নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিয়ে তেমন কিছু লেখার নেই।“ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়।”―Humayun Ahmed

ম্যাড মাক্স

স্বপ্ন থাকা খুবই জরুরি...স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না...সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...

ম্যাড মাক্স › বিস্তারিত পোস্টঃ

আমার চোখে সেরা ১০ বাংলাদেশী ওয়েবসাইট

১০ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬



ইন্টারনেটে বাংলা ভাষায় তেমন একটা কন্টেন্ট ছিল না কিছু বছর আগেও। এখন হয়ত বিদেশী অনেক ভাষার থেকে আমরা অনেক পিছিয়ে আছি তবে সেই দিন অনেকটায় বদলে গিয়েছে। এখন বাংলা ভাষা অনেক সমৃদ্ধ ইন্টারনেট জগতে। সমানে পাল্লা দিয়ে বাড়ছে বাংলা ভাষায় ওয়েবসাইট। ব্লগে মাঝে মাঝেই দেখা যায় ওয়েবসাইট নিয়ে না না পোষ্ট তবে সেখানে বাংলাদেশী ওয়েবসাইট খুঁজে পাওয়া মুশকিল হয়ে পরে, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমার চোখে সেরা কিছু বাংলাদেশী ওয়েবসাইট এর অ্যাড্রেস। এখানে দেওয়া সব গুলো ওয়েবসাইট এ আমার বক্তিগত পছন্দের, তাই অনেকের এর মতের সাথে নাও মিলতে পারে। তাই আপনাদের বক্তিগত পছন্দ কমেন্টে জানাতে পারেন। এখানের অনেক ওয়েবসাইট হয়ত আপনাদের বক্তিগত পছন্দের সাথে মিলেও যেতে পারে।

১। দরকারি তথ্য মূলক ওয়েবসাইটঃ বাংলাদেশের সরকারী ওয়েবসাইট গুলো খুবই বাজে টাইপ হয়। অনেক স্লো, কম নিরাপত্তা সম্পূর্ণ আর কম তথ্যপূর্ণ। এত সবের মাঝেও একটা ওয়েবসাইট আছে, যেটা কিনা অনেক তথ্যবহুল। এই লিস্টে স্থান পাওয়া এক মাত্র সরকারী ওয়েবসাইট হচ্ছে 'বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন'। এখানে আপনারা দরকারি অনেক, হ্যাঁ মশাই ঠিক শুনেছেন অনেককক তথ্য খুঁজে পাবেন একী যায়গায়।



২। প্রযুক্তিঃ প্রযুক্তি বা টেক নিয়ে খুব কম ওয়েবসাইট আছে বাংলা ভাষায়। যাও আছে তা তেমন মান সম্মত নয়। তবে কিছু মাস আগে চালু হওয়া 'টেকহাবস' নামের ওয়েবসাইট টা আমার কাছে অসাধারন লাগে। নতুন নতুন সব প্রযুক্তি বিষয়ক টপিক অনেক অনেক সহজ ভাষায় বর্ণনা করা হয়। সাথে ফ্রী হিসাবে আছে না না টিপস অ্যান্ড ট্রিকস।



৩। কবিতাঃ বাংলা ভাষার কবিতা অনেক সমৃদ্ধ। যুগে যুগে আমরা পেয়েছি অসাধারন সব কবিদের। এমনকি আমাদের এই সামুতেই আছেন অনেক প্রতিভাবান কবি। কবিতা খুজতে আমি ব্যবহার করি 'বাংলা কবিতা' নামের এই ওয়েবসাইট টি কবিতা।



৪। বিনোদনঃ 'বায়োস্কোপ' নামের এই ওয়েবসাইট এ আপনি খুঁজে পাবেন বাংলা নাটক, সিনেমা, টিভি সিরিজ আর লাইভ টিভি চ্যানেল। এর সেরা বিকল্প অবশ্যই 'ইউটিউব' কিন্তু আজ আমি শুধু বাংলাদেশী ওয়েবসাইট নিয়ে কথা বলব, তাই ইউটিউব আউট অফ টপিক।



৫। মুভি রিভিউঃ প্রতিদিনই রিলিজ পাচ্ছে কোন না কোন মুভি। এই ব্যস্ত জীবনে সব কি আর দেখা সম্ভব? মোটেই না! তো সমাধান কি? সমাধান হচ্ছে রিভিউ। রিভিউ ভালো লাগলেই আমরা মুভিটা দেখতে পারি। 'বায়োস্কোপ ব্লগ' নামের ব্লগে শুধু মুভি না আপনি বিভিন্ন গান, নাটক, টিভি সিরিজ এমন সব কিছুর রিভিউ পাবেন।



