নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

এই দুনিয়ায় একজন চোরই আপনার একমাত্র ভালো বন্ধু!! কিভাবে?

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৫

❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
--
--
--
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
--
--
--
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করুন।
--
--
--
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
--
--
--
❐ বাড়িওয়ালা চায় আপনি যেনো জীবনে বাড়ি করতে না পারেন।
--
--
--
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
--
--
--
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋনগ্রস্থ হোন।
--
--
--
❐ প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।
--
--
--
★শুধু চোর চায় আপনি ধনী হোন আর মহাসুখে নাক ডেকে ঘুমান রাতে।
::
::
—–—অতএব, চোরই আপনার প্রকৃত বন্ধু॥

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৭

চলন বিল বলেছেন: হাহ হাহ হা

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৪

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: :P :D

২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৯

ক্ষুদে লেখক বলেছেন: চোর যখন আমার শুভচিন্তক তাহলে তো চোরের আগমনে তাকে ভালো মেহমানদারী করা দরকার ;)

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৫

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: করা উচিত,এটা আপনার দায়িত্ব :P

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১১

আহসানের ব্লগ বলেছেন: =p~

৪| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪

ইলা বলেছেন: তাইতো, আগে বুঝি নাই। চোর যেহেতু পরম বন্ধু সেহেতু সকল আত্মীয়তা এখন থেকে চোরের সাথে হওয়া উচিত। কী বলেন??

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আপনি শুরু করেন,পিছনে আছি :P

৫| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

নিজাম বলেছেন: ভালো লিখেছেন।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ধন্যবাদ

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: হাহাহাহাহা...ভাল বলেছেন!

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: শকুনের দোয়ায় গৃহস্থের গরু মরে না!

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: :O

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৪

কাবিল বলেছেন: সরিষার তৈল দুজনারই লাগবে। :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৮

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: কেন কেন?? :P

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৮

কাবিল বলেছেন: বুঝলেন না!
নাকে তৈল নিয়ে ঘুমালে ঘুম ভাল হবে ধনী বাক্তির।
সেই সুযোগে চোর তৈল মালিশ করে ঢুকবে। =p~ =p~ :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: বাহ,তেলের ব্যবসা ভালই হবে। সরকার ট্যাক্স পাবে,ভ্যাটম্যান অর্থমন্ত্রীও খুশি। :P

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৯

কাবিল বলেছেন: সেই সুবাধে চোরকে দেশের বন্ধুও বলা যায় হা হা হা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.