নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

৭.৫% ভ্যাটের বিরুদ্ধে আন্দোলনে সৃষ্ট জ্যাম নিয়ে যাদের মিছে মায়া কান্না তাদের বলছি!!!!! এবং আরও কিছু কথা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

ভাই আপনি এত দিন কইছিলেন যখন মাসের পর মাস শাহবাগে আন্দোলনের জন্য রাস্তা বন্ধ ছিলো??? তখন কি জ্যাম হয় নাই?? জনগনের ভোগান্তি হয় নাই??

বলবেন সেটা ত দেশ নিয়ে বা দেশপ্রেমের তাগিদে করা হয়েছে,কষ্টত একটু করতেই হবে সবার।
ভাই আমরাও দেশ এবং দেশের ফিউচার কে ভ্যাট থেকে রক্ষা করতে রাস্তায় নেমেছি। বর্তমানের ছাত্রদের বলা হয় দেশের ফিউচার। সেই দেশের ফিউচারদের অধিকার রক্ষার জন্য ত কিছু কষ্ট আমার আপনার করতেই হবে।

শাহবাগের আন্দোলনে এম্বুলেন্স বা জরুরি গাড়ি যেতে পারে না কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবির আন্দোলনে এম্বুলেন্স যেতে পারে ইভেন ছাত্ররা পুলিশের খাবার পর্যন্ত দিয়ে আসছে। আমাদের দাবি ত অযুক্তিক না।


আর রাস্তার জ্যাম সেটা প্রতিদিনই থাকে,ভি আই পিরা যখন রাস্তায় বের হয় তখন ত কয়েক ঘন্টা রাস্তায় আটকিয়ে থাকতে হয়। যারা মহাখালী হয়ে-জাহাঙ্গীরগেট-বিজয় স্মরনী-শাহবাগ তারা মনে হয় ভালই বুঝেন,সকালে প্রধানমন্ত্রী অফিসে ঢুকাকালিন সময়ে কি অবস্থা হয়। আর ত আছেই,কই কোন দিনত প্রতিবাদ করলেন না।


আমরা কথায় কথায় বাহিরের দেশের তুলনা দেখাই,আইন থেকে শুরু করে দেশের সংবিধান,লাইফস্ট্যাইল সব খানেই। বাহিরের অনেক দেশে ত শিক্ষার সব খরচ তথা টিউশন ফি দিতেই হয় না সরকার দেয়। আমাদের সরকার আমাদের তা দিতে পারছে না সেটা নিয়ে আমরা খুব একটা অভিযোগও করছি না। নিজেরাই নিজেদের খরচে উচ্চশিক্ষা নিতে আসছি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। যেখানে আমাদের সাহায্য করার কথা সেখানে উল্ট ভ্যাট বসাইয়া দিলেন!!

সংবিধান বলে শিক্ষা আমার অধিকার পন্য না,পন্য হলে ভ্যাট দিতাম। সরকার বলুক শিক্ষা পন্য,এটা পেতে হলে ভ্যাট দিতে হবে,আমরা দিব আপত্তি নাই। উজিসির ধারা অনুসারে সব শিক্ষা প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান,এই শর্তে অনুমোদন দেয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। তাহলে এখন ভ্যাট কেনো?? কোন যুক্তিতে???

আপনি বলবেন এখন ত ছাত্রদের ভ্যাট দিতে হবে না,দিবে বিশ্ববিদ্যালয়!!!
দাদা
""স্টার কাবাবে খেয়ে সরকারকে ভ্যাট আমরা দিয়ে আসি না, স্টার কাবাবই দেয়, শুধু বিলের সাথে ১৫ ভ্যাট যুক্ত করে প্রিন্ট করে দেয়...

শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না, বিশ্ববিদ্যালয়ই ভ্যাট দেবে। শুধু বিশ্ববিদ্যালয়গুলো সেমিষ্টার ফি দেওয়ার সময় যোগ করে নেবে। দারুণ সিস্টেম...""

আবার অনেকে দেখলাম বলে
"" বাপের টাকায় বড় বড় রেস্টুরেন্টে খাও ভ্যাট দিতে পারো,সিনেপ্লেক্সে যাও ভ্যাট দাও,শপিং করো ভ্যাট দিতে পারো,বন্ধুদের নিয়া বিভিন্ন বিনোদন পার্কে যাও ভ্যাট দিতে পারো কিন্তু শিক্ষার ক্ষেত্রে ভ্যাট দিতে পোড়ায় ক্যান??""

