নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

কাফকা প্যারাডক্স

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৭



“Art depends on truth, but truth, being indivisable, cannot know itself: to tell the truth is to lie. thus the writer is the truth, and yet when he speaks he lies.” – Franz Kafka

লেখকরা মিথ্যাবাদি। অন্যরাও। লেখকরা মিথ্যা বলে লেখার মধ্য দিয়া। যা সে লিখতে চায় তা যদি মুখে বলে তখনও সে মিথ্যাই বলে।

এইটা কেমন কথা হইল?

হ্যাঁ, সত্য শুধু লেখকরা না, কেহই বলতে পারে না, পারে নাই। সত্য বলা যায় না, লেখাও যায় না। কারণ সত্য যে লিখতে চায় বা বলতে চায় সে নিজেই “সত্য”। আর কোন কিছুই নিজে নিজেরে ডিফাইন করতে পারে না।

ব্রিটিশ দার্শনিক এলান ওয়াটস এই ব্যপারে বলে, আগুন নিজেরে পুড়াইতে পারে না, ছুরি নিজেরে কাটতে পারে না, হাতের একটা আঙ্গুলের মাথা নিজে ঠিক সেই আঙুলের মাথাটা ছুঁইতে পারে না, দাঁত নিজেরে নিজে কামড়াইতে পারে না।

আমি মহাবিশ্ব, অস্তিত্ব, জীবন, মরণ, ইটারনিটি, আর সময় নিয়া যত ব্যাখ্যা দেই সবই মিথ্যা। সামনে হয়তো আরও দিব। সেইগুলাও মিথ্যাই হইব। পাঠক এই মিথ্যা থাইকা সত্যরে খুইজা নেয় উইজডম দিয়া।

উইজডম কি?

জার্মান লেখক হারমান হেস বলে, (Wisdom) এমনই এক জিনিস যা দিয়ে বিস্ময় সৃষ্টি করা যায় কিন্তু বিতরণ করা যায় না। কাউকে শিখানো যায়না। যা বিতরণ করা যায় তা হল বিদ্যা (Knowledge)। Wisdom অর্জিত হয় সাধনায়, তা ভাষায় প্রকাশ করলেই তাঁর সমগ্রতা, পূর্ণতা ও ঐক্য ক্ষুণ্ণ হয়।

তো এইখানে লেখকদেরকে আলাদা কইরা মিথ্যাবাদী বলার হেতু কি?

লেখকরা মিথ্যাটা ভালো কইরা বলতে পারে। ইনটেন্সলি বলতে পারে। মিথ্যা যত ইনটেন্স হয়, সত্য তত ভালো কমুনিকেটেড হয়।

।। নভেম্বর, ১৪, ২০১৭। ঢাকা।।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

সকাল রয় বলেছেন: আমি লেখক না হইয়া যতখানি সত্য কইতে পারি, লেখকরা ততখানি পারে না। মিথ্যের সাথে জল না মেশালে সাহিত্য নাকি হয় না।

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

শরীফ আজাদ বলেছেন: সত্য কেহই কইতে পারে না। আপনি যদি মনে করেন পারেন, তবে সেইটা ইল্যুশন। এইখানে আপাত "সত্য" এর আলাপ হইতেছে না।

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

জেন রসি বলেছেন: আনসলভড ধাঁধা।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরো সময় লাগবে বয়সে এখনো ছোট্ট এতো বুদ্ধি হয়নাই। বলে ফেলেন কি বলতে এসেছেন?

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: দারুণ। কোথাও পড়েছিলাম, সত্য বলা এবং শোনার জন্য সাহস লাগে। সেটা সবার থাকে না, থাকতেও নেই।।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: খাদ ছাড়া অলঙ্কার হয় না। সাহিত্য সত্যের সাথে সম্পর্কিত, কিন্তু পুরোটাই সত্য নয়। এইটাও একটা মজার কথা।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

আখেনাটেন বলেছেন: পরম সত্য বলে কিছু নেই। সত্যের সাথে গায়ে অলংকার না চড়ালে সাহিত্য কি করে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.