নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ \"ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা\" বইমেলা \'১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

গালিব আফসারৗ

সাধারণ নৌকার অসাধারণ মাঝি

গালিব আফসারৗ › বিস্তারিত পোস্টঃ

একটি ফেসবুক স্টাটাস এবং শত সহস্র গালাগালের তুবড়ি (ধর্মান্ধ বাঙালীর কথা)

২৩ শে মে, ২০১৮ সকাল ৭:৪০



একদিন আগে, আমি আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট দিই।
সম্প্রতি সৌদি ফেরত ৬৬ জন বাংলাদেশী গৃহকর্মীর সাথে হওয়া নির্মম যৌন নির্যাতনের প্রেক্ষিতে।
সৌদির অধিকাংশ ধনকুবের-ই মনে করে যে, তাদের বাসায় কাজ করতে আসা ভিনদেশী মেয়েরা হলো দাসী, এই দাসীর সাথে যথেচ্ছা ব্যবহার করা যাবে, এবং এদের সাথে যৌন মিলনেও কোন বাঁধা নেই। তাই তারা এই বিদেশ থেকে পেটের দায়ে কাজ করতে যাওয়া অসহায় মেয়েদের একবার পিতা, আরেকবার ছেলে মিলে ধর্ষণ করে। এবং ইসলামের লেবেল মেরে এটাকে তারা বৈধ করে নেয়।
যেহেতু দাসীদের সাথে যৌন মিলন করা ইসলামে বৈধ ছিলো, এই প্রেক্ষাপট ধরে তারাও কাজের মেয়েদের দাসী ভাবে আর তাদের সাথে মিলনে নেমে পরে, নির্মমতার চরম দৃষ্টান্ত।

আমাদের দেশ থেকে প্রতি বছরই অনেক সংখ্যক মহিলা সৌদিতে কাজ করতে যায়, গৃহকর্মী হয়ে। কিন্তু এই মেয়েদের সাথে সৌদির কুলাঙাররা নির্মম অমানবিকতার দৃষ্টান্ত দেখায়। আর তারপর, পেটের দায়ে অসহায় হয়ে নিজের পরিবার পরিজন, এলাকা দেশ ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে বিদেশে চলে যাওয়া মেয়েরা এমন নির্মমতার স্বীকার হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়, এবং ফিরে এসে যখন তাদের সেই করুণ কাহিনী বর্ণনা করে টিভিতে, পেপারে; তখন আমার দু চোখ বেয়ে পানি পরে। খুব কষ্ট লাগে।

আর এই অনুভূতির কথা ব্যক্ত করতে যখন আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট দেই, সৌদিদের নিন্দা করে, দাসীর সাথে সেক্স করার বিষয়ে ব্যাঙ্গ করে, তখন আমি আমার ধর্মান্ধ ফেসবুক বন্ধুদের কাছে খারাপ মানুষ বলে গণ্য হই। তারা আমাকে ইসলাম বিদ্বেষী বলে গালাগালির পাহাড় ছুড়তে থাকে। এমন অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে, কমেন্ট করতে থাকে যে আমি খুব হতাশ হয়ে যাই।
এমনকি আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত অপরিচিত অনেকে মিলে আমাকে মারার প্লান করতে থাকে, আমাকে হুমকি দিতে থাকে।

আধুনিক এই সভ্য সমাজে বসবাস করেও আমরা কতোটা নীচু মনা, সৌদিকে গালি দিলে আমাদের ধর্মে আঘাত লাগে, ইসলামের একটা বিষয় নিয়ে কথা বললে তাদের পছন্দ না হলে গালাগাল করে, মারার হুমকি দেয়।
আমরা আর তাহলে সভ্য হতে পারলাম কই। এ থেকে তো আইয়ামে জাহিলিয়াত মন্দ ছিলো না মনে হয়।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:১১

সনেট কবি বলেছেন: ইসলামের নামে কারো অপকর্ম জায়েজ করা যাবে না। দাসী আর কাজের মেয়ে এক নয়।