৬। শিক্ষাঃ আমি এখন যেই ওয়েবসাইট টি নিয়ে কথা বলব তা ইতোমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক হারে সারা ফেলে দিয়েছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে 'টেন মিনিট স্কুল'। কঠিন কঠিন সব টপিক কি সহজ ভাবেই না ব্যাখ্যা করা আছে এই ওয়েবসাইটে! শিক্ষার্থীদের মাস্ট ভিজিট করা উচিত। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি হলেও আমাদের মত ছেলে বুড়দের জন্য ও আছে না না শিক্ষণীয় টপিক। বিশ্ব বিখ্যাত 'খান একাডেমী' এর থেকে কোন অংশে কম নয় 'টেন মিনিট স্কুল'।



৭। অন্য রকম খবরঃ আপনি কি বিস্ময়কর, অদ্ভুত, মজার, ভৌতিক বা শিক্ষণীয় খবর পড়তে ভালবাসেন? তবে আপনার জন্য সেরা ওয়েবসাইট হচ্ছে 'রোয়ার মিডিয়া' নামের এই ওয়েবসাইট।



৮। টিউটোরিয়ালঃ আপনি কি কম্পিউটার, প্রোগ্রামিং, ইংলিশ, ফোটোগ্রাফী, শুদ্ধ বাংলা বা এমন কিছু শিক্ষণীয় বিষয় শিখতে আগ্রহী? তবে আপনার জন্য আছেন প্রবাসী বাংলাদেশী আর বাংলাদেশী শিক্ষকদের প্রচেষ্টায় তৈরি 'শিক্ষক' নামের এই ওয়েবসাইট টি। এখানে আপনি ফ্রীতেই পাবেন শেখার সব ম্যাটেরিয়ালস।



৯। অনলাইন নিউজঃ বাংলাদেশে অনলাইন নিউজ মানেই মিথ্যা তথ্যে ভরপুর যৌন সুড়সুড়ি পূর্ণ সব সংবাদ। এসবের মধ্যে প্রথম ব্যতিক্রম হয়ে এসে ছিলো 'বিডি নিউজ ২৪ ডট কম'



১০। ব্লগঃ বাংলা ভাষায় অনেক গুলো ব্লগ আছে। কিছু কিছু এক সময় ব্যাপক জনপ্রিয় ও ছিল পাঠককূলের কাছে। কিন্তু কেন জানি সে সব ব্লগ হারিয়ে গিয়েছে কালের গর্ভে। কিন্তু একটি ব্লগ আজো টিকে আছে স্বগরিমায়। কে সেটা? কে আবার, আমাদের অতি প্রিয় 'সামু'!



শিরোনামের ছবিঃ গুগল

মন্তব্য ৭৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাছাইকৃত ১০টি ওয়েব সাইট
সংশ্লিষ্টদের কাজে আসবে।

১০ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

ম্যাড মাক্স বলেছেন: কাজে আসলেই লেখা সার্থক। ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১০ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

ম্যাড মাক্স বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

সিগন্যাস বলেছেন: bhootfm.com আমার পছন্দের একটা সাইট।রাতে ভয়ে শুনতে পারিনা তাই দিনে ডাউনলোড করে শুনি। =p~

১০ ই জুন, ২০১৮ রাত ১০:১০

ম্যাড মাক্স বলেছেন: ইউনিভার্সিটি লাইফে অন্ধকার রুমে একা একা শুনতাম ভূত-এফএম। দারুন লাগতো! তবে এক সময় বুঝতে শুরুকরলাম যে বেশীর ভাগ কাহিনীই বানানো গল্প ছাড়া কিছুই নয়। এরপর আর শোনা হয় না। ধন্যবাদ আপনাকে নিজের পছন্দ শেয়ার করার জন্য।

৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: ভালো মুল্যায়ন !!

১০ ই জুন, ২০১৮ রাত ১০:১১

ম্যাড মাক্স বলেছেন: ধন্যবাদ আপা।

৫| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪৩

ফাহিম সাদি বলেছেন: আরে ভাই নাকি !!! অনেক দিন পর । অনেক সুন্দর পোস্ট :D

১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪৭

ম্যাড মাক্স বলেছেন: আরে আরে ফাহিম ভাই যে! না ভাই অনেক দিন পর না। লাস্ট ৩ দিনে ৪ টা লেখা পোষ্ট করেছি। যাই হোক, কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে ভাই।

৬| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:০৩

কাইকর বলেছেন: সুন্দর পোস্ট। ধন্যবাদ আপনাকে

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: গুড পোষ্ট।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৩

