নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর চিরঞ্জীব

এম.এ.জি তালুকদার

আমি একজন গৈ-গেরামের সাধারণ মানুষ

এম.এ.জি তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অহংকারী অভিজাত প্রতিভা দুর হ---(পার্ট-0২,প্রসঙ্গ-নিষ্ঠুরতম নিষ্ঠুরতা)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পাশ্ববর্তী একটা গ্রামের ছিমছাম মানুষ মো:শহীদুল ইসলাম।গ্রামের অবস্থাসম্পন্ন কৃষক পরিবারের বড় ছেলে। পেশায় গ্রাম্য চিকিৎসক।বর্তমানে তিনি শহীদুল পাগলা নামে এলাকায় পরিচিত। এক সময়ের পরিপাটি লোকটি এখন ছেড়া-ছুড়া জামা কাপড় পরে, বিড়ি-সিগারেট মুখে ধরিয়ে পরিচিত মানুষের ভীরে হারিয়ে গেছেন।সবাই প্রায় ভুলে গেছে তাঁর অতীতকে।যখন আজকের মতো এলাকায় এতো সুন্দর চিকিৎসা সেবার সুযোগ ছিলনা এবং হয়তো তাঁর চিকিৎসা সেবা ছাড়া মাতৃগর্ভ হতে আলোর মুখ দেখতোনা যে ছেলেটি,এখন সেই ছেলেটির কাছেও তিনি শুধুমাত্র আমোদ আর উপহাসের পাত্র।ভদ্র লোকটি একসময় তার আচার-ব্যবহার ও পেশাগত কারণে এলাকার সকলের নিকট অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন।বেশিদিন আগের নয়, মাত্র নব্বইয়ের দশকের কথা।বিবাহীত জীবনেও লোকটি হয়তো অসুখি ছিলেন না। পারিবারীক সুখ-সমৃদ্ধি,যশ-খ্যাতির মোহ দশজনের মতো তারও ছিল।যেকারণে-তিনি তাঁর স্ত্রীকে গ্র্যাজুয়েট ডিগ্রীধারী করার জন্য সলঙ্গা ডিগ্রী কলেজে ভর্তি করে দেন।এলাকার নিন্দুকেরা বিষয়টি ভালো চোখে না দেখলেও,একজন উপযুক্ত লোকের উপযুক্ত কাজে হয়তো তাঁর পরিবারের পাশাপাশি আশপাশের অনেকেই খুশি হয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে ভদ্র মহিলার অধ্যবসায় দেখে অবশ্যই মুগ্ধ।কষ্ট করে লেখা-পড়া শেষ করলেন এবং শেষ করলেন শহীদুল ভাইয়ের সাথে তাঁর দাম্পত্য জীবন।জানিনা, তিনি অত:পর সুখি হয়েছেন কিনা!!?? তবে, এর জের হিসাবে একসময়ের পল্লী চিকিৎসক মো:শহীদুল ইসলাম এখন পথের পাগল।বলুনতো, ছবির এই শহীদুল পাগলা মারা গেলে তার কবরে নীচের কোন এপিটাফটা লাগিয়ে দিলে সুন্দর ও স্বার্থক হবে????-
(১)ভালবাসা মোরে ভিখারী করেছ
তোমারে করেছে রাণী।।
অথবা
(২) ভালবাসা মোরে ভিখারী ও পাগল করেছে
তোমারে করেছে রাণী এবং ডাইনী।।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

কল্লোল পথিক বলেছেন: মর্মান্তিক কাহিনী।
বিরহের অনলে পুড়ে কত জীবন যে ছাড় খাড় হয়ে গেছে।
কতজান তার খবর রাখে।
খুব কষ্ট পেলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

এম.এ.জি তালুকদার বলেছেন: ভাইজান,কষ্ট পাওয়ার জন্য আন্তরিকভাবে দু:খিত।ক্ষমা করবেন!!!

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩

আরজু পনি বলেছেন: দুঃখজনক...
শেয়ার করার জন্যে ধন্যবাদ, তালুকদার।

এভাবেই চলুক আপনার লেখার পথচলা।
বেশ ভালো হয়েছে লেখা ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২২

এম.এ.জি তালুকদার বলেছেন: অনুপ্রেরণা দাতা হিসাবে সর্বদা ধন্যবাদ আপনাকে। কিন্ত লেখাগুলো সকল চোখের জন্য দৃশ্যমানাপযোগী করার জন্য আরও বড় করা দরকার,তবে বড় করলে রোগ-জীবানু সংক্রামিত হওয়ার ভয়!!! তাহলে উপায় কি??

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

আরজু পনি বলেছেন: আপনি আপনার মতো করে লিখতে থাকুন।

রোগ-জীবানু প্রতিরোধে প্রতিরোধক ব্যবস্থা রাখবেন। তবেই হবে ।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই খুব কষ্ট লাগলো ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

এম.এ.জি তালুকদার বলেছেন: সহমর্মীতার জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুঃখজনক। :(

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

এম.এ.জি তালুকদার বলেছেন: দু:খীর দু:খ লাঘব তবে!!!!!

৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:১৯

সায়েদা সোহেলী বলেছেন: অহংকারী অভিজাত প্রতিভা দুর হ---(পার্ট-0২,প্রসঙ্গ-নিষ্ঠুরতম নিষ্ঠুরতা)

শিরোনাম টাই ভেবে দেখার মত , আর লেখার কথায় বলছি । আমরা মানুষেরা অদ্ভুত !! কেউ মূল্যায়ন না পেয়ে মাথা ঠুকে মরে , আবার কেউ সেই মুল্যায়নের পেয়েও অপব্যবহার করে যে মূল্য দিয়েছে তাকেই চরম অবমূল্যায়ন করে !!!!!

লেখা চালিয়ে যান , ীর্ঘতা নিয়ে চিন্তার কিছু নেই ।

শুভ কামনা

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৪২

এম.এ.জি তালুকদার বলেছেন: খুব প্রীত হলাম। আপু, আমরা অনেক সময় বলি যে, চেয়ে থাকার নাম দেখা নয়।কিন্ত দেখার জন্য আপনার মতো চোখ স্রষ্ঠা কয়জনকে দেন!!! আপনার শুভকামনা যেন আপনার চলার প্রেরণা হয়। আল্লাহ, আপনি আমাদের সরল সহজ ও সঠিক পথ দেখান।

৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: স্বামী স্ত্রীর ছাড়াছাড়িটা শুনে কষ্টই লাগল। ধন্যবাদ আপনার এধরনের সিরিজ লেখার জন্য।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:০০

এম.এ.জি তালুকদার বলেছেন: প্রামানিক ভাই, ভালো থাকুন এবং ভালো কিছু করার জন্য এগিয়ে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.