নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

এর পরেও ভারত উদারপন্থী ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং শিবসেনা কোন জঙ্গী সংগঠন নয়,ভারতের মাটি ক্রিকেটের জন্য নিরাপদ,সব ঝামেলা শুধু বাংলাদেশের আর মুসলিমদের!!!

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

ঘটনা-১

‘গোমাংস’ ভোজের আয়োজন করেছেন—এই অভিযোগে ভারতের জম্মু-কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী রশিদের মুখে কালি ও মবিল মাখিয়ে দিয়েছে হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দু সংগঠন। আজ সোমবার বিকেলে রাজধানী নয়াদিল্লিতে এক প্রেস কনফারেন্স করার সময় রশিদের মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।

কয়েক দিন আগে পার্লামেন্টে জম্মু-কাশ্মীরের বিজেপির বিধায়কেরাও একই অভিযোগে রশিদকে মারপিট করেন।
এর আগে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দিয়েছিলেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার সমর্থকেরা। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করায় ১৩ অক্টোবর মুম্বাইয়ে কুলকার্নির বাড়ির সামনেই এ ঘটনা ঘটানো হয়। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় আবারও মুখে কালি মাখানোর ঘটনা ঘটল।
এনডিটিভি ও দ্য হিন্দুর খবরে বলা হয়, আজ বিকেলে দিল্লির প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জম্মু-কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী রশিদ। সংবাদ সম্মেলন চলার সময়ে সাংবাদিক ও পরিবারের সদস্যদের সামনেই তিনজন হঠাৎ করেই ওই বিধায়কের মুখে কালি এবং মবিল মাখিয়ে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দীপক ও দেব ইন্দিরা ইন্দ্রা সিং নামের দুজনকে পুলিশ আটক করেছে। সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, এ ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণু গুপ্তার নেতৃত্বাধীন হিন্দু সেনা নামের একটি কট্টরপন্থী হিন্দু সংগঠন।
খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর নিজের বাড়ি শ্রীনগরে রশিদ ‘গোমাংস’ ভোজের আয়োজন করেন। এতে রাগান্বিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দল করেন না।
আজ এ ঘটনার পর রশিদ বলেন, ‘বিশ্ব দেখুক ভারত কীভাবে বদলে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অনেকে বলে থাকেন তালেবান পাকিস্তানকে গিলে ফেলছে; কিন্তু তারা দেখুক এখানে (ভারত) কী ঘটছে।’ তিনি বলেন, ‘তারা মানসিকভাবে অসুস্থ। কাশ্মীরে এ পর্যন্ত ৮০ হাজার লোককে মেরে ফেলা হয়েছে। একজন প্রকৌশলীর মুখে কালি ছিটানোর ঘটনায় আর এমন কী-ইবা হবে। তাদের জানা উচিত এটা নরেন্দ্র মোদির ভারত, মহাত্মা গান্ধীর ভারত নয়।’‘গোমাংস’ ভোজের আয়োজন করেছেন—এই অভিযোগে ভারতের জম্মু-কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী রশিদের মুখে কালি ও মবিল মাখিয়ে দিয়েছে হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দু সংগঠন। আজ সোমবার বিকেলে রাজধানী নয়াদিল্লিতে এক প্রেস কনফারেন্স করার সময় রশিদের মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।

কয়েক দিন আগে পার্লামেন্টে জম্মু-কাশ্মীরের বিজেপির বিধায়কেরাও একই অভিযোগে রশিদকে মারপিট করেন।
এর আগে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দিয়েছিলেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার সমর্থকেরা। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করায় ১৩ অক্টোবর মুম্বাইয়ে কুলকার্নির বাড়ির সামনেই এ ঘটনা ঘটানো হয়। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় আবারও মুখে কালি মাখানোর ঘটনা ঘটল।
এনডিটিভি ও দ্য হিন্দুর খবরে বলা হয়, আজ বিকেলে দিল্লির প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জম্মু-কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী রশিদ। সংবাদ সম্মেলন চলার সময়ে সাংবাদিক ও পরিবারের সদস্যদের সামনেই তিনজন হঠাৎ করেই ওই বিধায়কের মুখে কালি এবং মবিল মাখিয়ে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দীপক ও দেব ইন্দিরা ইন্দ্রা সিং নামের দুজনকে পুলিশ আটক করেছে। সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, এ ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণু গুপ্তার নেতৃত্বাধীন হিন্দু সেনা নামের একটি কট্টরপন্থী হিন্দু সংগঠন।
খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর নিজের বাড়ি শ্রীনগরে রশিদ ‘গোমাংস’ ভোজের আয়োজন করেন। এতে রাগান্বিত হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দল করেন না।
আজ এ ঘটনার পর রশিদ বলেন, ‘বিশ্ব দেখুক ভারত কীভাবে বদলে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অনেকে বলে থাকেন তালেবান পাকিস্তানকে গিলে ফেলছে; কিন্তু তারা দেখুক এখানে (ভারত) কী ঘটছে।’ তিনি বলেন, ‘তারা মানসিকভাবে অসুস্থ। কাশ্মীরে এ পর্যন্ত ৮০ হাজার লোককে মেরে ফেলা হয়েছে। একজন প্রকৌশলীর মুখে কালি ছিটানোর ঘটনায় আর এমন কী-ইবা হবে। তাদের জানা উচিত এটা নরেন্দ্র মোদির ভারত, মহাত্মা গান্ধীর ভারত নয়।’

