নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়াই

১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৬



আমি তোমার হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়াই (তোমার হৃদপিণ্ড
আমারটার ভিতরেই থাকে) এটা ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না (যেখানেই
আমি যাই, তুমিও যাও, প্রিয়া; আমি যা করি; সেটা যেন তুমিও কর)
আমি ভঁয় পাই না
অদৃষ্টকে (কারণ তুমিই আমার অদৃষ্ট, প্রিয়তমা) দুনিয়ার
কিছুই আমি চাইনা (কারণ তোমার সৌন্দর্যেই অস্তিত্বমান আমার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড)
একটা চাঁদের সকল গুণাবলী
ঝিকঝিক করে তোমার অবয়বে
আর একটা সূর্যের গাওয়া গানের
সব কয়টা সুর, সেটাও যেন তুমিই

শোন, একটা গভীর গোপন কথা তোমাকে বলি, যা কেউ জানে না
(‘জীবন’ নামের একটা গাছ আছে, যার শেকড়ের শেকড়, মুকুলের মুকুল, আসমানের আসমান বাড়তে বাড়তে
সেখানে পৌছায়, আত্মা যেখানে পৌঁছানোর কথা চিন্তাও করতে পারেনা, মন যাকে লুকাতে পারেনা)
এই যে বিস্ময়, এটাই তারাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করে রাখে

আমি তোমার হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়াই (তোমার হৃদপিণ্ড
আমারটার ভিতরেই থাকে)

তর্জমা
মে ১১, ২০১৬
মূলঃ আই ক্যারি ইউর হার্ট উইথ মি — ই ই কামিংস

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ রাত ৮:১৯

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ।
নির্মলেন্দু গুনেরও এমন এক কবিতা আছে

১৭ ই জুন, ২০১৬ রাত ৮:২২

শরীফ আজাদ বলেছেন: নির্মলেন্দু গুনেরটা আমার পড়া হয়নি।

ধন্যবাদ রাখাল ভাই।

২| ১৭ ই জুন, ২০১৬ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: শরীফ আজাদ ,




ই ই কামিংস এর মতো সব কবিরাই অন্য কারো হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়ায় ! সেটাই আর দশটা মানুষের সাথে তার দূরত্ব সৃষ্টি করে রাখে ।

১৭ ই জুন, ২০১৬ রাত ৮:৪১

শরীফ আজাদ বলেছেন: হা হা হা। ভালো বলছেন।

যাই হোক কবিতাতো, রূপক!

৩| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫১

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ :)

৪| ২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৭

আলোরিকা বলেছেন: ভাল লেগেছে ----------- ' আমি তোমার হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়াই ' কি রোম্যান্টিক ! :)

২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৬

শরীফ আজাদ বলেছেন: ভয়ংকর রোমান্স! কবিতাখানা অনুবাদ করতে গিয়া আমার হার্টবিট বেড়ে গেছিল!

৫| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: এক হিসাবে দেখলে ভয়ানক কবিতা। কিন্তু কামিংসের সব কবিতাই এরকম ভাবে ওয়ার্ডেড। সুন্দর।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২১

শরীফ আজাদ বলেছেন: কামিংসের আর কোন কবিতা পড়া হয়নি, পড়ে দেখতে হবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.