নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

নিদাহাস ট্রফিতে বাংলাদেশের অপমান - কয়েকটি ফ্যাক্ট

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১




প্রথম ঘটনাঃ
শ্রীলংকানরা ভেবেই বসেছিলো যে আজ তারাই জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। এ উপলক্ষে তারা অনেক প্রস্তুতিও করে রেখেছিলো। যেমন, আমন্ত্রিত অতিথিদের গাড়িতে শ্রীলংকা-ইন্ডিয়া ফাইনাল খেলার স্টিকার লাগিয়ে দেয়া। গতকালকের ম্যাচ শুরুর আগেই এমন অনেক স্টিকার গ্যালারির আশেপাশে ও আমন্ত্রিত অতিথিদের গাড়িতে লাগানো হয়েছিলো, যেখানে দেখা যাচ্ছে INDIA vs SRI LANKA T20 Final on 18th march লেখা।

এটা অনেক দুঃখজনক একটা ঘটনা এবং লজ্জাজনক ব্যপার। খেলা হওয়ার আগেই ফলাফল ঠিক করে রাখা এবং স্টিকার ছাপানো একটা গর্হিত কাজ বলেই মনে করি। এটা দ্বারা যে বাংলাদেশকে অপমান করা হয়ে তা সামাজিক মাধ্যমগুলোতে এর প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়।

দ্বিতীয় ঘটনাঃ
গতকালকের ম্যাচে সবগুলো আম্পায়ারই ছিলো শ্রীলংকান, একজনও বাইরের কেউ ছিলো না। এমনকি ম্যাচের শেষের দিকে আম্পায়ারদের অপেশাদারিত্বমুলক আচরণ দেখে ক্রিকেট প্রেমীরা হতাশ হয়েছেন।
খেলার শেষের দিকে নো বল বিষয়টা নিয়ে আম্পায়াররা অসাদাচরণ করেছেন, যার জন্য সাকিব আল হাসান ম্যাচ প্রত্যাহার করে নিতে ধরেছিলো।

তৃতীয় ঘটনাঃ
যুদ্ধ-ত্যাগে কালকের ম্যাচটা অবিশ্বাস্য আনন্দের সাথে জয় পেলো বাংলাদেশ। পুরো বাংলাদেশ যখন এই সেলিব্রেশনে মত্ত এবং ক্রিকেটাররা আনন্দে বিভোর ঠিক তখন শ্রীলংকান সাপোর্টাররা টাইগার্সদের ড্রেসিংরুমে ভাঙচুর চালায়। জানালার কাঁচ ভেঙে ফেলে, ঢিল ছোড়ে!

চতুর্থ আরেকটি ঘটনা গত শনিবারের রেকর্ড ম্যাচের। যেটাতে শ্রীলংকার সাথে আমরা রেকর্ড রান চেজ করে জিতলাম। কিন্তু সেখানেও জেতার পরে বাংলাদেশী সাপোর্টারদের উপর বর্বরভাবে হামলা চালায় শ্রীলংকানরা! মারধোর করে বাংলাদেশীদের।

এই কয়েকটি ঘটনাকে আমরা হয়ত বলবো লংকানদের অতি উত্তেজনার ফল কিংবা তাদের খেয়ালিপনা। খেলাচ্ছলে উত্তেজিত হয়ে এসব করেছে তারা।
কিন্তু যদি অন্যভাবে দেখি ঘটনা কয়েকটিকে তাহলে সহজেই মেনে নিতে পারবোনা এসব ফ্যাক্ট। ক্রিকেটে অসদাচরণ কিংবা সমর্থকদের উপর হামলা খুব কমন ব্যপার কিনা তা জানিনা। কারণ খেলা একটু কম দেখি আমি। কমন হোক কিংবা না, এসব আচরণ বরদাস্ত করা দেশের পক্ষে লজ্জাজনক। যেখানে ফাইনালে একটা পুরো দলকে গুণতিতে ধরা হয়না, যেখানে বিজয়ী দলের সমর্থকদের উপর হামলা করা হয়, হামলা করা হয় খেলোয়ারদের ড্রেসিংরুমে সেখানে আমাদের এই দেশকে হেয় করা হয়, অপমান করা হয়। আমরা মুখ বুজে বসে থাকি।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ দলের অপমান আজ নতুন নয়। এর আগেও অনেক ক্ষেত্রে এদেশকে হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে। তবে আমাদের ভরসা টাইগার্রা এর জবাব ব্যাটে বলে দিচ্ছে, এটা আমাদের একমাত্র পাওয়া। বিসিবি কিছু করবে বা দেশ প্রতিবাদ জানাবে সে আশা খুব কমই করে বিডিক্রিকেট সাপোর্টাররা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, বিশেষ করে শেষের কথাগুলো।
বোর্ড পর্যায়ে বাংলাদেশের এর প্রতিবাদ করা উচিত।
পোস্টে ভাল লাগা + +

২| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫০

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।

বোর্ড রা শব্দও করেনা।

৩| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৪

বারিধারা ৩ বলেছেন: শ্রীলংকায় এখম মুসলিম বিদ্বেষ চলছে। আর বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, তাই বাংলাদেশের দর্শক বুলু চন্দ্র ঘোষও মারের হাত থেকে রক্ষা পায়নি। শ্রীলংকা ইন্ডিয়া ভাই ভাই, এর মধ্যে বাংলাদেশ কেন ঢুকল - এই জ্বলাতেই তারা জ্বলে পুড়ে শেষ।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

গালিব আফসারৗ বলেছেন: শ্রীলংকা এখনো কলিযুগেই রয়ে গেলো। এসব দেখে তাই মন্তব্য আসে।
মাঠের বাইরে যাইই হোক, মাঠে অন্তত আমাদের দেশের দর্শকদের দ্বারা এমন অসদাচরণ পাবেনা কোন দল।

৪| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


খেলাটা দেখার মাঝে যেন আনন্দ থাকে, মনকে সজীব করে, এটুকু

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

গালিব আফসারৗ বলেছেন: চাঁদ ভাই, এই আনন্দ-সজীবতা মনে নেয় শুধু বর্বররা , ওরা বর্বর।

৫| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৮

ডায়োজেনিস বলেছেন: বিসিবির পদক্ষেপ জরুরী।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০

ডায়োজেনিস বলেছেন: ক্রিকেটে দিন দিন শ্রীলংকার অসদাচার বেড়ে যাচ্ছে, দেখছি

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

গালিব আফসারৗ বলেছেন: হুম। এরকমই হচ্ছে। X(

৭| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: ফাইনাল আমরা জিত্তে চাই।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

গালিব আফসারৗ বলেছেন: ইনশাল্লাহ জিতব রাজীব ভাই

৮| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: ফাইনালে জিতে এইসবের সঠিক জবাব দেওয়া হবে।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

গালিব আফসারৗ বলেছেন: জিতবোই তবে।

৯| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

বনসাই বলেছেন: এক। ড্রেসিং রুমের ভাঙ্গা গ্লাসের জন্যে দায়ী বাংলাদেশী একজন খেলোয়াড়; অতি উত্তেজিত হয়ে গ্লাস ডোর অসাবধানে ভেঙে ফেলেছে।

দুই। বাংলাদেশী দর্শকদের উপর শ্রীলংকানদের আক্রমণ কোনো অবস্থায়ই গ্রহণীয় নয়; তবে কথা হলো তাদের মতো একই আক্রমণ আমরা করেছিলাম একজন ভারতীয়ের উপর মিরপুর স্টেডিয়ামে যিনি তার দেশের পতাকার রঙে নিজেকে সাজিয়েছিলেন।

তিন। স্টিকার দেখে মজা পেলাম। এখন শ্রীলংকানদের সাটানো স্টিকার তুলতে হবে। এ যে গোঁদের ওপর বিষ ফোঁড়া।

চার। ফাইনালে কোনো শ্রীলংকান ও কোনো ভারতীয় আম্পায়ার রাখা চলবে না।

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

গালিব আফসারৗ বলেছেন: গুড কমেন্টস। ধন্যবাদ।

১০| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫

আবু তালেব শেখ বলেছেন: বনসাই কি গ্যালারী কিংবা মাঠে ছিল নাকি? ওনার চোখে অবিচারটা ধরা পড়ছে না। ইন্ডিয়া শ্রীলংকার আম্পায়ারদ্বয়ের মত বাঁশ দিয়েছিল তা মনে নেই মিঃ বনসাই?

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

গালিব আফসারৗ বলেছেন: আমি মিঃবনসাইয়ের সাথে বিতর্কে যাইনি।
যেভাবে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা করেছিলো তারা আর ড্রেসিংরুম ভাঙচুর করেছিলো তার জবাব নেই।

১১| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

আবু তালেব শেখ বলেছেন: সঠিকভাবে তুলে ধরেছেন বিষয়টা

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫২

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

সেয়ানা পাগল বলেছেন: ড্রেসিং রুমের কাঁচ ভেঙ্গেছেন বাংলাদেশী ক্রিকেটার ভুল করে। বাংলদেশ টিম ম্যানেজমেন্ট তারজন্য দুঃখ প্রকাশ করে এবং ক্ষতিপূরণ দেবেন বলেছেন ।

১৩| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

গালিব আফসারৗ বলেছেন: কেবলমাত্র দেখলাম, এখনো তদন্ত চলছে।

১৪| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশ প্রেম আর ক্রিকেটিও উত্তজেনা এক হতে পারে না।
এজন্য সকল জাতির সঠিক শিক্ষা , সহনশীলতা আবশ্যক।
জাতি হিসাবে আমরা আমাদের সুনাম বজায় রাখব এটাই আমাদের কাম্য।
নিয়তি তাদের তাৎক্ষনিক শিক্ষা দিয়েছে। এখন প্রয়োজন আনুষ্ঠানিক
লিখিত প্রতিবাদ করে পক্ষপাতদুষ্ট আম্পায়ারদে র দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা নেয়া।
ক্রিকেটে ভারত বর্তমানে শক্তিশালী দল , বাংলাদেশ ক্রিকেটিও টিম স্পিরিট পারে দলকে জিতিয়ে আনতে
আমি সেই শুভকামনা করছি।........আপনার লেখাটার জন্য ধন্যবাদ।।
.........................................................................................

