নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাদিহা মৌ

মাদিহা মৌ › বিস্তারিত পোস্টঃ

বই কথাঃ ০৫ - মিথস্ক্রিয়া

২১ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৬

আগেই বলে রাখছি, এটা কোন রিভিউ নয়। শুধুমাত্র আমার নিজের অনুভূতির বর্ণনা। কেউ বই রিভিউ ভেবে পড়ে বিরক্ত হলে আমার কোন দোষ নাই।



কাহিনি সংক্ষেপ

খ্যাতনামা এক বাংলাদেশি বিজ্ঞানীকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেলো। ডাক পড়লো ডিটেক্টিভ আসিফ আহমেদ ও তার দলের। অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হলো একটি কিডন্যাপ কেস। তদন্ত শুরু হতেই খুব দ্রুত পাল্টে গেলো ঘটনা প্রবাহ-রসায়ন থেকে অ্যালকেমি, খ্রিস্টের জন্মের চার হাজার বছর আগ থেকে বর্তমান বাংলাদেশে-কল্পনাতীতভাবে বিস্তৃত এই রহস্যের সমাধান লুকিয়ে আছে সামনে থাকা তথ্যগুলোর এক এবং কেবল একটিমাত্র অংশে। সেটাই খুঁজে বের করতে হবে। স্বভাবতই এলো বিপত্তি। সার্বক্ষণিক বাধা আসছে অদৃশ্য কোন গুপ্তসঙ্ঘের ইশারায়। প্রধান সাসপেক্টকে হাতের নাগালে পেয়েও কেসটার মিমংসা করা গেলো না। প্রতিঘণ্টায় কাহিনীর মোড় ঘুরে যাচ্ছে। কোটি কোটি মানুষের চোখের সামনে থাকা সত্যটা খুঁজে বের করতে গিয়েও গলদঘর্ম হয়ে উঠলো ডিটেক্টিভ। কিন্তু কারও ধারণাও নেই, সত্যটা কাঁপিয়ে দিতে পারে গোটা বাংলাদেশকে।

পাঠ প্রতিক্রিয়া

ইতিহাস কপচানো বই হয়ত অনেকেরই পছন্দ না। আমার নিজেরও তাই। কিন্তু সেই ইতিহাস যদি সুনিপুণ ভাবে দক্ষ হাতে পারফেক্ট জায়গায় সাজানো থাকে, তবে?

এমন একটা বই খুব ধৈর্য্য আর সময় নিয়ে হাতে নিতে হয়। অসাধারণ একটা প্লটে দারুণ ভাবে সাজানো একটা উপন্যাস। কাহিনির গতিও দারুণ। কেপির লেখনি অনেক অনেক ম্যাচিউর হয়েছে এখন।

আসিফ আহমেদ আর ইরফান, দুইটাই আমার খুব প্রিয় চরিত্র ছিল। ইরফান হল সেই ক্যারেকটার, যে ভিলেন হলেও খুব পছন্দ করি। বাস্টার্ডের মত। আর আসিফ তো পছন্দ হবার মতোই ক্যারেকটার। দুইজনকে এক মলাটে আনায় ভালো লাগাটা আরো অনেক গুনে বেড়ে গেছে।
অসাধারণ বললে কম বলা হবে। এরকম উপন্যাস বাংলায়, আই মিন বাংলাদেশে খুব কম হয়েছে। বইটা পড়ে পুরোপুরি তৃপ্ত।
কিছু ছোট ছোট ব্যাপারে খটকা রয়ে গিয়েছে অবশ্য। আটক ফারিহাকে জিয়ার বাসা থেকে ইরফান মুক্ত করে নিল কিনা, সেই ব্যাপারে কিছু কেপি কিছু লিখে নাই। খুবই ছোট ভুল। বেশিরভাগ পাঠকেরই চোখ এড়িয়ে যাবে।
বাংলার ড্যান ব্রাউন বুঝি আমরা পেয়েই গেলাম! এটা খুবই সুখের কথা।

বই পরিচিতিঃ

বইঃ মিথস্ক্রিয়া
লেখক: কিশোর পাশা ইমন
প্রচ্ছদ: ডিলান
পৃষ্ঠা: ৩৫২
মূল্য: ৩২০
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
প্রকাশকালঃ বইমেলা-১৬
রেটিংঃ ৪.৫/৫

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ সকাল ৮:০১

কালনী নদী বলেছেন: প্রাশ্চাত ইতিহাস নির্ভর অসাধারণ দুইটি বই হচ্ছে লেস মিসারেবল ও দ্য গ্রেপস অফ দ্য রথ। ১৫ থেকে বিশ বছর সময় নিয়ে লেখাগুলা মোটেই ফেলনার নয়!!!

২২ শে জুন, ২০১৬ রাত ৮:২৪

মাদিহা মৌ বলেছেন: ফেলনা বলল কে?

২| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আগেই বলে রাখছি, এটা কোন রিভিউ নয়। শুধুমাত্র আমার নিজের অনুভূতির বর্ণনা। কেউ বই রিভিউ ভেবে পড়ে বিরক্ত হলে আমার কোন দোষ নাই।

অনুভূতির বর্ণনা হোক আর রিভিউ হোক। চমৎকার হচ্ছে। :)

অল্প কয়েকটা কথায় অনেক কিছু ...............

২২ শে জুন, ২০১৬ রাত ৮:২৫

মাদিহা মৌ বলেছেন: ধন্যবাদ। বই পড়ার আগ্রহ জন্মাতে পারলেই রিভিউ স্বার্থক

৩| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: কে পি আর মাসুদুল হক, ড্যান ব্রাউন হবার দৌড়ে এই দুইজন পাশাপাশি আছে :)

২২ শে জুন, ২০১৬ রাত ৮:৩০

মাদিহা মৌ বলেছেন: কারোর সাথে কাওকে তুলনা করতে চাচ্ছি না। দুইজন দুজনের জায়গায় অনন্য

৪| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:০৯

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ব্রাউনের সাথে যেহেতু তুলনা এসেছে, তাই কথাটা বললাম। লেখার ধরন এর উপর ভিত্তি করে।

আমি তাদের মধ্যে তুলনা করিনি

৫| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:২৮

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: পড়েছি।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১

মাদিহা মৌ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.