নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবই ভাল

সবই ভাল

চলন বিল

সবই ভাল

চলন বিল › বিস্তারিত পোস্টঃ

শামসু রাজাকারের মুক্তিযোদ্ধায় পরিনত হওয়ার কাহিনীঃ-

২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:২১



১৯৭১ সালে’র ২৫শে মার্চ রাতে মুক্তিযুদ্ধ শুরুর সাথে-সাথেই আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের সকল নেতাই কলকাতায় পালিয়ে যান! সেখানে বিভিন্ন অপকর্মের পাশাপাশি তারা শুরু করেন নোংড়া রাজনীতি!
নিউইয়র্কের “ইন্টারন্যাশনাল কমিটি অফ ইউনিভার্সিটি ইমারজেন্সি” নামে পরিচিত একটি সংস্থা ঢাকায় বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করে! আই,সি,ইউ,ই প্রদত্ত সেই বিবৃতিতে হতাহতের তালিকাভূক্ত ৫৫জন বুদ্ধিজীবী পরবর্তীতে –
“A STATEMENT BY EAST PAKISTAN SCHOLARS AND ARTISTS”
শিরোনামে ১৭ই মে ১৯৭১ একটি বিবৃতি প্রদান করেন! যার মাধ্যমে তারা দেশে বিদেশে তাদের আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং ছাত্র-ছাত্রীদের কাছে, তারা যে আদৌ মারা যাননি, বেঁচেই আছেন তা ব্যাপক ভাবে তুলে ধরেন!! একই সাথে তারা পকিস্তানের প্রতি তাদের অকুন্ঠ সমর্থন এবং ভারত ও আওয়ামীলীগের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন! যা দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়!
পরবর্তীকালে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে কলকাতায় দীর্ঘদিন "যুদ্ধ" করে আসা আওয়ামীলীগের নেতারা এই ৫৫-জন বুদ্ধিজীবী এবং শিল্পি-কে উপরোক্ত স্টেইটমেন্টটি প্রকাশ করে নিজেদের জীবিত অবস্থা প্রকাশের “অপরাধে” রাজাকার উপাধিতে ভূষিত করেন!
এই লিস্টের ৫০নং নামটাই হচ্ছে “শামসুল হক” এর(ইমেজ -এ যিনি আবেগে চোখ বন্ধ করে আছেন)!
শামসুল হক ৭১ পরবর্তী বাংলাদেশে রাজাকার হিসাবে অভিযুক্ত হলেও পরবর্তীতে “সালাহউদ্দিন কাদের চৌধুরীর” বিখ্যাত "রাজাকার-টু-মুক্তিযোদ্ধা কনভার্টার " মেশিনের বদৌলতে বনে যান মুক্তিযোদ্ধায়!!১৯৭১ সালে’র ২৫শে মার্চ রাতে মুক্তিযুদ্ধ শুরুর সাথে-সাথেই আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের সকল নেতাই কলকাতায় পালিয়ে যান! সেখানে বিভিন্ন অপকর্মের পাশাপাশি তারা শুরু করেন নোংড়া রাজনীতি! যারই ফলশ্রুতিতে -
নিউইয়র্কের “ইন্টারন্যাশনাল কমিটি অফ ইউনিভার্সিটি ইমারজেন্সি” নামে পরিচিত একটি সংস্থা ঢাকায় বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করে! আই,সি,ইউ,ই প্রদত্ত সেই বিবৃতিতে হতাহতের তালিকাভূক্ত ৫৫জন বুদ্ধিজীবী পরবর্তীতে –
“A STATEMENT BY EAST PAKISTAN SCHOLARS AND ARTISTS”
শিরোনামে ১৭ই মে ১৯৭১ একটি বিবৃতি প্রদান করেন! যার মাধ্যমে তারা দেশে বিদেশে তাদের আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং ছাত্র-ছাত্রীদের কাছে, তারা যে আদৌ মারা যাননি, বেঁচেই আছেন তা ব্যাপক ভাবে তুলে ধরেন!! একই সাথে তারা পকিস্তানের প্রতি তাদের অকুন্ঠ সমর্থন এবং ভারত ও আওয়ামীলীগের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন! যা দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়!
পরবর্তীকালে, স্বাধীনতা উত্তর বাংলাদেশে কলকাতায় দীর্ঘদিন "যুদ্ধ" করে আসা আওয়ামীলীগের নেতারা এই ৫৫-জন বুদ্ধিজীবী এবং শিল্পি-কে উপরোক্ত স্টেইটমেন্টটি প্রকাশ করে নিজেদের জীবিত অবস্থা প্রকাশের “অপরাধে” রাজাকার উপাধিতে ভূষিত করেন!
এই লিস্টের ৫০নং নামটাই হচ্ছে “শামসুল হক” এর(ইমেজ -এ যিনি আবেগে চোখ বন্ধ করে আছেন)!
শামসুল হক ৭১ পরবর্তী বাংলাদেশে রাজাকার হিসাবে অভিযুক্ত হলেও পরবর্তীতে “সালাহউদ্দিন কাদের চৌধুরীর” বিখ্যাত "রাজাকার-টু-মুক্তিযোদ্ধা কনভার্টার " মেশিনের বদৌলতে বনে যান মুক্তিযোদ্ধায়!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো।

২| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৬

মোরতাজা বলেছেন: ইমেজটা পষ্ট করে দ্যান। বুঝা জাইতেছে না। শামসু মিয়া আবার প্রকাশক অইলৈ কবে!

৩| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮

প্রভাষ প্রদৌত বলেছেন: ২৫শে মার্চ রাতে মুক্তিযুদ্ধ শুরুর সাথে-সাথেই আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের সকল নেতাই কলকাতায় পালিয়ে যান! সেখানে বিভিন্ন অপকর্মের পাশাপাশি তারা শুরু করেন নোংড়া রাজনীতি! " হারামজাদা কোন অসৎ উদ্দেশ্য নিয়ে ব্লগে ল্যদাস ????????? আওয়ামিলিগের নেতারা ১৯৭১ সালে কলকাতা গিয়ে নোংরা রাজনিতি করেছে ???????????? কোন প্রমান দিতে পারবি ???????????

৪| ৩০ শে মে, ২০১৫ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গাঁজাখুরি গল্প!!
গাঁজা খেকোরা রাজার নৌকা
তাল গাছের মাথার উপ্রে দিয়ে
যেতে দেখে!!

৫| ৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫১

রাতুলবিডি৪ বলেছেন: প্রামািনক বলেছেন: অনেক কিছু জানা হলো।

৬| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:২৩

এন শারমিন বলেছেন: রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হওয়ার গল্প অনেক শুনেছি...! আজ আরো একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা!কে চেনা হলো...

৭| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৭

জনাব মাহাবুব বলেছেন: রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হওয়া একজনের প্রমান পাইলাম :#)

৮| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২

তপ্ত সীসা বলেছেন: ইহা বানোয়াট কাহিনী। নাম এক হইলেই লোক এক হয়না।

তবে এমন অনেক কাহিনীই আছে। ম খা আলমগীর রে নিয়া লিখ ভায়া

৯| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: পোষ্টটা দুইবার আসছে ভাই, এডিট করে ঠিক করে দেন। শামসু রাজাকারের জারজদের আনাগোনাও দেখা যাচ্ছে পোষ্টে। যদি পড়াশোনা করতে জানে তবে মেজর জলিলের বইটার লিঙ্ক ধরিয়ে দিয়েন কুকুরটার হাতে, তাতেও যদি ঘেউ ঘেউ থামে একটু।

১০| ৩১ শে মে, ২০১৫ সকাল ৮:৫২

কোবির বলেছেন: কোন এক শুয়োরের বাচ্চা কি লেখলো এটা নিয়ে হাউ-কাউ ক্যান। শুয়োরের বাচ্চা থাকবে শুয়োরের বাচ্চাদের মতন- এটাই স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.