ম্যাড মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:১০

আলআমিন১২৩ বলেছেন: অনেক ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: গ্রেট পোস্ট। ধন্যবাদ।
+।

১১ ই জুন, ২০১৮ রাত ৩:৪৫

ম্যাড মাক্স বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ ভাই।

১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:২৪

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল। উপকৃত হলাম। কৃতজ্ঞতা প্রকাশ।

১১ ই জুন, ২০১৮ রাত ৩:৪৭

ম্যাড মাক্স বলেছেন: আপনার ভাল লেগেছে আর উপকৃত হয়েছেন শুনে মনে হচ্ছে লেখা সার্থক হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ২:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!!! চমৎকার পোস্ট। (১০) টা বেশি ভাল লাগলো। পোস্টে লাইক +++ দিলাম।

১১ ই জুন, ২০১৮ রাত ৩:৫২

ম্যাড মাক্স বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ ভাই। আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। ভাল থাকুন সব সময়। ধন্যবাদ আপনাকে।

১২| ১১ ই জুন, ২০১৮ ভোর ৫:০০

কিশোর মাইনু বলেছেন: পাগলা ভাইকে ধন্যবাদ ওয়েবসাইটগুলোর খোজ দেওয়ার জন্য।

১১ ই জুন, ২০১৮ সকাল ৮:১২

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও ধ্যনবাদ মন্তব্য করার জন্য।

১৩| ১১ ই জুন, ২০১৮ ভোর ৬:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভালো পোষ্ট। বহুজনের কাজে আসবে।

শুভ কামনা রইল।

১১ ই জুন, ২০১৮ সকাল ৮:১৩

ম্যাড মাক্স বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা রইল।

১৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৮

টারজান০০০০৭ বলেছেন: ভালো লাগলো !

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:২৮

ম্যাড মাক্স বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ভাল থাকবেন। ধন্যবাদ।

১৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

এই রকম পোষ্ট আরও দিবেন।
ভালো লাগে। কাজে লাগে।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

ম্যাড মাক্স বলেছেন: আপনাদের যদি ভাল লাগে আর কাজে লাগে তবে অবশ্যই এই রকম আরও পোষ্ট দিব।

১৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয়তে নিলাম।

কাজে আসবে।

দারুন পোস্ট। ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

ম্যাড মাক্স বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ ভাই।

১৭| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সোজা প্রিয়তে।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫২

ম্যাড মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। অনেকেরই কাজে লাগবে।


ধন্যবাদ ভাই ম্যাড মাক্স।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

ম্যাড মাক্স বলেছেন: কারো কাজে লাগলেই লেখা সার্থক। আপনাকেও ধন্যবাদ ভাই।

১৯| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১

শামচুল হক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

ম্যাড মাক্স বলেছেন: পাঠের জন্য আপনাকেও ধন্যবাদ।

২০| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৬

সাহসী সন্তান বলেছেন: চেনা অচেনায় সাজানো পোস্ট! দু'একটা বাদে প্রায় সব গুলোই পরিচিত ঠিকানা...

তারপরেও ধন্যবাদ নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য! শুভ কামনা জানবেন!

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

ম্যাড মাক্স বলেছেন: পাঠের জন্য আপনাকেও ধন্যবাদ।

২২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২

শাহাদাত নিরব বলেছেন: ভালো কিছু ওয়েব সাইটের সাথে পরিচিত হলাম ।
সুন্দর পোস্ট ।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

ম্যাড মাক্স বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। মন্তব্য এর জন্য ধন্যবাদ।

২৩| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:০৪

মামদুদুর রহমান বলেছেন: ভাল লাগলো

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩

ম্যাড মাক্স বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম। মন্তব্য এর জন্য ধন্যবাদ।

২৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪

ম্যাড মাক্স বলেছেন: ধন্যবাদ ভাই।

২৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ আপনাকে...।নতুন ভালো কয়েকটি সাইটের সন্ধান পেলাম এই পোস্ট থেকে

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৬| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৪

সিগন্যাস বলেছেন: ভাইয়া আগে ভূতএফএ প্রচুর ইমেইল পড়া হতো।সেগুলো অধিকাংশই বানানো ছিল।কিন্তু এখন বেশিরভাগ ঘটনা সরাসরি স্টুডিওতে এসে লোকজন বলেন।তাই বানিয়ে বলার সম্ভাবনা এখন কমে গেছে।আর ভূতএফএম টিম ও অনেক সাবধানী হয়ে গেছে।এখন তারা ঘটনা নির্বাচনের আফে এর সত্যতা যাচাই করে।বিশ্বাস নাহলে গত সপ্তাহের এপিসোড টা শুনুন।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

ম্যাড মাক্স বলেছেন: ইনফরমেশন দেবার জন্য ধন্যবাদ ভাই। সময় করে একদিন শুনব। ভাল থাকবেন।

২৭| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

ফ্রিটক বলেছেন: কমেন্ট করে লিস্টে রাখলাম, পরে ওয়েবগুলি দেখব। ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ম্যাড মাক্স বলেছেন: আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে দেখে নিয়েন। আপনাকেও ধন্যবাদ।

২৮| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাম্বারিং কি র‍্যানডম?

