নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

জাতীয়তাবাদীদের প্রতি আহ্বান

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২০

একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!!
উক্তিটি আইনেস্টাইনের ।
হাই তোলা একটি সক্রামক । একটি ঘরে অনেক মানুষ এর মধ্যে একজন হাই তুললে দেখবেন ,পর্যায়ক্রমে সবাই হাই তুলবে ।
হাই তোলা জৈবিক প্রক্রিয়া। এর কাছাকাছি মানসিক প্রকৃয়া হচ্ছে হতশা । এটাও সংক্রামক ।
জাতীয়তাবাদী এক্টিভিস্টদের সেই রোগ হচ্ছে । আর দ্রুত ছড়িয়ে পড়ছে ।
ভাইজানেরা ও আপুরা, আপনারা অনলাইনে কেন আসেন ? হতাশা ছড়িয়ে দিতে ?
সরকারের এক এক চালে আপনারা হতাশ হয়ে পরেন ,আর সেটা ছড়িয়ে দেন সবার মধ্যে ? এটা আপনাদের আন্দোলন ?
বিএনপির জনপ্রিয়তা অনেক কম থাকতে পারত । সেরকম হলেওতো আপনাদের সংগ্রাম করতে হত । নেতৃত্ব তাকেই বলে ,যারা সংগ্রাম করতে জানে ।
আপনি ঢুকে পড়েছেন, মানে হচ্ছে এই আন্দোলনের আপনিও গুরুত্বপূর্ন অংশ । সেই পরিচয়টা শুধু বলার জন্য না , ধারন করতে শিখুন ।
এরথেকে অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলকে যেতে হয় । নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা পেয়ে গেলে আপনার বা আমার আন্দোলনেরই তো দরকার হত না ।
ক্ষমতায় যাওয়াই একটি রাজনৈতিক দলের শেষ কথা নয় । এরশাদকে সরাতে নয় বছর লেগেছে । কিন্তু তারপরেও বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে । সুতরাং সময়টাও তুচ্ছ । একটা দলের জন্য জনপ্রিয়তা ধরে রাখা আর একাত্ম থাকার বিকল্প কিছু নাই ।
আপনাদের মুখে আর হতাশার কথা শুনতে চাইনা । পড়াশোনা করেন , গবেষনা করেন । ভাল পরামর্শ দিন । পরোকল্পনা মত কাজ করতে শিখুন । দলের উপকার করতে এসে ক্ষতি করে বসবেন না ।
এদেশের প্রতিটি গ্রামে,বা শহরে এখনো ৫ জন আওয়ামী লীগ থাকলে , দশজন আছে বিএনপির । এটাকে নিজেদের হতাশা ঢুকিয়ে নষ্ট করবেন না ।
লেখার শুরুতে আইনেস্টাইনের উক্তি দেখেছেন । স্বেচ্ছায় আপনাদের অবস্থাকে আরো প্রতিকূল করবেন না । সাকা চৌ এর বিষয়েও আমাদের করনিয় আছে । সেগুলো ইফেক্টিভও হবে । সব বিষয়েই আপনি ভুমিকা রাখতে পারবেন । সামনের দিনগুলোতে সুনির্দিষ্ট গাইডলাইন দিব । সকল হতাশাকে দূরে সরিয়ে শহীদ জিয়ার পতাকা ওড়াতে যারা আমাদের সফরসঙ্গি হতে পারবেন, আওয়াজ দিন ।
কথা দিচ্ছি, আপনাদের একটি নামও ভুলব না । আমাকে নয়, নিজের উপরে বিশ্বাস রাখুন । নিজের সক্ষমতাকে ছোট করে দেখবেন না । সত্যের বিজয় অবসম্ভাবী ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

কেলকুলাস বলেছেন: ঠিক বলেছেন। ,,,আছি আপনার সাথে, ,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.