নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিয়ে তেমন কিছু লেখার নেই।“ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়।”―Humayun Ahmed

ম্যাড মাক্স

স্বপ্ন থাকা খুবই জরুরি...স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না...সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...

ম্যাড মাক্স › বিস্তারিত পোস্টঃ

নতুন চার মৌল।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩০



তোমাদের রসায়ন বইখানা বদলানোর সময় এসেছে। পর্যায় সারণিতে যুক্ত হয়েছে নতুন চার মৌল। মৌল ১১৩, ১১৫, ১১৭ ও ১১৮ যুক্ত হয়েছে পর্যায় সারণির ৭ নম্বর সারিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (IUPAC) গবেষকেরা মৌলগুলকে সারণিতে যুক্ত করার ঘোষণা দিয়েছে। আপাতত ১১৩ মৌলকে আনআনট্রিয়াম, ১১৫ মৌল আনআনপেন্টিয়াম, ১১৭ মৌল আনআনসেপ্টিয়াম ও ১১৮ কে আনআনঅকটিয়াম নামে ডাকছে বিজ্ঞানীরা। এ মৌলগুলো আবিষ্কার করেছে জাপান, রাশিয়া ও যুক্তরাস্ট্রের বিভিন্ন বিজ্ঞানীরা।

সুত্রঃ দ্য গার্ডিয়ান ।

নতুন পর্যায় সারণি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

রানা আমান বলেছেন: সত্যি বলছি , কিছুই বুঝতে পারিনি ।

২| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি (২০১০ সালে) তখনইতো মৌলের সংখ্যা ১১৮টা ছিলো! এতোদিন পর নতুন চারটা মৌল আসার পর সংখ্যা কিভাবে ১১৮টাই থাকলো সেটাই বুঝতে পারলাম না।।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

ম্যাড মাক্স বলেছেন: তখন শুধু মাত্র ধারণা করা হয়ে ছিল এই মৌল গুলো আবিষ্কার হবে, আর বর্তমানে এই গুলো আবিষ্কত এবং IUPAC দ্বারা স্বীকৃত।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:১৬

শেয়াল বলেছেন: গুড

৪| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

ম্যাড মাক্স বলেছেন: আরে রাজীব ভাই! আপনি কোথা থেকে সেই আমার প্রথম পোষ্ট খুঁজে পেলেন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.