নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ "বীরপুরুষ (latest version 4.5.7) কবিঃ Yo Yo রবি ঠাকুর...!! !! !!

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:১৮


মনে করো যেন মেইন রোডেরমোরে,
গালফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
দুজন যাচ্ছি সি এন জি তে চড়ে,
পর্দাটুকু একটুকু ফাঁক করে।

সেদিন ছিল বিরোধী দলের অবরোধ,
ভুলে গিয়ে সব বিপদ আপদ।
দুজনে মোরা পৌছে গেছি ওই মোড়ে,
নেইতো সেখানে কোন মানুষজন,
ভয় পেলো মোর জিএফ এর মন।

বললাম আমি ভয় পেয়ো না তুমি,
মোড় পেরোতে আরতো কিছুক্ষণ।
এমন সময় হা রে রে রে রে রে,
লাঠি হাতে আসল কয়েকজন।

ফুটুস ফাটুস ককটেল উঠল ফুটে ,
কলিজা আমার নেইতো আর বুকে।
জানের মায়া আছে যে মোর সাচা,
আপন প্রাণ বাচারে তুই চাচা।

স্যান্ডেল খুলে দিলাম ঝেড়ে দৌড়,
এক দৌড়েপেড়িয়ে গেলুম মোড়।
জিএফ বলল "যাসনে ঝান্টু ওরে,
তুই পালালে কে বাঁচাবে মোরে"??
বললাম আমি "পাগল নাকি,
হারাই নিতো হুশ"
নিজের জান বাচায় যারা তারাই বীরপুরুষ!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৮

অবতার এলাহী বলেছেন: এমন সময় হা রে রে রে রে রে,
লাঠি হাতে আসল কয়েকজন !!!!
এরা কারা??????????????????? X( X(( X(

২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ইহারা ত নেতা ,আইমিন ফিউচারের :#)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০১

মাধবের জন্য গুয়ের থাল বলেছেন:

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০১

মাধবের জন্য গুয়ের থাল বলেছেন:

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০২

মাধবের জন্য গুয়ের থাল বলেছেন:

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:০২

মাধবের জন্য গুয়ের থাল বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.