নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

যে সূত্র গুলো এখনো আবিষ্কার করা হয়নি..... :)

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২০

¥চুলকানি সূত্রঃ বাসায় কাজ করতে করতে যখন দুই হাত একদম কালি-ঝুলি, ধূলি-বালি তে ভরে যায়, ঠিক তখন্ই নাকের ডগাটা চুলকায়। B-)

¥ দরকারের সূত্রঃ বছরের পর বছর পড়ে আছে বলে কোনো জিনিস ফেলে দিলে দেখবেন,ঠিক পরের সপ্তাহেই জিনিসটা আপনার দরকার হবে। শিয়োর ! ;)

¥জরুরি সুত্রঃ বাসায় যখন একা থাকবেন,এবং যখন ওয়াশ রুমে ডুকবেন জরুরি ডাকে,তখন্ই বাসার কলিং বেলটা বেজে উঠবে। :D

¥বীমা সূত্রঃ যে দুর্ঘটনার আশঙ্কায় বীমা করবেন,ধরে রাখুন সেটা ছাড়া বাকি সব দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে। X((

¥খোঁজ দ্যা সার্চ সূত্রঃ স্তূপ করে রাখা ব্ই গুলার মধ্যে কোনো প্রয়োজনিয় ব্ই উপর থেকে খুঁজতে থাকলে ব্ইটা থাকবে নিচের দিকে..

কিভাবছেন ? ব্ইটা নিচের থেকে খুঁজলেই তো হয় ! চালাকি করে লাভ নাই ! তখন ব্ই টা থাকবে উপরের দিকে.. ;) :)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.