেওয়াটা কি?
আমার প্রশ্ন তাদের কাছে যারা শিক্ষাকে
জাতীর মেরুদণ্ড মনে করেন, ধনিক শ্রেণির
পকেট ভারি করার জন্য ভাঁওতাবাজি মনে
করেন না। শিক্ষাকে মৌলিক অধিকারের
মধ্যে রাখা হয়েছে এই কথার যদি বাস্তবতা
থাকে তাহলে আমাদের কাছ থেকে লক্ষ
লক্ষ টাকা নেওয়ার মানে কি?
শিক্ষা মৌলিক অধিকার, কোনো পণ্য নয়।
একে ভ্যাটের আওতায় আনার কোন যুক্তিই
নেই। আমরা মোবাইলে কথা বলা, সিগারেট,
ইন্টারনেট ব্যবহারের উপর ভ্যাট বেশি দিচ্ছি
পদ্মা সেতু করার জন্য। যেই পদ্মা সেতুর
ঋণের টাকা পাবার আগেই ১০% ভাগ হয়ে
গিয়েছিল বলে ঋণ বাতিল হয়ে গেছে!
কিন্তু মৌলিক অধিকার শিক্ষাখাতে ভ্যাট
দিতে রাজি নই।
কি ভেবেছেন?
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোটিপতির
সন্তানেরা পড়াশোনা করে তারা ভ্যাট
দিতে পারবে, তাইনা?
আপনি কি জানেন, যথেষ্ট পরিমাণ
বিশ্ববিদ্যালয় আমাদের দেশে না থাকায় ৪
লক্ষ ছাত্র-ছাত্রী ভালো বিশ্ববিদ্যালয়ে
ভর্তির সুযোগ না পেয়ে বেসরকারি
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এদের
সবাই কোটিপতি না। এদের অধিকাংশই
মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের
পিতামাতা জীবনের শেষ সম্বল দিয়ে
সন্তানকে হয়তো উচ্চশিক্ষা দিতে চেষ্টা
করছে এবং করবে।
এদের উপরে অব্যধভাবে কর আরোপ করে
দেয়া কেমন নৈতিকতা আর মানবিকতার
পর্যায়ে পড়ে!!!??
আচ্ছা কিছু প্রশ্ন,
- আমরা যদি, ৪,৫,৮, ১০, ১২ লাখ টাকা দিয়ে
অনার্স ডিগ্রি শেষ করি তাহলে এটা কি
টাকা দিয়ে শিক্ষা কিনে নিচ্ছি না?
- ভ্যাট দিয়ে শিক্ষা কিনে নেওয়ার আগে
নির্ধারণ করতে হবে আমরা শিক্ষার্থী না
ক্রেতা?
- তারমানে আমাদের শিক্ষাজীবন শেষ হবার
আগেই নিলামে তোলা হচ্ছে!!??
মোট কথা, এই কর আরোপ করে সরকার আরও
একবার নিরবুদ্ধিতার প্রমাণ দিল। অশিক্ষিত,
নির্বোধ লোকেরা দায়িত্ব পেলে এরকমই
হবে স্বাভাবিক।
অর্থমন্ত্রীর কাজ দেশে যাবতীয় অর্থনৈতিক
লেনদেন তদারকি করা, সেই অর্থমন্ত্রী যখন
বলে আমি শেয়ার বাজার বুঝি না, ৪ হাজার
কোটি টাকা তেমন টাকা না, ১ টাকা, ২
টাকা তুলে দেয়া হবে, তখন তাকে "আবুল"
ছাড়া আর কি ই বা বলা যায়?
নেপোলিয়ন বলেছিলেন, "আমাকে একটি
শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি
উপহার দেবো।"
ভাগ্যিস সে আজ বেঁচে নেই...
থাকলে হয়তো তার মন্তব্য Edit করে বলতো-,
"আমাকে একটি আবুল মার্কা অর্থমন্ত্রী দাও,
আমি শিক্ষিত জাতি গঠনে বাঁধার পাহার
গড়ে দেবো।"
বা, "আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন
রাজনীতিবিদ দাও, আমি একটি মগের মুল্লুক
উপহার দেবো।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা নিয়েও কথা বলতে চান?

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫১

বিলোয় বলেছেন: কথা বলার অধিকার কেবল নাস্তিকের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.