নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

জল-জোছনায় বৃষ্টি চাই

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯



-জল-জোছনায় বৃষ্টি চাই
-গালিব আফসারী

আর কতদিন বাঁচতে হবে? এভাবে?

বৃষ্টি নেই, বৃষ্টি ছাড়া যায় কি বাঁচা
যায় কি বাঁচা? শুষ্কহৃদয়, শুষ্কপ্রায় জীবন জরা
আর কতদিন থাকতে হবে বৃষ্টি ছাড়া?

বৃষ্টি ছাড়া মন মরু হয়, বন মরে যায়, ক্ষণ ঝরে যায়
বৃষ্টি ছাড়া সব ক্ষয়ে যায়। সব বয়ে যায়। শেষ হয়ে যায়।

জল জোছনার রাত্রি জুড়ে বৃষ্টি নেই, বৃষ্টি নেই
ছল জলচর মৎস্যখামার, ছাতি নেই
কাদামাখা পিছলে যাওয়া রাতি নেই, বৃষ্টি নেই
মেঠোপথে এঁটোকাঁটা পানি নেই, প্রায় ডুবন্ত দিঘী নেই
বৃষ্টি নেই।

বৃষ্টি ছাড়া যায় কি বাঁচা, এভাবে?
যেমন মাছ জল ছাড়া তার স্বভাবে,

আর কতদিন বাঁচতে হবে, এভাবে
আর কতদিন....
আর কতদিন?
যেমন পাখি ডানা ছাড়া, এই স্বভাবে?

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
দশে আট দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.