নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

ইউ আর দ্যা বিগব্যাং

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩



বিগব্যাং নামক এক ঘটনার মাধ্যমে শুরু হইছে সবকিছু। তারপর এইটা ছড়াইয়া গেছে চারিদিকে। এই যে আপনি, আমি, বইসা আছি এই ঘরের মধ্যে, খুবই কম্পলিকেটেড মানুষ হিসেবে, আমরা যেন ঐ ঘইটা যাওয়া ব্যাং এর একদম শেষ মাথায় অবস্থান করা কয়েকটা আলগা সুতা। আমরা হইলাম এই বিগব্যাং এর শেষ প্রান্তের কম্পলিকেটেড ছোট ছোট কতগুলা প্যাটার্ন। খুবই ইন্টারেস্টিং।

কিন্তু আমরা কেবল আমাদেরকে এতটুকুতেই ডিফাইন কইরা ক্ষান্ত হই। আপনি যদি মনে করেন যে আপনি কেবল আপনার শরীরের চামড়ার ভেতরেই অস্তিত্বমান, চামড়ার বাইরে আপনার কোন অস্তিত্ব নাই, তাইলে আপনে নিজেরে সেই বিস্ফোরণের কিনারায় একটা ছোট্ট কম্পলিকেটেড জিনিস হিসেবেই ডিফাইন করবেন। এইটাই স্বাভাবিক। বিলিয়ন বছর আগে আপনে ছিলেন একটা বিগব্যাং, আর এখন আপনে একটা কম্পলিকেটেড মানুষ।

এরপর আমরা এই ব্যাপারটা থাইকা নিজেদেরকে বিচ্ছিন্ন কইরা ফেলি। আমরা আর ফিল করি না যে আমরাই সেই বিগব্যং। কিন্তু আপনে তো সেই বিগব্যাংই। এইটা নির্ভর করে আপনে নিজেরে ক্যামনে ডিফাইন করেন তাঁর উপর। যদি সত্যিই বিগব্যাং দিয়া সবকিছু শুরু হইয়া থাকে, তাহলে আপনি আসলে বিগব্যাং এর আল্টিমেট কোন ফসল না। আপনে কোন পুতুলও না যে কেউ আপনারে তাঁর ইচ্ছামত নাচাইতেছে। বরং আপনি এখনো সেই বিগব্যাং এর প্রসেসের মধ্যেই আছেন। অর্থাৎ আপনিই সেই প্রসেস।

আপনি নিজেই আসলে বিগব্যাং। আপনিই মহাবিশ্বের অরিজিনাল শক্তি, শুধু মানুষরূপে সেইটা আপনে এক্সপ্রেস করতেছেন এই মুহূর্তে। যখন আপনার লগে আমার দেখা হয়, তখন আমি কোন মিঃ ওমক, মিস ওমক, অথবা মিসেস ওমকরে দেখি না। আমি দেখি মহাবিশ্বের সেই আদিম শক্তি একটা নির্দিষ্ট ভঙ্গীতে আগাইয়া আসতেছে আমার দিকে। এবং আমি জানি আমি নিজেও সেই শক্তি। কিন্তু দুঃখের বিষয় হইলো, আমরা ভাবি আমরা প্রত্যেকেই বোধয় এই শক্তি থাইকা বিচ্ছিন্ন কোন সত্তা।

জুলাই ২৯, ২০১৭।
প্লে টু লিভ।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

আমি তনুর ভাই বলেছেন: Really very happy to say,your post is very interesting to read.I never stop myself to say something about it.You’re doing a great job.Keep it up
Really very happy to say,your post is very interesting to read.I never stop myself to say something about it.You’re doing a great job.Keep it up

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

কিন্তু দুঃখের বিষয় হইলো, আমরা ভাবি আমরা প্রত্যেকেই বোধয় এই শক্তি থাইকা বিচ্ছিন্ন কোন সত্তা।

লাইনটা ভালো লেগেছে।

ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

শরীফ আজাদ বলেছেন: ব্লগে স্বাগতম।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

আলামিন বাদশা বলেছেন: ভালো লিখেছেন তবে পূর্ন ব্যাখ্যা আসেনি।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালোই লেগেছে!

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ!

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি চলি তাই বিশ্ব চলে।
আমি আছি সব আছে
আমি নাই কিছু নাই

;)

+++

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ!

