নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

হতাশা নয়,বিশ্বাস রাখুন নিজের প্রতি! হ্যা,আমিই পারব জয় করতে!

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯

কিশোর কবি খ্যাত সুকান্ত ভট্টাচার্য
১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু, বর্তমানে সেই সুকান্তের লেখাই মুখস্থ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়।
.
থমাস আলভা এডিসনকে
যে স্কুল মেধাহীন বলে দোষারোপ করে বের করে দিয়েছিলো,সেই স্কুলেই থমাসের আবিষ্কৃত বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে হয়।

সাকিব আল হাসানের
যেই বাবা ক্রিকেট খেলার কারণে পাঁচ পাঁচটি ব্যাট আগুনে পুড়িয়ে দিয়েছিলেন, সেই তিনিই এখন ছেলের ক্রিকেটের জন্য গর্ববোধ করেন!

এপিজে আবদুল কালামকে
যে ভারতীয়রা ছিটগ্রস্ত আখ্যা দিয়েছিলো, তারাই এখন তার আবিষ্কৃত পারমানবিক বোমা বা মিসাইল আবিষ্কারে শ্রদ্ধা করে!

আল্লাহ্ পৃথিবীর প্রতিটা মানুষকেই অপরিহার্য করে সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষই এমন অবদান রাখার জন্য এসেছে যে কাজটা অন্য কেউ পারবেনা!

...ক্যাম্পাসে গলায় বাদাম ঝুলিয়ে হেটে হেটে বিক্রি করা লোকটাও অপরিহার্য, কারণ তার জন্যই বাদাম খেতে দূরে যেতে হচ্ছে না!

...ওভারব্রিজে বসে বসে ভিক্ষা করতে থাকা অন্ধ মেয়েটাও অপরিহার্য,কারণ তার জন্যই আমরা শারীরিক ত্রুটিহীনতার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে নিজের কাজে ইন্সপায়ার্ড হই!

...প্রতিটা মানুষই একেকজন লিন্চপিন, তার মানে এটা নয় যে তাকে মাইক্রসফট প্রতিষ্ঠা করতে হবে, কিংবা পদার্থ সম্রাট হকিংস হতে হবে, অথবা অর্জুনের মত বীর হতে হবে!

....আমরা যদি একাডেমিশিয়ান হতে ব্যর্থ হই, তার মানে আমার ভবিষ্যৎ অন্য জায়গায়, আমি যদি বিসিএস ক্যাডার হতে ব্যর্থ হই, তার মানে হয়তো বিজনেসে ভালো করবো, কিংবা বিজনেসে ব্যর্থ হলে হয়তো আমার সম্ভাবনাটা অন্য কোথাও।

...সুতরাং, বিশ্ব প্রতিপালক মানুষকে সে জিনিশটাই প্রধান করেন, যেটা তার জন্য কল্যাণকর!

...তাই,জীবনের প্রতি হতাশ হওয়ার কোনই মানে নেই!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৫

শায়মা বলেছেন: একদম ঠিক। হতাশ হওয়া মানেই থেমে যাওয়া।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আর থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩

এস কাজী বলেছেন: ভাল লাগল কথাগুলো।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

তাজ - সৈয়দাবাদী । বলেছেন: একদম খাটি কথা ভাই, আপণাকে অনেক ধ.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.