২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫৫

গালিব আফসারৗ বলেছেন: হুম। এখানে ওদের অপকর্ম জায়েজ বলিনি বরং ব্যাঙ্গ করেছি।

২| ২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ওদের ধর্ম তো এমনি, ইসরাইলের ফিলিস্তিন হত্যাকান্ডে ওরা টু শব্দটি করে না।

২৩ শে মে, ২০১৮ সকাল ৮:৫৫

গালিব আফসারৗ বলেছেন: আমেরিকা আর ক্ষমতার পা চাটে শুরু ওরা।

৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০১

সনেট কবি বলেছেন: আপনি জায়েজ বলেছেন, আমিও সেটা বলিনি। যারা তাদের অপকর্ম জায়েজ করতে চায়, আমি তাদের কথা বলেছি। আমাদের মেয়েদের সাথে তাদের আচরণ আমি তীব্রভাবে ঘৃণাকরি।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪১

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ ভাই। সৌদির এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ হোক বাঙালীর।

৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: সৌদি জন্ম থেকেই একটা বর্বর রাষ্ট্র।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪০

গালিব আফসারৗ বলেছেন: হ্যা রাজীব ভাই। তবে বাঙালি এটা মানতে নারাজ।

৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২১

মোগল সম্রাট বলেছেন: সৌদি আরবে গৃহ কর্মী হিসাবে দেশের সাধারন মহিলাদের না পাঠিয়ে বাংলাদেশের পতিতালয়ে যে সব যৌন কর্মী রয়েছে তাদের সরকার ওখানে সরকারী খরচে পাঠাতে পারে তাতে দেশের রেমিটেন্স প্রবাহের নতুন দ্বার উম্মোচন হবে(!) কারন যৌনকর্মে তারা অব্যস্থ। এতে রাজায় প্রজায় শান্তিতে বসবাস কায়েম হবে।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪২

গালিব আফসারৗ বলেছেন: বাহ! ভালো প্রস্তাব দিলেন তো বটে ভাই।
এমন হলে ভালোই হয় তবে।

৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দাসী বা গৃহকর্মীর সাথে একসময় যৌন কর্ম বৈধ থাকলেও পরবর্তীতে অবৈধ করা হয়েছে। ইসলাম সম্পর্কে ভালো করে না জেনে বা অল্প জেনে কথা বলা ঠিক না।
এমবিবিএস পাশ না যেমন রোগীর প্রেসকিপশন করা বৈধ নয় তেমনি মুফাচ্ছির বা মুহাদ্দিস কিংব ফকিহ্ না হয়ে ফতোয়া দেওয়া ঠিক না। তারপরও অনেকে ফতোয়া দেয়।

যাই হোক, আপনি বলেছেন, সৌদিকে গালি দিলে আমাদের ধর্মে লাগে। এই কথাটি ঠিক নয়। রাসুল (সাঃ) সহ ইসলাম ধর্মের স্পর্শ কাতর বিষয়গুলিকে নিয়ে মন্দ মন্তব্য করলে তবেই আমাদের ধর্মে আঘাত লাগে।
সৌদিতে এক সময় জাহেলিয়াতের যুগ ছিল। রাসুল (সাঃ) এর প্রচেষ্টায় জাহেলিয়াত দূরীভুত হয়েছিল। এখন তারা পুনঃরায় গুমরাহর দিকে প্রত্যাবর্তন করছে।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩

গালিব আফসারৗ বলেছেন: এই পুনরায় গুমরাহের দিকে প্রত্যাবর্তন নিয়েই ব্যাঙ্গ করেছি পোস্টে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আইয়্যামে জাহেলিয়াত যুগে- আরবে দাসীদের সাথে যৌনাচার খুব স্বাভাবিক একটা বিষয় ছিলো। সমাজ হুট করে বদলানো যায় না, আস্তে আস্তে একটু একটু করে বদলায়।