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ম্যাড মাক্স বলেছেন: জ্বী ভাই, নাম্বারিং র‍্যানডম।

২৯| ১১ ই জুন, ২০১৮ রাত ৮:১৫

সোহানী বলেছেন: খুবই প্রয়োজনীয় পোস্ট। অসংখ্য ধন্যবাদ। ফলো করলাম আরো কিছু জানার আশায়।

১১ ই জুন, ২০১৮ রাত ৮:২৮

ম্যাড মাক্স বলেছেন: ফলো করলাম আরো কিছু জানার আশায়।
আপু, আপনার মত সিনিয়র ব্লগার কারও কাছে এমন কিছু শোনা সত্যিই অনেক অনেক উৎসাহজনক আমাদের মত নতুনদের জন্য। আপনার এই লাইন আরো কিছু লিখতে উৎসাহ যোগাবে সব সময়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৩০| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮

তারেক ফাহিম বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট।

১১ ই জুন, ২০১৮ রাত ১০:৫০

ম্যাড মাক্স বলেছেন: প্রয়োজনে লাগলেই লেখা সার্থক। ধন্যবাদ আপনাকে।

৩১| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮

জ্ঞান পাগল বলেছেন: টেকটিউনস কোথায়?

১১ ই জুন, ২০১৮ রাত ১০:৪৯

ম্যাড মাক্স বলেছেন: কিভাবে ৫ মিনিট সময় ব্যায় করে ১০০ ডলার ইনকাম করবেন, কিভাবে ২ মিনিটে যে কার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন, প্রেমিকা গোপনে কি করছে তা জানুন ঘরে বসে... এমন অসংখ্য ভুয়া ভুয়া পোষ্টের মাঝে কাজের পোস্ট খুঁজে পাওয়াই কঠিন হয়ে গিয়েছে। তাই টেকটিউনসকে প্রিয় তালিকায় রাখতে পারলাম না বলে দুঃখিত। তবে এক সময় টেকটিউনস বেষ্ট ছিল।

৩২| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৪৩

ত্রিকোণমিতি বলেছেন: Roar এ অনেক ভুল তথ্য পোস্ট করে।
যাই হোক, ওয়েবসাইট গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

১২ ই জুন, ২০১৮ রাত ৩:৪৭

ম্যাড মাক্স বলেছেন: অদ্ভুত আর মজার খবর হিসাবে রোয়ার পড়া উচিত সিরিয়াস হিসাবে নয়। আপনার তথ্যের জন্য ধন্যবাদ।

৩৩| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৫৮

মায়ের ভালবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .।।

১২ ই জুন, ২০১৮ রাত ৩:৪৯

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:২৫

সাখাওয়াত ইমন বলেছেন: ধন্যবাদ,বেশ ভালো লিখেছেন।

১২ ই জুন, ২০১৮ রাত ৩:৫০

ম্যাড মাক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৩৫| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: তথ্য সমৃদ্ধ পোষ্ট ভালো লাগলো ।

১৩ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮

ম্যাড মাক্স বলেছেন: আপনাদের ভাল লাগলেই লেখা সার্থক। ধন্যবাদ আপনাকে।

৩৬| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

সৌরভ ঘোষ শাওন বলেছেন: চমৎকার পোস্ট । প্রিয়তে নিলাম।

৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

বাংলাকোষ বলেছেন: অসাধারণ লিখনী ।
এমন লিখা আরো চাই লেখকের কাছে বাংলা কোষের অনুরোধ ।

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১

সুজানা কন্দক বলেছেন: ধন্যবাদ, আমার দেখা এনবাংলা ওয়েবসাইটিও খুব কার্যকরী বাংলাদেশে বিসনেস সম্পর্কিত তথ্য জানতে।

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৮

নাজিরুল ইসলাম নকীব বলেছেন: বাংলা ভাষায় আরও অনেক চমৎকার চমৎকার ওয়েবসাইট রয়েছে। তারমধ্যে আইটি নির্মাণ, ইকরা বাড়ি, ট্রিকবিডি, ইত্যাদি। এগুলোকেও লিস্টে রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.