নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাদিহা মৌ

মাদিহা মৌ › বিস্তারিত পোস্টঃ

বই কথাঃ ০২ - মিনিমালিস্ট

১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:১৯

আগেই বলে রাখছি, এটা কোন রিভিউ নয়। শুধুমাত্র আমার নিজের অনুভূতির বর্ণনা। কেউ বই রিভিউ ভেবে পড়ে বিরক্ত হলে আমার কোন দোষ নাই।




কাহিনি সংক্ষেপ

দীর্ঘ চার বৎসর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভূত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে । যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক ।
এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ ।
মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা । কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধের ।
সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টা ।
সে জীবনবোধে আপনাকে স্বাগতম !


পাঠপ্রতিক্রিয়া

সাধারণত তিনশ সাড়ে তিনশ পৃষ্ঠার বই পড়তে আমার একদিনের বেশি সময় লাগে না। এই বইটা শেষ করতে দেড় দিন সময় লাগালাম। এবং সেটা ইচ্ছে করেই।
গত কয়েক বছরে বাংলাদেশে থ্রিলার সাহিত্যে বিপ্লব ঘটে গেছে। এবং সেটা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উঠে যাচ্ছে দিন দিন। সেসব বইয়ের সাথে বিচারে মিনিমালিস্ট কে অনেকটা এগিয়ে রাখব আমি। অন্য থ্রিলার গুলির মত বইয়ের শেষে মাথা ঘুরিয়ে দেওয়ার মত টুইস্ট এতে নেই। কিন্তু চ্যাপ্টারে চ্যাপ্টারে চমকে দেওয়া টুইস্ট ছিল প্রায় পুরো বই জুড়েই।

মিনিমালিস্ট এমন একটা বই, যেটা আগা গোড়া ইতিহাস আর তথ্য দিয়ে পরিপূর্ণ হলেও পড়তে একবিন্দু বিরক্তি লাগে না।

তবে অবশ্যই বইটা সময় নিয়ে পড়া উচিৎ। এবং খুব মনোযোগ দিয়ে। কারণ তা না এমন সব ব্যাপার মিস হয়ে যেতে পারে যার কারণে কাহিনিতে তালগোল পাঁকিয়ে ফেলার সমূহ সম্ভাবনা আছে।

লেখক বইয়ে ইউনিক কিছু আইডিয়া নিয়ে কাজ করেছেন। একেক সময় একেক চরিত্রকে উত্তম পুরুষে রেখেছেন। এতে প্রত্যেকটা চরিত্রের মনোভাব বোঝা গেছে খুব ভালভাবে। নাম পুরুষে মাঝেমাঝে চরিত্রের মনে কী চলছে সেটা ভালোভাবে ব্যাখ্যা করা যায় না। তাই এটার দরকারও ছিল কাহিনীর প্রয়োজনে। মনোযোগ দিয়ে না পড়লে কিন্তু পাঠক বুঝতে পারবে কখন কে কথা বলছে।

অনেক অনেক চমকপ্রদ তথ্য জানতে পেরেছি বইটা পড়ে।

একটা ব্যাপার বুঝতে পেরে বেশ ভালো লেগেছে। অবশ্য আমার ধারণা সঠিক কিনা জানি না। রাং দে বাসান্তি সিনেমায় সাদাকালো একটা সীন ছিল, ব্রিটিশ কর্ণেলের কমান্ডে সাধারণ মানুষের উপর গুলি করা হচ্ছে। আর কিছু মেয়ে একটা কুয়ায় ঝাঁপিয়ে পড়ছে। এই সীনটার অর্থ বুঝিনি তখন। মিনিমালিস্ট বইয়ে এই টাইপের যে ঘটনার বর্ণনা আছে, সিনেমায় যদি ওই ঘটনাটাই দেখানো হয়ে থাকে তবে অনেকদিনের জমা প্রশ্নের উত্তর মিলল।

বই পরিচিতিঃ

বইঃ মিনিমালিস্ট
লেখকঃ মাশুদুল হক
প্রচ্ছদঃ মাশুদুল হক
মূল্যঃ ৩০০ টাকা (মলাট মুল্য)
পৃষ্ঠাঃ ৩১৬
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
প্রকাশকালঃ বইমেলা-১৬
রেটিংঃ ৪.৭৫/৫





বিঃদ্রঃ পরীক্ষার মাঝে বই পড়ার জন্য জান বেরিয়ে যাচ্ছিল। পরীক্ষা শেষ হয়েছিল মার্চের নয় তারিখ। মে'র নয় তারিখ পর্যন্ত টানা পড়ে গিয়েছিলাম। এই দুইমাসে ষাটটির বেশি বই পড়ে শেষ করেছি। রিভিউ লিখতে পারি না আমি, বইটা পড়ে ঠিক যে অনুভূতি হয় সেটাই লিখি। পাঠপ্রতিক্রিয়া বলা যেতে পারে ওটাকে।

প্রায় প্রতিদিনই একটা করে বই পড়ে ওটার পাঠপ্রতিক্রিয়া লিখতাম। তারই কিছু কিছু শেয়ার করব ভাবছি।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫

অশ্রুকারিগর বলেছেন: মাশুদুল হকের ভেন্ট্রিলোকুইস্ট টা সম্ভবত খুব ভাল হয়েছিল। পড়েছেন কি? আমি অবশ্য ভেন্ট্রিলোকুইস্ট বা মিনিমালিস্ট একটাও পড়ার সময় বের করতে পারিনি, খালি রিভিউ পড়ে যাচ্ছি।

ওই ঘটনাটা কি জালিয়ানওয়ালাবাগ এর ম্যাসাকার এর সাথে রিলেটেড?

