নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

একটি মহানুভুবতা ও নিষ্ঠুরতা-নোংরামির ছোট্ট গল্প শোনাই

১৮ ই মে, ২০১৫ রাত ১০:২০

১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ ও শহীদ জিয়ার
প্রথম সংসদ ভাষণে তিনি শুরুতেই
স্রদ্ধাভরে স্মরণ করেন জননেতা শেরে বাংলা এ
কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী,
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও শেখ
মুজিবর রহমানকে ! তিনি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও দেশের স্বার্থে তাদের
ত্যাগ ও অবদান স্মরণ করেন। একই ধারায়, ১৯৯১ সালে শহীদ জিয়ার
স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রথম
সংসদ ভাষণে একই ভাবে স্রদ্ধাভরে স্মরণ করেন
শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ
সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান
ভাসানি ও শেখ মুজিবর রহমানকে । পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ
মুজিবের সমাধিস্থলে গিয়ে যথাযথ সম্মান
দেখিয়েছিলেন। আর ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব
থাকাকালে দলের তৃণমূল সভা শেষে শহীদ জিয়া ও
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র
জনাব তারেক রহমান সবাইকে অবাক করে দিয়ে দল
বল নিয়ে চলে যান টুঙ্গিপাড়ার শেখ মুজিবের
সমাধিস্থলে ! তিনি শেখ মুজিবের কবর জিয়ারত করেন ও মোনাজাত করেন।
সেই সময়ে বেশ কয়েকটি পত্রিকার
রিপোর্টে বলা হয়েছিল, কবর জিয়ারতরত অবস্থায়
তারেক রহমানকে দেখতে আসা উৎসুক জনতার
মধ্যে এক গৃহবধূ বলেছিলেন,
“জিয়াউর রহমানের ছেলে আসলো কই আমাদের হাসিনা বুবুতো জিয়ার কবরে একদিনও গেলো না” ! প্রতিদানে, শেখ হাসিনা কি করেছেন ?
প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীত্ব থাকাকালে মানুষ
যাতে শহীদ জিয়ার কবরে যেতে না পারে সেই
জন্য ক্রিসেন্ট লেকের ভাসমান ব্রিজটি সুদূর
সিলেটে পাঠিয়ে দিয়েছেন !অথচ বাংলার জমিনে জিয়া ছিল বলেই হাসিনা এ দেশে আসতে পেরেছিলেন।শেখ হাসিনা তা আজ ভুলে গিয়ে উল্টো ইতিহাস বুনছেন।
পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীত্ব নিয়ে শহীদ জিয়ার নামের সাথে জড়িত বা শহীদ জিয়ার
নামে যেখানে যত সংস্থা বা ভবন বা প্রতিস্থান
ছিল সব পরিবর্তন করে রাষ্ট্রীয় খাত
থেকে বিশাল অঙ্কের টাকা গচ্ছা দিয়েছেন।
সংসদে দাড়িয়ে শহীদ জিয়াকে অপমান করেছেন।
তার দলের নেতা নেত্রীরা তার উপস্থিতিতে জাতীয় সংসদে জিয়া পরিবারের
চরিত্র হননে সরব ছিল ছিল সর্বশেষ ৫ বছর !
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু
মিটিমিটি হেসেছেন !!!
আম্লিগ নেত্রীর মানুষিকতাও বটে !!! পার্থক্যটা স্পষ্ট ! বিবেক আপনার,
বিবেচনা আপনার ! এর পরেও যদি সুস্থ ধারার
রাজনীতি, সুস্থ রাজনৈতিক দল বা যোগ্য
নেতা নির্বাচনে আপনার সমস্যা হয়
তাহলে বুঝে নিন আপনিও অটিজমে ভুগছেন !
ডাক্তারের পরামর্শ অতি জরুরী !! বাংলাদেশ জিন্দাবাদ !
শহীদ জিয়া অমর হোক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:২৯

মোহাম্মদ জামিল বলেছেন: এ জন্য তাদের মানুষ না বলে আওয়ামীলীগ বলা হয় ..

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:০৯

চলন বিল বলেছেন: হুম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.