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিছুই বুঝলাম না। আমার মাথায় ঘিলু কম।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

শরীফ আজাদ বলেছেন: ঘিলুতে সমস্যা না, সমস্যা উপলব্ধিতে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

আহমেদ জী এস বলেছেন: শরীফ আজাদ ,





বিগব্যাংয়ের ঢেউ ছড়াচ্ছে..... ছড়াচ্ছে..... ছড়িয়ে যাচ্ছে । স্থিত নয় কেউ-ই । সবাই দৌড়ের উপরে । বিলিয়ন বছরর আগের এই বিগব্যাং আমরা নই । এই বিষ্ফোরণের এক কোনের পয়েন্ট জিরো জিরো জিরো জিরো জিরো... জিলিয়ন্থ জায়গারও কম স্থানে আমি -তুমি- আমরা এক একটি অর্ন্তবর্তীকালীন বাই-প্রোডাক্ট । আনটিল নাউ, কোনও কমপ্লিকেটেড প্রোডাক্ট নই । আরো রিফাইন্ড না হলে তা থেকে বিগব্যাংয়ের ঘন স্যুপে রূপ-রস-গন্ধ নিয়ে সামান্য ধনেপাতা হয়ে বিরাজ করতে ল্যাঠা আছে ।

ভালো বক্তব্যের লেখা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

শরীফ আজাদ বলেছেন: যে পয়েন্টেই আমি-তুমি থাকুক না কেন, সমগ্রতা থেকে তা কখনই বিচ্ছিন্ন হইতে পারে না। স্থিত না হওয়াতেই তুমি-আমি একটা অনগোয়িং প্রসেস, এইখানে দৌড়টাই অস্তিত্বের ন্যাচার।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

সোহানী বলেছেন: চমৎকার বিশ্লেষন......... হাঁ আমরাই নিজেরাই সে শক্তি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

ঘুমন্ত আমি বলেছেন: বিগ ব্যাং! অনেক কঠিন জিনিস বুঝা আমার জন্য!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

শরীফ আজাদ বলেছেন: বুঝেন আর না বুঝেন। আপনিই বিগব্যাং!

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

জাহিদ অনিক বলেছেন:




হুউউম্মম ! আমি, আমিই বিগ ব্যাং

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

শরীফ আজাদ বলেছেন: হ্যাঁ, আপনিই।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ইমরান নিলয় বলেছেন: বাকী কথাবার্তা ছাড়া বেশি ছোট হয়ে গেলো না লেখাটা? তাও মন্দের ভালো।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শরীফ আজাদ বলেছেন: কোন লেন্থ দিয়াই এই রিয়্যালিটি ব্যাখ্যা কইরা শেষ করা যাবে না। আবার অনলি এক লাইনেই পুরা রিয়্যালিটির ইঙ্গিত দেয়া সম্ভব। এইখানে ম্যাটার করে রিয়্যালিটি কতটুকু কমুনিকেট হইলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

নীরব খান জনতা বলেছেন: ভালোই লেগেছে!

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

শরীফ আজাদ বলেছেন: ধন্যবাদ!

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখাটা ভালো জেগেছে | মনোথিজমের আধ্যাত্মিক দর্শনটা আমি দেখি এই বর্ণনায় বা এক্সপ্লেনেশানে যাই বলুন | সেটা ভালোও লাগে |

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শরীফ আজাদ বলেছেন: হ্যান্ডশেক!

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

আলোরিকা বলেছেন: গ্রহ , উপগ্রহ ও গ্রহাণুরা !
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

বিগ ব্যাং -
অতঃপর জগত প্রশস্ত হতে শুরু করে , বিস্তৃত হতে শুরু করে ।তদ্রূপ এক ক্ষুদ্র বিস্ফোরণে -ছোট্ট এক পিণ্ড হতে আমরা প্রশস্ত হতে শুরু করি, বিস্তৃত হতে শুরু করি। একটি নির্দিষ্ট সময়ের পর পূর্ণ রুপে আবির্ভূত হয়ে - পরিবার নামক গ্রহের কক্ষ পথে আবর্তিত হই। অতঃপর , প্রকৃতির অমোঘ নিয়মে সময় আসে বিচ্ছিন্ন হওয়ার ! তেমনি বিচ্ছিন্ন কিছু নক্ষত্র বিশ্বপাঠশালা নামক ছায়াপথে এক হয়েছিলাম।একই লক্ষ্যে , দুঃখ - সুখে লীন হয়েছিলাম। মহাকালের আহবান - আরও বিস্তৃত হওয়ার ! অতঃপর কেউ কেউ হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে । কেউ কেউ হয়ে ওঠে আরও উজ্জল - তাদের ঘিরে সৃষ্টি হয় নতুন জগত ! কারও কারও খোঁজ আজ আর আমার জানা নেই।একটি বিগ ব্যাং -অতঃপর আমরা বিস্তৃত হতে শুরু করি , বিছিন্ন হতে শুরু করি , নিঃসঙ্গ হয়ে পড়ি !

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

শরীফ আজাদ বলেছেন: সুন্দর। তবে প্রকৃতির অমোঘ নিয়মে সত্যিকারের বিচ্ছিন্নতার ব্যপার নাই। সবকিছুর সাথে কানেকটেড থাকা অবস্থায় বিচ্ছিন্নতার আপাত অবস্থানটা অস্তিত্বের একটা ছন্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.