নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব

এটাই আমার একমাত্র আইডি,বাকি সবগুলো আমার ছবি ব্যবহার করে ফ্যাক আইডি ক্রিয়েট করা হয়েছে। ব্লগিং র টাইম দেখেই বুঝতে পারবেন কোনটা নতুন আইডি কোনটা পুরনো আইডি।ফ্যাক আইডি থেকে সাবধান থাকুন।

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী যদি না বলে,ন্যায়বিচার কি কেউ পাবে না? (ইউএনও কেইস)

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৫

ইউএনও কেইস, মুদ্রার এপিঠ আর ওই পিঠ, কিছু প্রশ্ন

পত্রিকার রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত অগ্রগতি,

- স্থানীয় জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক সাজুকে বহিষ্কার
- ৬ জন আইন শৃংংখলা বাহিনীর সদস্য ক্লোজড
- প্রশাসনের ২ জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে
- ২ ঘন্টা জেল দেয়া ভদ্রলোককে বদলীর সুপারিশ। উনি আবার ফ্রিতে লঞ্চে চড়তেন আর বিনা ভাড়ায় সরকারী ভবনে থাকতেন। প্রধান বিচারপতিকে ভুল রিপোর্ট দিয়েছেন বলে পত্রিকায় এসেছে।
- ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
- সেদিন কোর্টে বর্তমান ও সাবেক এমপিসহ ৭০-৮০ জন আইনজীবী, প্রভাবশালী নেতা বসে ছিলেন সাজুর পক্ষে, অর্থাৎ ইউএনওকে জেলে পাঠাতে।

প্রশ্ন-
১. পুরো প্রশাসন, নেতা গুষ্ঠি একজোট হয়েছেন, কেননা একজন সৎ ইউএনও টাকা লুটপাট করতে দেন নাই?
২. ক্যাডার এসোসিয়েশন পাশে না দাঁড়ালে কি হত সৎ ইউএনও এর?
৩. প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে কারো ন্যায়বিচার কি হবে না?
মূল প্রভাব বিস্তারকারী মহলের কি গায়ে আচঁড় পড়বে? প্রশাসন কার কথায় উঠতে বসতে বাধ্য হয়?
৪. সততার কারণে হোক, সরকারী কর্মকর্তা হিসেবে হোক উনি রক্ষা পেয়েছেন। আমার, আপনার মত আম, জাম, লাউ কধু হলে রক্ষা করবে কে? এরকম কতজন ইতিমধ্যে গারদের মধ্যে?

সবকিছু চলে গেছে নস্টদের দখলে!!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.