নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাদিহা মৌ

মাদিহা মৌ › বিস্তারিত পোস্টঃ

বই কথাঃ ০৩ - নীল পাহাড়

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

আগেই বলে রাখছি, এটা কোন রিভিউ নয়। শুধুমাত্র আমার নিজের অনুভূতির বর্ণনা। কেউ বই রিভিউ ভেবে পড়ে বিরক্ত হলে আমার কোন দোষ নাই।




কাহিনি সংক্ষেপঃ


শুরুটা আশির দশকে। মানিক মিত্র নামের একজন ডাক্তারকে নিয়ে। যার কেউ নেই এই পৃথিবীতে। কেউ নেই বলতে কেউই নেই। কারণ সে অনাথ। আরো ডিপলি বললে জারজ। এই মানিক মিত্রকেই নিয়ে এগিয়ে গেছে উপন্যাসিকার কাহিনি।
তার নির্ঝঞ্ঝাট জীবনে পরিবর্তন আসে যখন ডাক্তার সোবহান তাকে বদলি করে দেয় বান্দরবানে। এখান থেকেই গল্পের শুরু।
সিনিয়র ডাক্তার সোবহান সাহেবের সাথে ধন্ধের ফসল হিসেবে তাকে বদলি করে দেওয়া হয় বান্দরবনের বলিপাড়ায়। যেখানে বদলি মানেই বলি ছড়ানো।
সেখানে তার সাথে ঘটে যাওয়া, তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়েই এগিয়েছে বইয়ের কাহিনি।


পাঠ প্রতিক্রিয়া

পাহাড় আমার খুব প্রিয়। সাথে পাহাড়ি মানুষগুলো। কিন্তু পাহাড়কে ভালোভাবে দেখা হয়নি। মানে গভীর ভাবে। দেখা হয়নি , চেনা হয়নি বলেই হয়তো পাহাড় আমাকে অমোঘভাবে টানে।

নিজের চোখে দেখা ওই পাহাড়ের গল্পটা তাই খুব করে মন ছুঁয়ে গেছে। জলেস্বরীর মাধ্যমে ওবায়েদ হকের শক্তিশালী লেখনির সাথে পরিচিত হলেও এটাই ওনার সবচেয়ে সেরা বই। অনাথ ডাক্তার মানিকের সাথে আমিও যেন আরেকবার দৌড়ে এসেছি পাহাড়ের কোলে। আসলে বইয়ে পাহাড়ের যেসব বর্ণনা ওবায়েদ হক দিয়েছেন, তার অনেকটাই নিজের চোখে দেখা বলে বইটা পড়ার পুরোটা সময় যেন আমি সত্যিই মানিক মিত্রের সাথেই ছিলাম। তাছাড়া প্রাণবন্ত বর্ণনায় তা সত্যিই বাস্তব হয়ে ধরা দিয়েছে আমার কাছে। খুব ভাল লেগেছে।

সারাজীবন বই পড়ে গেলেও একজীবনে একজন লোকের পক্ষে দশ হাজারের বেশি বই পড়া সম্ভব নয়। এটা হলো হুমায়ূন স্যারের কথা। তাই ঠিক করেছিলাম এখন আর কোন বই দ্বিতীয় বার পড়ে সময় নষ্ট করব না। খুব অল্প কিছু বই, যেগুলি আমি দ্বিতীয়বার পড়ব বলে ইরাদা করেছি, এটাও তার মধ্যেই পড়বে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বইটা মার্কেট আউট।
এমন একটা বই পিডিএফ এ পড়তে হচ্ছে, বা হবে - আমার এমন আহাজারি দেখে এক বড় ভাই বিশেষ ব্যবস্থায় লেখকের কাছ থেকে আমার জন্য হার্ডকপি যোগাড় করে দিয়েছেন। লেখকের অটোগ্রাফ সহ।



এই বইয়ের কিছু কিছু লাইন আমাকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছিল। বই পড়ে ক্রমাগত কান্নাকাটির অভ্যাসটা ছোটবেলাতেই ফেলে এসেছিলাম। কিন্তু,
"মা এসেছিল একদিন কালো শ্লেটে। 'ম'-এর সাথে 'আ'-কার দিয়ে মা হয়েছিল।" - মানিক মিত্র যখন এই কথাটা বলে তখন বহুকাল পর চোখটা ঝাপসা হয়ে পড়েছিল।
"খাওয়ার সময় আমার ডাল আমি তোকেই দিব, তুই তোর মা দিস।"
"আমার কালি সব মায়ের নামেই ঢেলে দিতাম। ক্লাসে লেখার জন্য কালি থাকতো না। পণ্ডিত বাবু দাঁড় করিয়ে রাখতো। জানতাম না পেছনের বেঞ্চে এক জোড়া চোখ আমার জন্য জল ফেলত। ...
এই লাইনগুলি পড়ার সময় আমি সত্যিই অঝোরে কেঁদেছি। বই পড়া বন্ধ করে কিছুক্ষণ থম মেরে বসে থাকতে হয়েছে। আফসোস, সে চোখের জল যান্ত্রিক পিডিএফ বইয়ের পাতা ভেজাতে পারেনি। তবে হ্যাঁ, আরেকবার যখন পড়বো, তখন সত্যিই ভিজবে।

