নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিলোয়

আমার সম্পর্কে কিছু লিখব

বিলোয় › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার উপযুক্ত : প্রেসিডেন্ট বারাক ওবামা

২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ছাত্রলীগের যুদ্ধাদের হাতে প্রানঘাতী নয় এমন অস্ত্র দেওয়ার কথা ভাবছে ছাত্রলীগের মজলিশে শুরা।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নায়েবে আমীর জানান, ছাত্রলীগের হাতে ক্রমাগত নিহত হওয়ার ঘটনা একই সংগে দুঃখের ও আনন্দের। দুঃখ এই যে এ ঘটনার পর সবাই স্বাধীনতা সংগ্রামে গৌরবময় ভুমিকা পালন কারী এ সংগঠনের নামে বদনাম করবে, নানা কালিমা লেপন করবে। আর আনন্দ এই যে এত গুলাগুলির পরও ছাত্রলীগের নেতাদের কেউ আহত নিহত না হইয়া নিরীহ মানুষজন নিহত হয়। তবে ভবিষ্যতে ছাত্রলীগের টেন্ডার যুদ্ধাদের নিশানা আরও উন্নত করার বেপারে প্রশিক্ষনের চিন্তা ভাবনা চলছে বলে তিনি জানান।

নাম প্রকাশ না করার শর্তে বাকশালের এক কেন্দ্রীয় নায়েবে আমীর বলেন, বিএসএফ যেমন সীমান্তে আর বাংলাদেশী হত্যা করবে না বলেছে, ছাত্রলীগও তেমন যুদ্ধে নামিয়া আর বাংলাদেশী হত্যা না করার ওয়াদা করেছে। তারা প্রানঘাতী মারনাস্ত্রের বদলে আরও নরম কুমল দুদভাত অস্ত্র চেয়েছে। আমরাও তাদের সেইরুপ অস্ত্র সরবরাহ করার কথা ভাবছি।

এ বেপারে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের মহাপরিচালকের সংগে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে হাসতে হাসতে মুঠোফোনে বলেন, আমরা ত কত কথাই বলি। ছাত্রলীগও যদি আমাদের মত কথা বলে, তবে যুদ্ধের সময় আশে পাশে না যাওয়াই ভাল।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে ছাত্রলীগের এক নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়লে একটু আধটু মারপিট মদ্যপান মাগীবাজী হয়ই। সবাই করে। আমরাও করেছি। কিন্তু তার জের ধরে এসব কথা উঠবে কেন?

নেতা বলেন, তাদের একমাত্র অপরাধ তারা ছাত্রলীগ করে। সব মাছই গু খায় কিন্তু দোষ পড়ে টাকী মাছের উপর।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সজিব হাওলাদার বলেছেন: হা হা হা ভালই বলেছেন।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

বিলোয় বলেছেন: এটা হল হাম্বালিগের কলমসন্ত্রাসের পাল্টা জবাব।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সুভশ্রী বলেছেন: হা হে খারাপ বলেন নি।।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

বিলোয় বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ২৪ সেকেন্ডের মধ্যে কুকর্মে সোনার ছেলেদের নোবেল দেয়া হোক 8-| B-)) =p~

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

বিলোয় বলেছেন: টাইমটা বেশ কমই বলে ফেলেছেন

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

অগ্নিবীণা! বলেছেন: এইডা কি হুনালেন মশাই?!!! :#)

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

বিলোয় বলেছেন: যাহা সত্য তাহাই শুনাইয়াছি

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রসালো........

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

বিলোয় বলেছেন: তাতো বটেই

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

মা গো ভাত দাও বলেছেন: সবই সিক্রেট দলিল দেখানো যাবে না।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

বিলোয় বলেছেন: পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস করতে পারে, হ্যাপি-রুবেলের প্রেমালাপ ফাঁস করতে পারে কিন্তু প্রাণ ভিক্ষার আবেদন সিক্রেট!! হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.