ধন্যবাদ ভাই আপনাদের,আপনারাই বলে দিলেন আমরা কই কই ভ্যাট দেই। এত ভ্যাট আমরা দেওয়ার পরেও কেন আমাদের মৌলিক অধিকার পেতে ভ্যাট দিতে হবে!? আর আমার বাপের টাকায় আমি কি করব না করব তার হিসাব রাখার ত আপনার কোন দরকার নাই। আর আমার বাবা এটিএম বুথ না,কার্ডের মত ভ্যাট পান্স করলেই টাকা পাবেন!! আর টাকা থাকলেই যে সরকারকে দিতে হবে তা কোথায় পাইলেন?? সো নিজের চরকায় তেল দিন।


""শাহবাগ,ভ্যাট এক জিনিস না ,শুধু আপনাদের মনে করিয়ে দেয়ার জন্য উহদারন টানলাম মাত্র""

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

স্বপ্নবাজ তরী বলেছেন: সুন্দর যুক্তি
নিচের লেখাটা আমি লিখেছিলাম
আসলে সবারই আন্দোলনে যুক্ত হবার দরকার
m.somewhereinblog.net/mobile/blog/shohag308/30062114

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

ফাহাদ মুরতাযা বলেছেন: " শাহবাগে আন্দোলনের জন্য রাস্তা বন্ধ ছিলো??? তখন কি জ্যাম হয় নাই?? জনগনের ভোগান্তি হয় নাই??
অ্যাঁয় !!! কত্ত বড়ও সাহস!!!! শাহবাগ লইয়া কথা!!! রাজাকার, ছাগু, পাকি, এক্ষণই রিপোর্ট করতেসি, somewhereinblog এ শাহবাগ তুইলা কথা!!!

ওহে চেতনাহীন , তোর নিষ্কৃতি নেই!!!!


(ইয়ে মা্নে........বুঝতে পারসতো নাকি!!)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: হ :D

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

ফাহাদ মুরতাযা বলেছেন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"

উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?

উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?

উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।

-ড. সাকিল আল মামুন।
১. সরকার কোনদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা এর শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর এটা ভোরের কাগজের লিঙ্ক।
শাহবাগে চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।

কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ জামিল বলেছেন: কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক জ্যাম!

আজ আসতে ২০ মিনিটের রাস্তা আড়াই ঘন্টা লেগেছে। লাগুক।

তবুও একটা ফায়সালা দরকার! স্বৈরাচারিতা আর স্বেচ্ছাচারিতার একটা বিহীত হওযা দরকার। তা যে উপায়েই হোকনা কেন!

ভন্ড বেকুবরা এনবিআর থেকে দেখি এসএমস করছে!

ভ্যাট বিশ্ববিদ্যায়লয় দেবে! উত্তরতো আপনার পোষ্টেই আছে! এখন বুঝেন কেমন বেকুবেরা দেশ চালায়!!!!!!!!!!!!!!

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ফাহাদ মুরতাযা বলেছেন:

চামারলীগদের কমেন্ট ........







চটি পিয়াল ও তাঁর অনুসারীদের কমেন্ট-

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪

চলন বিল বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়েই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি শিক্ষার উপর ভ্যাট নির্ধারণ করেছেন। এখন বিএনপি জামাতের ষড়যন্ত্রে যারা ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন করছে,অর্থমন্ত্রীর কার্টুন বানাচ্ছে তারা সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।মাননীয়া জননেত্রী অর্থমন্ত্রীকে আজকে পরিস্কারভাবে বলে দিয়েছে ভ্যাট প্রত্যাহার হবেনা।দরকার হলে বেসরকারি শিক্ষা ব্যাবস্থা বন্ধ করে দেয়া হবে তারপরো আমাদের কথার কোনো এদিক সেদিক হবেনা।

আমাদের আওয়ামীলীগের যেসব সাংবাদিক ভাই আছেন তারা ও ছাত্রলীগের ইউনিট কমিটির নেতাদের নির্দেশ দেয়া যাচ্ছে যে,যারা এই ভ্যাট বিরুধী আন্দোলনে অংশ নিচ্ছে তাদের ভিডিও ফুটেজ ও ফটো নিয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগে যোগাযোগ করো।আর ছাড় দেয়া হবেনা এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ।ষ্টামফোর্ডে শুরু হয়ে গেছে মাইর।এখন সারাদেশে মাইর দেয়া শুরু হবে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ভ্যাট দিতে হবে।

জয় বাংলা,
জয় হযরত বঙ্গবন্ধু (রহ:)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

অগ্নিবীণা! বলেছেন: চুল কামিয়ে টাক্লা হন....

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪১

কামিকাজি বলেছেন: ভ্যাট অবশ্যই দেয়া উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.