নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

জামাত ইসলামি মানে ইসলাম নয়! গন জাগরন মঞ্চের কর্মী মানেই নাস্তিক নয়!

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

খুব অবাক লাগে জামাতইসলামীকে বিরোধীতা করতেযেয়ে অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিরোধীতা করে,পর্দাকে করছে বিতর্কিত, এবং নিজেদের অনেকটা নাস্তিক হিসাবেই প্রকাশ করছে!!
তারা এতকিছু বুঝে এটা বুঝে না জামাত মানে ইসলাম ধর্ম না!

আর বর্তমানে নাস্তিকদের বা তথাকথিত সাংস্কৃতিক মনাদের অনুসারীদের অবস্থা অনেক করুন,নামাজ পড়ে, রোজা রাখে কিন্তু পর্দা অস্বীকার করে। আমি বুঝি না তারা নাস্তিক,মুসলিম না অন্য ধর্মের??
এদের ব্রেন এমনভাবে ওয়াশ করা হয়েছে যে ওদের যুক্তি শুনলে হাসি পায়! কারো কথায় নয় ইসলামকে চিনতে হলে কোরয়ান,হাদিস,নবী( সাঃ) কে দিয়ে চিনুন। কোন দল বা ব্যক্তিকে দিয়ে নয়।

গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থা উপরে অনেকটাই বলা হয়েগেছে। এরা জামাতকে বর্জন করতে যেয়ে নিজেদের অজান্তেই ইসলামের মুল ভিত্তিকেই অস্বীকার করে।
যারা এই গ্রুপে আছেন তারা ভেবে দেখবেন কথা সত্য কি না!!

তবে এদের সবাইকে নাস্তিক বলছি না,এদের অনেকেই আছে পাচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন,দাড়ি রাখেন। মানে আল্লার উপর আস্থা আছে মানে নাস্তিক না!
কিন্তু তারা ইসলামের অনেক কিছু মানতে নারাজ।

কারন জামাতের গঠনত্ন্রে ওই বিষয়গুলো আছে বা জামাত নেতারা ঐ বিষয়গুলো নিয়ে বেশি কথা বলে,প্রচার করে, সমর্থন করে। তাই গণজাগরণ কর্মীরা তার দ্বীমত পোষন করবেই।

আর তখনি তারা না নাস্তিক,না মুসলিম,না অন্য ধর্মের কেউ হিসাবে বিবেচিত হয়।
এরা নিজেরাই আলাদা ধর্ম যেখানে মানবতাকে পুঁজি করে মানবতার বারোটা বাজাচ্চে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫

টাক বলেছেন: এটা হচ্ছে আমার নাক কাটুক তার পর ও তোমার যাত্রা ভংগ হোক!!

২| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ঠিক বলছেন,আর এদের কারনেই আমরা সাধারনেরা ঝামেলা পোহাচ্ছি।

৩| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

লেখোয়াড়. বলেছেন:
ভাই এসব ক্যাঁচাল বাদ দিয়ে আমার কবিতা পড়ুন।
আসুন। আসবেন?? পড়বেন??

ওসব করার জন্য রাজনীতিকরা আছেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ওকে ভাই খেলোয়াড় ,সময় করে একদিন পড়ব।

আমিও মসঝে মধ্যে কবিতা লিখতাম,এখন আর সময় হয় না খুব একটা।

৫| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১

কাজীমাহমুদ বলেছেন: গন জাগরন মঞ্চ তার দুরনাম ঘোচানোর জন্য.. সকলে দাড়ি রাখতে পারে. (যারা মুসলিম) . যারা হিন্দু বা বৌদ্ধ তারা তাদের নিজ ধর্মের পোষাক পড়তে পারে। এ ছাড়া অনুষ্ঠান . কোরান তেলোয়াত, গীতা বা ক্রিপিটক পাঠ দিয়ে শুরু হতে পরে। শেষ হতে পারে মোনাজাত দিয়ে..

প্রায় খৃঃপুঃ ২০০০ সাল থেকে উপমহাদেশে নাস্কিক বা আস্তিক দুটো দর্শনের যুদ্ধ চলছে। দুটো যুদ্ধ বহু কালের . বহু প্রাচীন..

৬| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯

যোগী বলেছেন: পোষ্টের শিরোনামের সাথে একমত না।
আমি বলবো জামাতিরা কখনোই ইসলামি দল নয় তবে গন জাগরন মঞ্চের কর্মীরা কেও কেও নাস্তিক হতে পারে।

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

ব্লগার রাজনুর বলেছেন: জামায়াতের কাজের কারনে সবাই জামায়াত মানেই ইসলাম আর শাহবাগী গন জাগরন মঞ্চের কর্মীদের কাজ ও লেখার কারনে মনে করে গন জাগরনের কর্মী মানেই নাস্তিক।

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮

ঢাকা জার্নাল বলেছেন: সবাই বেশি করে জ্ঞান অর্জন করুন। তাহলে দেশের কল্যাণ হবে। আমি চেষ্টা করছি। নিজর অন্ধত্ব ঘোচাবার জন্য।

৯| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩১

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: @যোগী , শিরোনামটা আরওএকবার পড়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.