সৌদিদের এহেন কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। যারা এসব অপকর্ম সমর্থন করে তারা ইসলামের ই ও বুঝে না।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪

গালিব আফসারৗ বলেছেন: ঠিক বলেছেন জুনায়েদ ভাই।

৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবাই তো তোমার মত বীর বাহাদুর নয়!;) এমন দুইলাইনের অসম্পুর্ন কথা লিখলে তো ঝামেলা হবেই?:(
সাবধান! শেষে অঘটন কিছু হয়ে গেলে পরিবার ও দেশের ক্ষতি।:(


এসব নিয়ে না থেকে পজিটিভ কিছু লিখ! যাতে সমাজ, দেশ ও জাতীর উপকার হয়।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০২

গালিব আফসারৗ বলেছেন: উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ।

৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:১৭

আবু তালেব শেখ বলেছেন: ওদের বিকৃত মস্তিষ্কর জন্য একদিন পতন হবে। শালারা পেটের দায়ে বান্দিগিরি করছে জেনেও ছাড়েনা

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

গালিব আফসারৗ বলেছেন: সৌদিরা শুধু টাকা মদ আর বিলাসিতায় বিশ্বাসী, মানবিকতায় না।

১০| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

ব্লু হোয়েল বলেছেন: সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। [সূরা বাকারাঃ আয়াত: ১৭৭]

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৫

গালিব আফসারৗ বলেছেন: পবিত্র কোরানের সুন্দর একটি আয়াত উপস্থাপনের জন্য ধন্যবাদ ভাই।

১১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২১

কানিজ রিনা বলেছেন: ইসলাম প্রতিষ্টায় যখন বেদুইন কোরাইশ
ইহুদীরা হযরত মোহাঃ সঃ উপর যুদ্ধ
চাপিয়ে দিত তখন মুসলমনেরা সেই যুদ্ধ
অংশ গ্রহনকারী পুরুষরা সহীদ হলে
তাদের স্ত্রী সন্তানাদী অসহায় হয়ে পড়লে
তাদের স্থান দেওয়া হত যেসব সচ্ছল
পুরুষের জিম্মায়। তখন সে সব নারীরা
দাসী হয়ে যেত এবং সেসব নারীদের রক্ষায়
সর্বসম্মতিতে নিয়ম বাতলিয়ে দেওয়া হোল
দাসীদের বাসস্থান খাওয়া পড়া ও সম্মান
রক্ষার্থে কেহ যদি মনে করে তাদের বিবাহ্
করে রাখতে পারেন। এখন কথা হোল তা
কি হাদীসে বলবত রাখা ছিল বা আইনত
এ নিয়ম বলবত করা হয়েছিল? এখনতো
ইসলাম প্রতিষ্ঠায় কোনও যুদ্ধ হয়না তাহলে
দাসী প্রথা দেখিয়ে কেন ধর্ষন রাহাজানী
করা হবে। যখন দাসী প্রথা চালু করা হয়েছিল
তখন কি দাসীদের জোর করে ইজ্জত কেড়ে
নেওয়া হোত?
তখন দাসীদের বিবাহ করার অনুমতি থাকলেও
নিজ স্ত্রীর সম্মান ক্ষুন্ন করার অধিকার দেওয়া
হয় নাই। এমন কি দাসীরা কোনও সম্পত্তি
উত্তারাধীকার আইন ছিলনা। তাদের সন্তানেরাও
না। মানবিকতায় কখনও কখনও দাসীর সন্তান
সম্পত্তি পেত নিজ স্ত্রী বা প্রথম স্ত্রী সন্তানের
সন্তানের সম্মতি ক্রমে।
এখন সেইসব প্রাচীন নিয়ম নীতির দোহায়
দিয়ে চরিত্রহীনরা নিজেদের চরিত্রকে চরিতার্থ
করার জন্য ইসলামের কলংক দিয়ে বেড়াচ্ছে।
ইসলামে চারটি বিয়ে করার অনুমোদন নিয়ম
এই দাসী প্রথার যুগে চালু হয়েছিল।
এখনও সেই নিয়মে যতসব চরিত্রহীনেরা
দৈহিক কামনায় চারটি বিয়ের নিয়ম দেখিয়ে
হরেক কায়দায় নিজের স্বার্থ চরিতার্থ করে
বেড়ায়। আসলে হাদীসটা কিভাবে বিশ্লেসন
করা আছে তা কখনও পড়ে দেখা তো
দুরে থাক এসব স্বার্থবাদীরা ঠিকমত নামাজ
ইসলামের রীতিনীতি মানেনা।
যতসব চরিত্রহীন বদমাইস বহুগামী পুরুরা
শুধু এই চার বিবাহের নিয়ম ধরে বিবাহ্
করায় পারদর্শী।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

