নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

সরকার যা বলে ভালোর জন্যই বলে,আমরা জনগণ বুঝি না!

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩


সরকার বলছিলো নৌকায় ভরসা রাখতে,আমরা মানলাম না। কেউ কেউ তার প্রতিবাদ করেছে,নৌকায় কিভাবে ভরসা রাখি! নৌকা ত ডুবন্ত।

এখন বুঝেন মজা,সরকারকে বিশ্বাস না করা আর নৌকায় ভরসা না রাখার। সময় আছে ভরসা রাখুন নৌকায়।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪

পদ্মপুকুর বলেছেন: প্রথম ছবিতে কমলা রঙের কিসের উপ্রে, ক্যাম্নে বোর্কা পড়া আপু দুইজন বইসা আছে, এইডাইতো বুজ্বার পার্লাম্না...

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ভ্যান!

২| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

ঢাকা শহর আইস্যা আমার আশা ফুরাইছে!

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: আমার আগের পোষ্ট নাই!

৩| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: আহারে .।.।.।

দেশ উন্নয়নের মহাসড়কে।
সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।

৪| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

উম্মে সায়মা বলেছেন: একেই বলে উন্নয়নের জোয়ার!

৫| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @লেখক,
সামু আপনাকে ঝালিয়ে দেখে আপনি ঠিক থাকতে পারবেন কিনা। অন্য টপিকস নিয়ে পোষ্ট দিতে থাকুন। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

৬| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

জগতারন বলেছেন:

এ সমস্ত ছবি আপনারা কোথায় পা ? @শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), ও ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব । =p~ =p~

৭| ২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

জগতারন বলেছেন:
পা = পান

৮| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

ভ্রমরের ডানা বলেছেন:





এই জলাবদ্ধতারর কারণ নৌকা নয়, অপরিকল্পিত নগরে ঘরবাড়ি আর দোকান পাট কারা তুলেছে? জনগণ না নৌকা? চিপসের প্যাকেট, পলিথিন বাসার ময়লা রাস্তায় কারা ফেলে? নৌকা না জনগণ?


আপনার মানসিকতা দেখে অবাক হলাম।

৯| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

প্রোলার্ড বলেছেন: ঘাওড়া মজিদরে কি মোবারক চাচার বিপরীতে মাঠে নামাইছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.