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

মাদিহা মৌ বলেছেন: ভেন্ট্রিলোকুইস্ট গত বছরই পড়েছি। ওটাও চমৎকার।
তবে দুইটার তুলনায় আমি মিনিমালিস্টকেই এগিয়ে
রাখব।

২| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৫

কল্লোল পথিক বলেছেন:



সুন্দর রিভিউ।

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মাদিহা মৌ বলেছেন: ধন্যবাদ। বইটাও চমৎকার। পড়ে ফেলেন।

৩| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: বাহ আপুনি!! আমাকেও পড়তে হবে!:)

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

মাদিহা মৌ বলেছেন: থ্রিলার পছন্দ করে থাকলে পড়ে ফেলেন আপি। ভাল লাগবে।

৪| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভালো পর্যালোচনা। পড়বার আগ্রহ জাগলো। +

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মাদিহা মৌ বলেছেন: পড়ে ফেলুন। আশা করি ভাল লাগবে।

৫| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪১

*পড়ুয়া* বলেছেন: ছোটখাট সুন্দর রিভিউ। পড়তে হবে বইটা।

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মাদিহা মৌ বলেছেন: িভিউ নয় তো, পাঠপ্রতিক্রিয়া। আমি এই একটু আধটুইই
লিখি। কেবল নিজের অনুভূতিটুকু।
ভাল বই। পড়ে ফেলুন।

৬| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: বাহ পড়তে হচ্ছে তো

১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৬

মাদিহা মৌ বলেছেন: পড়ে ফেলুন। থ্রিলারপ্রেমী হলে ভালো লাগতে বাধ্য …

৭| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: দুই মাসে ৬০টা বই পড়েছেন! খুব ভালো। বই মানুষকে সমৃদ্ধ করে। বাংলাদেশের থ্রিলার বিপ্লব সম্পর্কে ঠিকই বলেছেন। প্রায়ই আনকোরা লেখকদের এমন বইয়ের নাম শুনি। আমি এখনও সেই সিনারিওতে যুক্ত হতে পারি নি। হব নিশ্চয়ই।মাশুদুল হক কিন্তু এই ব্লগে একসময় খুব এ্যাকটিভ ছিলেন "ভূতের আড্ডা" নামে। তার লেখনীর সৌকর্য সম্পর্কে জানি।

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৯

মাদিহা মৌ বলেছেন: আমি তো বইয়ের পোকা। এক্স্যাক্টলি বইয়ের পোকা
বলতে যা বোঝায়, ঠিক তাইই। বইমেলার সময়ে থার্ড ইয়ার
ফাইনাল চলছিল, তিনদিন গ্যাপের সুযোগ নিয়ে বইমেলা
থেকেও ঘুরে এসেছিলাম চট করে। তখনই বইগুলি কিনে
রেখেছিলাম।

থ্রিলারে সত্যিই বাতিঘর বিপ্লব ঘটিয়ে দিয়েছে।
আনকোরা নতুন সব লেখক নিয়ে অসাধারণ কিছু বই বের
করছে প্রতিবছর। মাশুদুল হকের ভক্ত তার
ভেন্ট্রিলোকুইস্ট পড়েই। চমৎকার ঝরঝরে লেখনি তার।
পড়ে ফেলুন। ঠগবেন না।

৮| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: এবারের বই মেলাতে বাতিঘর থেকে বের হওয়া বই গুলোর ভেতরে মিনিমালিস্টের প্রসংশা শুনেছিলাম সব থেকে বেশি । সেই হিসাবে এই বইটার প্রতি আশাও ছিল সব থেকে বেশি কিন্তু বইটা পড়ার পরে সেই আশা পূর্ণ হয় নি । বরং হতাশ হয়েছি । সব থেকে খারাপ লেগেছে বিদেশী লেখকের অনুকরনের একটা ব্যাপারটা । এবং আরেকটা ব্যাপার যেটা হল লেখক এখানে অনেকটাই অপ্রয়োজনীয় এবং জোর করে দুটো ঘটনাকে জোড়া লাগানোর চেষ্টা করেছেন বলেই মনে হয়েছে ।
এর তুলনায় ভেন্ট্রিলোকুইস্ট টা বেশ ভাল ছিল ।

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০

মাদিহা মৌ বলেছেন: অনুকরণের ব্যাপারটা খুব দোষের কিছু নয়। অনেক বই পড়লে, লেখার সময় এটা আপনাতেই চলে আসবে। বেশিরভাগ লেখক তো এটা স্বীকারই করেন না। মাশুদ ভাই করেছেন, সেটাই বড় ব্যাপার। আর বইটার সিক্যুয়েল বেরুবে তো তখন হয়ত প্লটহোল গুলো কভার হয়ে যাবে।

আমার কাছে ভেন্ট্রিলোকুইস্ট এর চেয়ে মিনিমালিস্টই বেশি ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.