গালিব আফসারৗ বলেছেন: সৌদিদের কাছে ইসলাম আজ শুধু কিতাবি। ধনকুবেররা পারে শুধু মদ জুয়া আর নারী নিয়ে বিলাসিতা করতে।

বিদেশ থেকে যাওয়া গৃহকর্মীদের তারা দাসীর মত ব্যবহার করে। অথচ ইসলাম কত সহজ সমাধান দিয়েছে সবকিছুর, তারা এটাকে আরও জটিল করতে চায়।

১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪১

ব্লু হোয়েল বলেছেন: ইসলামে কোন মহিলার জন্য মাহরাম ব্যতিত একাকী সফরের অনুমতি নেই । সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৮।
এমনকি একজন নারীর উপর ফরয হজ্জের উদ্দেশ্যেও মক্কাতে একাকী সফর নিষেধ ।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫২

গালিব আফসারৗ বলেছেন: তাহলে তো কোন নারী কাজের উদ্দেশ্যে অন্য কারো গৃহে যেতে পারবেনা, এ হাদীস দ্বারা।।

১৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০২

খনাই বলেছেন: ইসলামকে টেনে আনলেন কেন এর মধ্যে ? সৌদিরা যা করে সারা পৃথিবীর মুসলিমরা কি তাই করে ? বাংলাদেশেওতো কত বাসায়ইতো মেয়েরা কাজ করে | তাদের ক্ষেত্রে কি এটা হয় ? বাংলাদেশিরাতো ইসলাম কম মানে না সৌদিদের চেয়ে |বাংলাদেশের কোনো ইসলামী স্কলারের বাসায় কি এমন ঘটেছে ? এই জেনারালাইজড করার টেন্ডেন্সিটা একটু বাদ দেওয়া যায় না | যদি শুধু সৌদিদের কথা বলতেন কেউ হয়তো কিছুই বলতো না | ইসলামকে এর মধ্যে টেনে আনাটা একটা ফ্যাশন হয়ে গেছে |আপনার মন্তব্য থেকে বোঝা গেলো এই ব্যাপারে আপনার পড়াশোনা যথেষ্ট নেই (কানিজ রিনার মন্তব্যটা দেখুন) | আরো পড়াশোনা না করে এরকম লিখাটা কিন্তু অন্যায় | আপনাকে অশ্লীল গালিগালাজ করছে যারা তারা যেমন অন্যায় করেছে আপনিও অল্প পড়া থেকে একই রকম অন্যায় করেছেন ইসলামকে সৌদিদের অন্যায় কাজে জড়িয়ে দিয়ে |

১৪| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

ক্স বলেছেন: আপনার এই "দাসীর লগে সেক্স করার নিয়ম তো আছেই ইসলামে" - এই কথাটাতেই সবার আপত্তি। আবু বকর (রা) আইন করে যে নিকৃষ্ট প্রথা বন্ধ করে দিয়েছিলেন, তা নিয়ে আবার কথা ওঠে কি করে?