ঘটনা-২

ওয়ানডেতে ঠিকঠাক দায়িত্ব পালন করেছেন। করার কথা ছিল সিরিজের বাকি দুটি ওয়ানডেতেও। তবে আলিম দারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আইসিসি। উদ্ভূত পরিস্থিতিতে ২২ ও ২৫ অক্টোবর অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে থেকে পাকিস্তানি আম্পায়ারকে ফিরিয়ে নিচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আজ সকালে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা করতে সভা বসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সভা হওয়ার আগেই ভেস্তে যায় কট্টরপন্থী সংগঠন শিবসেনার বিক্ষোভের মুখে। পাকিস্তানের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্কেরই ঘোর বিরোধী তারা। শিবসেনারা চায় না, ভারত ক্রিকেট খেলুক পাকিস্তানের সঙ্গে। তারা প্ল্যাকার্ড-স্লোগানে ভীতিকর এক পরিস্থিতির সৃষ্টি করে বিসিসিআই কার্যালয়ে। শিবসেনার এমন কাণ্ড অবশ্য নতুন নয়। সেই ১৯৯৯ সালে ১২ বছর পর ভারত সফর ছিল পাকিস্তানের। কিন্তু ম্যাচের আগে দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচ ক্ষতবিক্ষত করে যায় শিবসেনা। তার আগে ১৯৯১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচেও একই কাণ্ড করেছিল তারা। কিন্তু আজকের ‘কীর্তি’তে তারা অতীতের সবকিছুই ছাপিয়ে গেল।
আজ যা ঘটল, ক্রিকেট ইতিহাসে এমনটা ঘটেছে কি না সন্দেহ আছে। দুই দেশের বোর্ড নতুন সিরিজ নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় একটা রাজনৈতিক অঙ্গ-সংগঠন রীতিমতো বোর্ডে ঢুকেই সভার আয়োজন পণ্ড করে দিল!

শিবসেনার এমন কাণ্ড অবশ্য নতুন নয়। সেই ১৯৯৯ সালে ১২ বছর পর ভারত সফর ছিল পাকিস্তানের। কিন্তু ম্যাচের আগে দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচ ক্ষতবিক্ষত করে যায় শিবসেনা। তার আগে ১৯৯১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচেও একই কাণ্ড করেছিল তারা। কিন্তু আজকের ‘কীর্তি’তে তারা অতীতের সবকিছুই ছাপিয়ে গেল।
আজ যা ঘটল, ক্রিকেট ইতিহাসে এমনটা ঘটেছে কি না সন্দেহ আছে। দুই দেশের বোর্ড নতুন সিরিজ নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় একটা রাজনৈতিক অঙ্গ-সংগঠন রীতিমতো বোর্ডে ঢুকেই সভার আয়োজন পণ্ড করে দিল!

তথ্য সুত্র প্রথম আলো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

সজিব হাওলাদার বলেছেন: শুধু মুসলিমরাই দাড়ি,টুপি,কোরআন,হাদিসের কথা বললেই জঙ্গি।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪০

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আজ যদি একই ঘটনা বাংলাদেশে বা অন্য কোন মুসলিম দেশে হতো?? শিবসেনারা যদি মুসলিম হতো???/

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

কানিজ রিনা বলেছেন: উগ্রঃহিন্দু।উগ্র মুসলিম। উহঃউঃইস্ মেজাজটা বিগরে
গেল।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০০

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: কেন????

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৪

আমি মিন্টু বলেছেন: যারে মুসলমনে বলে আল্লা তারে হিন্দুই বলে ভগবান সবার মাঝে বিরাজ করে সে দেখে যে সবাইকে সমান । :)

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২১

বিপরীত বাক বলেছেন: আমি মিন্টু বলেছেন: যারে
মুসলমনে বলে আল্লা তারে
হিন্দুই বলে ভগবান সবার
মাঝে বিরাজ করে সে
দেখে যে সবাইকে সমান ।


আল্লাহ্ তো আল্লাহ্ ই। এক ও একক সত্ত্বা। এখানে অন্য কোন নামের তুলনা হয় না।। আর এছাড়া হিন্দুদের আরও অনেক দেব দেবী আছে।। তারা আলাদা ভাবে মানে।
কিন্তু ইসলাম বলে আল্লাহ্ একমাত্র মাবুদ এবং তার কোন অংশীদার নেই। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন।।।
এই নামের কোন ট্রান্সেলেশন নেই।।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৯

প্রামানিক বলেছেন: কাশ্মীরে এ পর্যন্ত ৮০ হাজার লোককে মেরে ফেলা হয়েছে। একজন প্রকৌশলীর মুখে কালি ছিটানোর ঘটনায় আর এমন কী-ইবা হবে। তাদের জানা উচিত এটা নরেন্দ্র মোদির ভারত, মহাত্মা গান্ধীর ভারত নয়।’

এসব শুনলে ধর্মীয় বাড়াবাড়ির উপর ঘৃণা হয়।

৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১:৩৬

ইঞ্জিন মাধব ও ঘাওড়া মজিদের যৌথ প্রযোজনা বলেছেন: আমি সেক্স, মাইয়ামানুষ, রেপ এইসবের ইঞ্জিনিয়ার। আমারে সংক্ষেপে ইঞ্জিন মাধব ডাকলে আমি খুশি থাহি । আমি নিশ্চিত, আমার ইঞ্জিনে চাদ্গাজি গু দেয়, তাই তার পিছনে আমি ঘাওড়া মজিদরে লেলায় দিসি , এইবার সে বুঝব মজা । বেকুবের লাহান ঘাওড়া মজিদরে দিয়া আমার আসল ইঞ্জিনে মানে আমার আসল ব্লগে দাগ ফালাইছিলাম মানে দুই একটা কমেন্ট দিসিলাম, পরে বুঝবার পাইরা মুছে ফালাইছি । আমি খুব সরল সোজা মানুষ । তাই আপ্নেগোরে এত সব কয়া দিলাম। ব্যাকআপ হিসাবে এই আইডিটা খুলি রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.