বই পরিচিতিঃ

বইঃ নীল পাহাড়
লেখকঃ ওবায়েদ হক
প্রচ্ছদঃ মেজর এমরান (প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। নীল রঙের প্রতি এম্নিতেই একটা দুর্বলতা আছে, আর খোপায় গোঁজা ফুলটা তো অসাধারণ। তবে মেয়েটার পরনে নীল শাড়ি থাকলে আরো বেশি ভাল্লাগতো। তবে ব্যাকগ্রাউন্ডটা যুৎসই হয়নি।)
মূল্যঃ ১৫০ টাকা (মলাট মুল্য)
পৃষ্ঠাঃ ১১২
প্রকাশনীঃ কাকলী প্রকাশনী
প্রকাশকালঃ বইমেলা-১৫
রেটিংঃ ৪.৭৫/৫


নীল পাহাড়ের পিডিএফ লিংক

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৯

কল্লোল পথিক বলেছেন:
না বিরক্ত হইনি!
আপনার রিভিউ সুন্দর হয়েছে।

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৩২

মাদিহা মৌ বলেছেন: ধন্যবাদ। পড়ে দেখতে পারেন বইটা। :)

২| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:১০

আরণ্যক রাখাল বলেছেন: ওবায়েদ হকের কোন রচনাই পড়া হয়নি।
আপনি এতো অসাধারণভাবে বইগুলোর কথা বলেন, পড়ার আগ্রহ না জন্মে পারে না।
পিডিএফের লিংটা দেবেন। আপনি ইবুক বিরোধি মনে হচ্ছে। আমি কিন্তু নই।
ভাল বই হলে যান্ত্রিক আলোতেও আমরা আন্দোলিত হবো, ইমোশনাল মুহুর্তে মন কেঁদে উঠবে, চোখ যদিও বা করে ধোকাবাজি!

১৫ ই জুন, ২০১৬ রাত ৯:০০

মাদিহা মৌ বলেছেন: হ্যাঁ, আমি ইবুক বিরোধী। সাধারণত নতুন লেখকের
পিডিএফ এর কথা কেউ বললে, তা এড়িয়ে যাই। কিন্তু
যেহেতু এই বইটার পিডিএফ লেখক নিজেই বের করেছেন,
তাই ওটা দেওয়া যায়। পড়ে ফেলুন। ভালো লাগবে।


নীল পাহাড়ের পিডিএফ লিংক http://goo.gl/a6mA95

৩| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭

*পড়ুয়া* বলেছেন: আপনার পাঠ প্রতিক্রিয়া পড়ে বইটা পড়ার ইচ্ছা জাগলো। মার্কেট আউট বই হলে তো ইবুক ছাড়া উপায় নেই। লিংক্টাও সাথে দিলে ভাল হত। :)

১৫ ই জুন, ২০১৬ রাত ৯:০১

মাদিহা মৌ বলেছেন: নীল পাহাড় পিডিএফ ফাইলে আছে আপনি চাইলে তা
পিডিএফ থেকে পড়তে পারেন
নীল পাহাড়ের পিডিএফ লিংক http://goo.gl/a6mA95

৪| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: লিংক দেয়ার জন্যে ধন্যবাদ। যে বই কাউকে গভীর ভাবে বিষণ্ণ করতে পারে তা পড়া দরকার অবশ্যই।

১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:২৬

মাদিহা মৌ বলেছেন: পড়ে ফেলেন। ভালো লাগবে, নিশ্চিত থাকতে পারেন। :)

৫| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খুব সুন্দর রিভিউ ।+++


ডাউনলোড দিলাম। পড়ে দেখি :)

১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:২৭

মাদিহা মৌ বলেছেন: ধন্যবাদ।
পড়ে ফেলেন। :)

৬| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: আগ্রহ জাগল পড়ার জন্যে। ভাল রিভিউ।

১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:৩২

মাদিহা মৌ বলেছেন: পড়ে দেখতে পারেন। ভালই লাগবে আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.