নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেহ নই।

শরীফ আজাদ

আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।

শরীফ আজাদ › বিস্তারিত পোস্টঃ

দ্যা সেন্টিপিডস ডাইলেম্মা

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩



একবার এক ব্যাঙ একটা শতপদী সেন্টিপিডরে জিগাইল,

“ভাই, তুমি এই একশোটা পাও নিয়া কিভাবে এত সুন্দর কইরা হাইটা বেড়াও? সাবলীল ভঙ্গীতে এতগুলা পাও সিঙ্করোনাইজ কইরা কিভাবে হাঁটো? কোন পায়ের আগে কোন পাওটা ফেলতে হয় সেই হিসাবটা কিভাবে রাখো? আমার তো দুইটা পাও ম্যানেজ করতেই বেগ পাইতে হয়!”

সেন্টিপিড এই কথা শুইনা একটু চিন্তায় পইড়া গেল। তারপর হাঁটার সময় তাঁর পাও ফালানোর হিসাব নিয়া নিজে এনালাইসিস শুরু কইরা দিল। এনালাইসিস শেষ কইরা কিছুক্ষণ পর হাঁটতে গিয়া টের পাইল যে সারা জীবন নিশ্চিন্তে সুন্দর কইরা হাঁইটা আসলেও, এখন প্রতি পদে পদেই তাঁর পায়ে পায়ে প্যাচ খাইয়া যাইতেছে।

অতঃপর, সেন্টিপিড আর কখনই ঠিক কইরা হাঁটতে সক্ষম হইল না।

[দ্যা সেন্টিপিডস ডাইলেম্মা]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: এহন্ত দেহি আমার পায়ে কেমন জানি পেজকি লাগার বাও।
শুভেচ্ছা নিন।

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

শরীফ আজাদ বলেছেন: স্বাগতম।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


ভুয়া ভাবনা, ভুয়া ডাইলেমা

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩

শরীফ আজাদ বলেছেন: হ

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আমি যখন ভাবি আমি নিঃস্বাস নিচ্ছি তখন আমার নিঃস্বাস নিতে কেমন জানি কষ্ট হয়।
তখন ভেবে অবাক হই সারাদিন আমি কি ভাবে নিঃস্বাস নেই।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাপিতকে যখন বুঝানো হলো,
এখানে এই শিরা, এখানে উপশিরা,
কোনটার কি কাজ, কোনটা বিকল হলে
মৃত্যু নিশ্চিত, তার পর থেকে সে আর তার
ক্ষুর কাচি দিয়ে মানুষের বিষ ফোড়া কাটার
কথা স্বপ্নেও ভা্বেনা। তার পসার কমে গেল
ঢাক্তাররা নিশ্চিত হলেন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

সুমন কর বলেছেন: অর্থবহ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেন্টিপিড লেখাই তো যথেষ্ট। আগে শতপদী লাগানোর দরকার কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.