নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাদিহা মৌ

মাদিহা মৌ › বিস্তারিত পোস্টঃ

বই কথাঃ ০৮ - ভাঙা জোছনা

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫১

আমি রিভিউ খুব ভাল লিখতে পারিনা। শুধু চেষ্টা করি পড়ার পরের প্রতিক্রিয়াটা ব্যক্ত করতে।



কাহিনী সংক্ষেপ

শিমুলডাঙা গাঁয়ে দুটো পাখি ছিল, সুখপাখি আর দুখপাখি। তাদের নিয়েই উপন্যাস ‘ভাঙা জোছনা।’ জোছনা কেন ভাঙবে? ভাঙা জোছনা বলতে কী বোঝায়? সে একেক জনের একেক অনুভূতি।
আমি শুধু জানি, একজন অতি সাধারণ জহিরের কথা। যার প্রিয়তম মানুষটিকে ছুঁয়ে জোছনা পূর্ণতা পেয়েছিল। শেষঅব্দি তার কেন মনে হল, জীবনের অনেক অনুভূতিই পূর্ণতাকে স্পর্শ করে অপূর্ণ থেকে যায়। ভরা জোছনা এক সময় রুপান্তরিত হয় ভাঙা জোছনায়, সে কেই বা জানে।
জানা নেই মনা পাগলার রোজকার ‘চইলা যাব’ একদিন কেন সত্যি হয়ে গেল। কেন সে চন্দ্ররাতে অপার দুঃখ নিয়ে দৌড়ে চলল কোন এক হাহাকারে, হারিয়ে যাবে বলে।
জানা নেই এই এক জনমে, কেন কিছু মানুষ ভুল ঠিকানায় বসত করবে জীবন ভর। যেই প্রশ্ন লালন করেই কাটিয়ে দেয় উদাসী বৈরাগ্য জীবন, সুজন মতি। এভাবেই কতশত অনুভূতি এক চান্নি পসর রাতে যেয়ে মেলে চন্দ্রআলোয়। যাকে ওরা নাম দিয়েছে, ‘ভাঙা জোছনা।’


পাঠ প্রতিক্রিয়া


গত কদিন ধরে থ্রিলারে ডুবেছিলাম। ভাবলাম এবারে খুন খারাবি ছেড়ে অন্য কিছুতে যাওয়া উচিৎ। চট করে মায়াময়ী লেখিকা তানিয়া সুলতানার ভাঙ্গা জোছনার কথা মাথায় এল। যার লেখার প্রতিটা বাক্যে থাকে মায়ার বুনট।
নাহ, মায়া'র কথা আর কিচ্ছু বলব না। ওটা বাদ দিয়ে বাকি কিছু লিখি।

ঠিক করেছিলাম, এই জীবনে হুমায়ূন আহমেদ ছাড়া আর কারো জীবনধর্মী বই পড়ব না। কিন্তু তানিয়াপুনের এই লেখনির সাথে পরিচয় হবার পর সেই প্রতিজ্ঞা ভাংতে বাধ্য হলাম।
একটা বইয়ের প্রতিটা শব্দ, বাক্য, চ্যাপ্টারে এতটা মমতা জড়ানো থাকতে পারে, ভাঙ্গা জোছনা না পড়লে কেউ জানবে না। বইটা শেষ করে টলটলে চোখ নিয়ে নির্জীব হয়ে বসে আছি। বুকচিড়ে একটা হাহাকার বের হল। তার কিছু অংশ বুকের ভেতরেই গুমড়ে মরছে। অথচ এই হাহাকারটা আবার অনুভব করার জন্যই হয়ত এই বইটা আবার পড়তে ইচ্ছে করবে।

লেখিকা চেয়েছিলেন বইটা পড়ে যেন লেখিকার অনুভূতিটুকু পাঠক অনুভব করে। আমি সেটুকু করেছি। মনা পাগলার বুক ফাঁটা আহাজারি ছুঁয়ে যাচ্ছে আমাকে। শেষ মুহূর্তে লিলির অনুভূতিটুকু নিজে অনুভব করছি।
খুব কষ্ট হচ্ছে। খুব।

টুকটাক ভুল ছিল। প্রুফ ভালোমত দেখা হয়নি। কিন্তু বইয়ের এই মায়ার সমুদ্রের মধ্যে ডুবে গেলে এগুলি খুব একটা সমস্যা করবে না।
ধুর ছাই! বলছিলাম মায়ার কথা বলব না আর। এসেই যায় কী করে যেন! বইটাই এমন। অসাধারণ বললে যথাযথ ব্যাখ্যা করা হবে না বইটার।