আর এই কিউট নিয়ম করার জন্য কাদেরকে কিছু বলা উচিত বলে আপনি মনে করেন? এই নিয়ম কারা করেছে? সাহসিকতার সাথে উত্তর দিন।

১৫| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬

টারজান০০০০৭ বলেছেন: রমজানে আর কি বলিব! গুটিকয়েক অপরাধীর কারণে যদি একটা পুরো জাতিকে অপরাধী বলিতে হয় তাহা হইলে আয়নায় আমাদের নিজেদের চেহারা দেখা উচিত !

১৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: দাসীর সাথে সেক্স করার বিষয়টা একটু ক্লিয়ার করবেন ভাই।
মাথার উপরে দিয়া গেল :-B

১৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যা রাজীব ভাই। তবে বাঙালি এটা মানতে নারাজ।

মানবে মানবে। অপেক্ষা করুন ।

১৮| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরী। এখনো মাইর খান নাই। তওবা করে লাইনে আসুন...

১৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

রসায়ন বলেছেন: দাসীর সাথে সেক্সের বিষয়গুলির কোরআনের আয়াত আছে । এগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা জানা দরকার

২০| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:৫৫

শহীদ আম্মার বলেছেন: দাসীদের সাথে যৌনমিলন বৈধ কি অবৈধ এটা ইসলামের অনুশাসনের অন্তর্ভুক্ত একটা বিষয়।
আর একজন নারী শ্রমিকের ইজ্জত লুন্টন এটা ভয়ানক অপরাধ। আপনি সৌদীদের লাম্পট্যকে সমালোচনা করতে গিয়ে ইসলামের একটা বিধানকে টানতে গেলেন কেন? ইসলামী বিধান আর সৌদীরা কি সমার্থক?
আপনার ভুলটা হল এখানে । আর যারা আপনাকে মারার ফন্দিফিকির করেছে তাদের ভূল হলো উগ্রতা্।

২১| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:১১

কাওসার চৌধুরী বলেছেন: সহমত আপনার সাথে।

২২| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০১

একদম_ঠোঁটকাটা বলেছেন: সহমত। অতীতে যা বৈধ ছিল তা এখনও বৈধ হবে তা নয়। অতীতে বাল্যবিবাহ , সহমরণ ইত্যাদি নিয়ম ছিল যা এখন আইনের চোখে অপরাধ। আর তখন ধর্মের দোহাই দিয়ে অনেক অন্যায় কাজ করে পার পাওয়া যেত যা এই আধুনিক যুগে আইনের বিচারে পার পাওয়া যাবে না। সৌদি সহ যেসব দেশে শরিয়া আইন চলে সেখানে ধর্মের দোহাই দিয়ে পার পেলেও বাংলাদেশের মত গনতান্ত্রিক দেশে আইনে পার পাবে না এই সব বর্বররা।

২৩| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৩৬

কিশোর মাইনু বলেছেন: ইদানিং বাংলাদেশে বাক্স্বাধীনতা একেবারেই চলে যাচ্ছে।

কিছু বললে পছন্দ না হলে এক পার্টি বানাই দেয় জামাত-শিবির-রাজাকার,আরেক পার্টি বানাই দেয় নাস্তিক-ধর্মবিদ্বেষী।

তো ভাই মুল কথা হচ্ছে কিছু না বলাই ভাল।

২৪| ২৪ শে মে, ২০১৮ রাত ২:৪০

কিশোর মাইনু বলেছেন: এবং দাসীদের সাথে যৌনমিলন করা তো অনেক পরে,ইসলাম ধর্মে দাসী প্রথাই কোনকালে বৈধ ছিলনা।

এ ব্যাপারে দয়া করে ভবিষ্যতে একটু লক্ষ রাখিয়েন ভাই।
আপনার কথাটা কিন্তু খুব মারাত্মক হয়ে গিয়েছে।

২৫| ২৪ শে মে, ২০১৮ ভোর ৪:১৯

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: আপনার স্ট্যাটাসেই তো সমস্যা!
স্ট্যাটাস দিবেন চুলকানিমূলক তারপর পাবলিক চুলকাইলেও এক্সকিউস দেখাবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.