নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

দ্যা ন্যাচার অব দ্যা বিস্ট

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২



মানুষ হইলো জাস্ট একটা জিনিস। সে খায়, ঘুমায়, আর সেক্স করে। বাকি সবই হইলো শুধু টাইম পাস। এখন, সে ঐ তিন কাজের মধ্যে কোনটা সবচাইতে বেশী করবে এইটা ডিপেন্ড করে তাঁর ভিতরের খাদটা কত বড় তাঁর উপর। জানেন আমি কোন খাদের কথা বলতেছি? ওইটা……… ঠিক আপনার বুকের নিচে যেইটা। শিশুর জন্মের পর প্রথম নিঃশ্বাসটা টান দিলেই তাঁর ভিতরে এই খাদের মুখটা খুইলা যায়। এই জন্যেই বাচ্চারা চিৎকার করে। আর আমরা ভাবি আমাদের ভিতরে বোধয় এক অশরীরী আত্মার বাস, কিংবা সেই বিকট সাদা তিমি, কিংবা অন্ধকারের রাজকুমার। কিন্তু আসলে তা না। এইটা আসলে কেবলই এক বিশাল শূন্য খাদ।

মানুষ এই খাদ পূরণ করার চেষ্টা করে নারী দিয়া, পুরুষ দিয়া, টাকা দিয়া, কিতাব দিয়া, ক্ষমতা দিয়া এবং এই জগতে যা কিছু সম্ভব তাঁর সব দিয়া। আপনে কি জানেন একটা বালক আর একটা পুরুষের মধ্যে পার্থক্য কি? এইটা হইলো উইসডম…… বয়সের জ্ঞান। কিন্তু যা কিছুই করেন না কেন, সেই খাদ কিছুতেই পূরণ হয় না।

আমরা প্রিটেন্ড কইরা চলি যেন এইটা পূরণ হইয়াই আছে, কারণ কারোরই সত্যরে এডমিট করার যথেষ্ট সাহস নাই। কেহই স্বীকার করতে চায় না যে আমাদের বুকের নিচের সেই শূন্য খাদের ভিতরে যা বাস করে সেইটাই আসল আমরা। আর এইটা হইলো — নাথিংনেস। যেই নাথিংনেস দিয়া প্যারাডক্সিক্যালি মহাবিশ্ব ভরাট হইয়া থাকে, সেই নাথিংনেসই আমাদের অস্তিত্বের লিমিটলেস শূন্যতা। এবং আমাদের ভিতরের প্রতিটা অন্ধকার গুহা, প্রতিটা ক্রুদ্ধ তাড়না — এইগুলা হইলো কেবলই আমাদের পশুত্বের ন্যাচার।

জুলাই ২১, ২০১৭।
দ্যা ন্যাচার অব দ্যা বিস্ট।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

বেনামি মানুষ বলেছেন: আরো বিস্তারিত লেখলে আমার বুঝতে সুবিধা হতো। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

শরীফ আজাদ বলেছেন: এতটুকুতেই বোঝা সম্ভব। ইন্টেলেকচুয়াল মাইন্ডের বেড়া পার হইয়া অস্তিত্বের দৃষ্টিকোণ থাইকা দেখেন, তাইলে সব ক্লিয়ার।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: ভুল লিখেছেন।
মানূষ আরও অনেক কাজ করে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

শরীফ আজাদ বলেছেন: করে তো। করে না বলা হয় নাই।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই নাথিংনেসেরই দারুন বাক্য দিয়ে সমাজকে বদলে দিয়ে গেছেন মোহাম্মদ সা: ১৪০০ বছর আগে!
যে বাক্য তারা অনুভব করেছিল হৃদয়ের গহন থেকে! ফলে একেক জন হয়েছিলেন জিতেন্দ্রীয়।

শব্দগুলো সন্ধিবিচ্ছেদ করলে এমন অর্থ পাই -
নাই কোন শক্তি বস্তুর ‍শুন্যতা (নাথিংনেস) বিনা -আত্মসমর্পিত প্রশংসাকারী সেই শুন্যতার বার্তা বহনকারী!

যদিও প্রচলিত অর্থ মূলার্থের ধারে কাছেও নাই। যেই জন্য তার কোন ইফেক্ট্ও নাই!
আপনি শব্দকে প্রকৃতার্থে বিশ্লেষন করলে এমনই পাবার কথা!
আর এই অনুভব জাগ্রত হবার সাথে সাথেই কর্মপরিধি বদলে যায়! শুন্যের সাথেই শুন্যর মিলন হয় বলে! পদার্থ থেকৈ অ-পদার্থের রুপ সাধনের যাত্রা ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

শরীফ আজাদ বলেছেন: যেইভাবেই বিশ্লেষন করেন। শূন্যতাই আমাদের মূল সত্তা। এইটা সবারই অনুভূত। ইগনোর করা হয় আর কি। কেউ বইলা গেলে আর না গেলেও আমরা শূন্যই।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

ওয়াজেদ বিপ্লব বলেছেন: দেরিতে পড়লাম আপনার পোস্ট। প্রতিক্রিয়া পোস্ট :
http://www.somewhereinblog.net/blog/mdwazedbiplob/30221635

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

শরীফ আজাদ বলেছেন: আমার রিভিওতে আপনার মন্তব্য পড়েছি, এই প্রতিক্রিয়া পোস্টও পড়লাম। এখন আপনার আর আমার দৃষ্টিভঙ্গির মধ্যকার ফারাকটার সাথে সিনেমার অন্তর্দৃষ্টির অবস্থান কোথায় সেইটা বুঝাইতে গেলে আমারে এখন অনেক লম্বা আরেক লেখা লিখতে হবে। তাতেও হয়তো বুঝানো সম্ভব হবে না। আপাতত সময়ের অভাবে ব্যক্তিগত ব্লগের আগের পুরানা সব লেখা দিয়া ব্লগিং করতেছি। তাই বড় লেখা লিখতে পারতেছি না।

আপনার মন্তব্য এবং প্রতিক্রিয়া পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

সাকিব শাহরিয়ার বলেছেন: সত্যিই শূন্যতাই আমাদের মূল সত্তা।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

শরীফ আজাদ বলেছেন: এই সত্যি উপলব্ধিই অস্তিত্বের একমাত্র চাহিদা।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

ওয়াজেদ বিপ্লব বলেছেন: কে-প্যাক্স --- আপনার কে-প্যাক্স নিয়ে রিভিউ পড়ে লেখা। আপনার মন্তব্য আশা করছি।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মৃত্যু সেই খাদ পূরণ করে?

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

শরীফ আজাদ বলেছেন: জীবন আর মৃত্যু দুইটাই শূন্যতার বুকের উপরে নাইচা বেড়ানো একটা ছন্দ। সুতরাং শূন্যতার পূরনে এদের ভূমিকা নাই। শূন্যতারে রিয়েলাইজ কইরা এডমিট করলে সে প্যারাডক্সিক্যালি পূর্ণতায় রূপ নেয় - the complete void।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

বেয়াদপ কাক বলেছেন: শূণ্যতা কি লিমিটলেস হয়? শূণ্যতা নিজেই কি সীমাহীন নয়?

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

শরীফ আজাদ বলেছেন: হ্যাঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.