বই পরিচিতি

বইঃ ভাঙা জোছনা
লেখিকা: তানিয়া সুলতানা
প্রচ্ছদ: তানিয়া সুলতানা (হাতে আঁকা। দারুণ লেগেছে প্রচ্ছদটা)
পৃষ্ঠা: ১১২
মূল্য: ২০০
প্রকাশনীঃ লেখচিত্র প্রকাশনী
প্রকাশকালঃ বইমেলা-১৬
রেটিংঃ ৪.৭৫/৫

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:০৫

আলগা কপাল বলেছেন: আমি ফেলুদা ডাউনলোড করতাছি । ২০০ টাকা দিয়া বই কিনবার মত ক্ষমতা অয় নাই। ৮ম শ্রেণিতে থাকতে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কিনছিলাম ১৮০ টাকা দিয়া। সালমা প্রকাশনীর। এখানে আছে । পড়তে থাকেন। আমিও পড়তাছি

২৫ শে জুন, ২০১৬ রাত ৮:২৭

মাদিহা মৌ বলেছেন: আপনি পিডিএফ ভালোবাসেন, খুব ভালো কথা। পড়েন
পিডিএফ। আরেকজনকে পিডিএফ পড়ার সাজেস্ট করেন
কেন?

২| ২৫ শে জুন, ২০১৬ রাত ১১:৪৬

পুলহ বলেছেন: আপনার রিভিউ/ পাঠ-অনুভূতি যেটাই বলেন না কেন- আমি সুযোগ পেলেই ফলো করি। আপনি ভালো লেখেন এটা একটা কারণ, অল্প সময়ে একটা বই সম্পর্কে কিছুটা ওভারভিউ পাওয়া যায়- সেটা আরেকটা কারণ। এটা সম্ভব হয়েছে হয়তো আপনার পোস্টগুলোর আকার তুলনামূলক সংক্ষেপিত রাখার কারণে....
এ বইটা নিয়ে সম্ভবতঃ রক্তিম দিগন্ত ভাই একটা রিভিউ লিখেছিলেন, সেটাও ভালো লেগেছিলো।
শুভকামনা আপনার জন্য। পাঠ-অনুভূতি শেয়ার চলুক

২৬ শে জুন, ২০১৬ ভোর ৪:১৭

মাদিহা মৌ বলেছেন: আমি তো বরং শর্টকাট লেখার জন্য বকা খাই প্রায়ই।
এখন থেকে কেউ বকতে এলে উদাহরণ হিসেবে আপনার এই
মন্তব্য দেখাব। :P

৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এই লেখিকার কথা প্রথম জানলাম, ধন্যবাদ আপনাকে।

২৬ শে জুন, ২০১৬ ভোর ৪:১৯

মাদিহা মৌ বলেছেন: এটাই লেখিকার প্রথম বই। না জানাটাই স্বাভাবিক :)

৪| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বইটা পড়ার খুব আগ্রহ ছিল কিন্তু সংগ্রহ করা হয়নি

২৭ শে জুন, ২০১৬ রাত ১২:০৯

মাদিহা মৌ বলেছেন: ভাল বই। পড়ে দেখতে পারেন।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: "ভাঙা জোছনা" বইটির উপরে আপনার পাঠ প্রতিক্রিয়া পড়ে বইটি পড়তে ইচ্ছে হচ্ছে। মায়া মমতা আমার একটি প্রিয় প্রসঙ্গ। মায়া এবং মায়াবতীদের নিয়ে বেশ কয়েকটা কবিতাও লিখেছি।
আমিও এবারের বইমেলায় প্রকাশিত গুলতেকিন খান এর বই আজো, কেউ হাঁটে অবিরাম এর উপর একটা রিভিউ লিখেছিলাম, সেটা এখানে পড়ে দেখতে পারেনঃ নতুন বই এর পর্যালোচনা- আজো, কেউ হাঁটে অবিরাম

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১

মাদিহা মৌ বলেছেন: সময় করে রিভিউটা পড়ে ফেলব।

আপনি বইটা পড়ে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি।

৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৯

নাহিদ হাকিম বলেছেন: লেখিকার জন্য শুভকামনা। রিভিউটা ভালো হয়েছে, তবে আরকেটু লিখলে পূর্ণতা পেতো।ধন্যবাদ

০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭

মাদিহা মৌ বলেছেন: :(

আমি তো বলেছিই, রিভিউ লিখতে পারি না। শুধু মনের ভাবটাই লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.