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

গালিব আফসারৗ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১৫| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১

শাহিন বিন রফিক বলেছেন: শ্রীলংঙ্গা টিমে যখন রানাতুঙ্গা অধিনায়ক ছিল আমার মনে হত পৃথিবীর সবচেয়ে ভদ্র টিম দেখছি। কিন্তু এখন ওরা ভারত আর অষ্টলিয়ার মত উগ্র হয়ে যাচ্ছে।

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

গালিব আফসারৗ বলেছেন: দিন দিন এই অসভ্যতামি বেড়েই যাচ্ছে ওদের। আর খেলাটার ভিতরেও জাতিভেদ প্রথা, সাম্প্রদায়িকতা ঢুকিয়ে ফেলেছে।

১৬| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

কালীদাস বলেছেন: জগন্নাথ আর ঢাকা ভার্সিটি থিক্যা দুই প্লেন পুলাপান গেলে এইসব আম্পায়ার ফাম্পায়ার কৈ ভাইস্সা চইল্লা যাইত X(( ঠিক না মেয়াবাঈ?

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০

গালিব আফসারৗ বলেছেন: জবি, ঢাবির পোলাপাইন যুক্তিযুক্ত কাজই করে মেয়াবাঈ। আপনার খোঁটানো বুঝলাম না তয়।

১৭| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

তারেক ফাহিম বলেছেন: ফাইনালে জিতলেই হয়।

১৮| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাইনালে জিতে এর যথাযথ জবাব দেয়াতেই মধুর প্রতিশোধ নেয়া হবে।

খায়রুল আহসান আর স্বপ্নের শঙ্খচিল এর মন্তব্যে সহমত

+++

১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ, আমিও সহমত।

১৯| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৫

মনিরুল হাসান বলেছেন: শেষ ওভারের ঘটনায় খেলোয়াড় হিসেবে সাকিব আর নুরুলকে জরিমানা করা হলো, কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে আম্পায়ারদের কোনো জরিমানা বা শাস্তি হলো না কেন মাথামুন্ডু কিছু বুঝলাম না।

২০| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: "ড্রেসিং রুমের কাঁচ ভেঙ্গেছেন বাংলাদেশী ক্রিকেটার ভুল করে। বাংলদেশ টিম ম্যানেজমেন্ট তারজন্য দুঃখ প্রকাশ করে এবং ক্ষতিপূরণ দেবেন বলেছেন ।"

কাচভাংগা যদি ভুল করে হয়ে থাকে এবং বাংলাদেশ যদি দুঃখ প্রকাশ করে যথাযথ ক্ষতিপূরন দেয় তবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য শ্রীলংকা এত বাড়াবাড়ি করছে কেন? এইসব দেশে মানুষজনের যাওয়াই উচিত নয়।

২১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

মোস্তফা সোহেল বলেছেন: সাকিব খেলা বয়কট করতে চেয়ে ঠিক কাজই করেছিল।

২২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

হাঙ্গামা বলেছেন: শালার জাইল্লার জাত দিন দিন বাড়াবাড়ি বেশি করতেসে।
আমরা ও যদি কোনদিন বাংলাদেশ শ্রীলঙ্কার খেলায় বাংলাদেশে বইসা শ্রিলঙ্কানদের হাড্ডি ভাইঙ্গা দেই তখন দোষ কার হবে?
আর শ্রীলঙ্কান দলে আম্পায়াররা সহ খেলসে। এইরকম ছ্যাঁচড়ামি জিন্দেগিতে দেখি নাই।

২৩| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: 8-| পোস্টটি ভালো।

২৪| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০

মুদ্‌দাকির বলেছেন: স্টিকারটা দারুণ !!! হা হা হা......। রাখে আল্লাহ মারে কে?

২৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফাইনাল হয়ে গেল...............................................................!!!
বাংলাদেশ ক্রিকেটিও টিম স্পিরিট দলকে জিতিয়ে আনতে অনেক চেষ্টা করল,
জয়ের বন্দর এ চলে আসল, কিন্তু .......
লাষ্ট বল হেরে গেল কেন ???
আরও অভিজ্গতা/ ষ্টেমিনা দরকার।
..........................................................


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.