নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

কি বলি বা বলতে চাই তা যদি সে শুনতো কিংবা বুঝতো!!!:((

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

আমি তোমাকে ভালবাসি!

হ্যা, আমি তোমাকেই ------



তোমার রূপ, গুণ আমার কাছে মুখ্য নাও হতে পারে

কিংবা তোমার হাসি; পাগল করা সেই মুক্তোর হাসি

তারপর ও আমি তোমাকেই -----



আমি হয়তো তোমাকে বলবোই না কোনদিন

কিংবা কিছু বলতে গিয়েও হবো নির্লিপ্ত

বা হয়তো কোনদিন তোমার শুণ্য দৃষ্টি আমাকে বেজায় কাঁদাবে

তারপর ও আমি তোমাকেই --------



দিনের পর দিন তোমাকে প্রশ্নবিদ্ধ করবো

তোমার মনের চাওয়াটা কি!

আফসোস! তুমি অবুঝ মানবী

সবকিছু বুঝেও তুমি থাকো নীরব!

তারপর ও আমি তোমাকেই -------



একদিন হয়তো তোমার মন বলবে আমার কথা

অবচেতন সেই মনের কথা তোমায় নাড়া দিয়ে যাবে

হয়তো সেদিন তুমি থাকবে আমার থেকে অনেক দূরে

কিংবা আমি চলে যাবো কোন দূরদেশে

তারপর ও আমি তোমাকেই ---------



আমার প্রতিটা দীর্ঘশ্বাসে থাকবে তোমকে না পাওয়ার বেদনা

প্রতিটি সময় আমাকে জানান দিবে সময়ের স্বল্পতা

অন্ধকারের নীরবতা ভেঙ্গে আমাকে জানাবে নতুন দিনের বারতা

তারপর ও আমি তোমাকেই ----------

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১

আশিক মাসুম বলেছেন: ভাল লেগেছে ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

নীল-দর্পণ বলেছেন: bole e felunna tak ;)

kobita darun laglo :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

মাহবু১৫৪ বলেছেন: নাহ!! বললেই হল! বলুম না কোনদিন :P

৩| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

লেখোয়াড় বলেছেন:
তারপরও আমি তোমাকে ভালবাসি।
ভালবাসা অমর হোক।

শুভকামনা মাহবু১৫৪।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

মাহবু১৫৪ বলেছেন: আরে ভাই, কেমন আছেন? অনেকদিন পর।

ধন্যবাদ আপনাকে

৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

মেজবা২০১১ বলেছেন: আপনি কবিতা লিখলে ভাল করবেন। লিখতে লিখতে আপনি হয়তো একদিন কবি হয়ে যাবেন। আপনার লিখা আমার ভাল লেগেছে। ভবিষ্যতে ও আপনি লিখে যাবেন। ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

মাহবু১৫৪ বলেছেন: এভাবে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

অনির্বাণ রায়। বলেছেন: :P ফাডায়ে ফেলছেন , দেশে আইসা এইবার আকাম ডা কইরা ফালান , ল্যাটা চুকে যাবে :-B

১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৩

মাহবু১৫৪ বলেছেন: খামোশ নালায়েক!! বড় ভাইদের আগে তুমি এভাবে আকামটা করবা তা জানলে কি আর এতদিন অপেক্ষা করে থাকতাম??? :P ;)

৬| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আমিভূত বলেছেন: (কি বলি বা বলতে চাই তা যদি সে শুনতো কিংবা বুঝতো!!!:((
মন্তব্য নিষ্প্রয়োজন ,প্রতিটি লাইন আমার মনের কথা কবিতা :(
আমি তোমাকে ভালবাসি!
হ্যা, আমি তোমাকেই ------

তোমার রূপ, গুণ আমার কাছে মুখ্য নাও হতে পারে
কিংবা তোমার হাসি; পাগল করা সেই মুক্তোর হাসি
তারপর ও আমি তোমাকেই -----

আমি হয়তো তোমাকে বলবোই না কোনদিন
কিংবা কিছু বলতে গিয়েও হবো নির্লিপ্ত
বা হয়তো কোনদিন তোমার শুণ্য দৃষ্টি আমাকে বেজায় কাঁদাবে
তারপর ও আমি তোমাকেই --------

দিনের পর দিন তোমাকে প্রশ্নবিদ্ধ করবো
তোমার মনের চাওয়াটা কি!
আফসোস! তুমি অবুঝ মানবী
সবকিছু বুঝেও তুমি থাকো নীরব!
তারপর ও আমি তোমাকেই -------

একদিন হয়তো তোমার মন বলবে আমার কথা
অবচেতন সেই মনের কথা তোমায় নাড়া দিয়ে যাবে
হয়তো সেদিন তুমি থাকবে আমার থেকে অনেক দূরে
কিংবা আমি চলে যাবো কোন দূরদেশে
তারপর ও আমি তোমাকেই ---------

আমার প্রতিটা দীর্ঘশ্বাসে থাকবে তোমকে না পাওয়ার বেদনা
প্রতিটি সময় আমাকে জানান দিবে সময়ের স্বল্পতা
অন্ধকারের নীরবতা ভেঙ্গে আমাকে জানাবে নতুন দিনের বারতা
তারপর ও আমি তোমাকেই ----------

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

মাহবু১৫৪ বলেছেন: আপনি ভাই ভুত! আর একজনকে ভালবাসতে যেয়ে যদি সে ভয় পেয়ে যায়; তখন কি করবেন? ;)

৭| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২১

এম হুসাইন বলেছেন: পোস্টে ভাললাগা থাকলো ভাই।
সাতে অনেক অনেক শুভকামনা!



সপ্ন করেছো খুন/
কোন মায়াবিনি/
কেন অন্ধের চোখে সানগ্লাস...

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

মাহবু১৫৪ বলেছেন: আপনার জন্য ও শুভকামনা

ধন্যবাদ

৮| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। আশা করি ভাল আছেন। শুভ কামনা রইল।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম। ভাল আছি

তুমি কেমন আছো?

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল লাগল ভাই :)
শূণ্যতার অনুভুতি জাগিয়েছেন লেখায়, ভাল লিখেছেন বলতেই হয় :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

মাহবু১৫৪ বলেছেন: হুট কর লিখে ফেললাম আর কি

ধন্যবাদ আপনাকে :)

১০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

অদৃশ্য বলেছেন:




বেশ হয়েছে...


শুভকামনা...

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

Eisenheim বলেছেন: :) ভালো লাগা রইলো, আর রইলো শুভকামনা ;)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২

আরজু পনি বলেছেন:

আহা! এভাবে চেপে রাখলে তো অসুখ করবে!! বলেই ফেলুন তাকে!
কবিতায় ভাল লাগা রইল।।

শুভকানা রইল মাহবু।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৮

মাহবু১৫৪ বলেছেন: /:) /:)

ধন্যবাদ আপু

ভাল থাকবেন

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

নেক্সাস বলেছেন: ভাল লাগলো ভাই

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!


অনেক অনেক ভালো লাগা!!!:)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপু :#>

১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

রাতুল_শাহ বলেছেন: ভাই আপনার কবিতা শব্দ করে পাঠ করছিলাম, জুনিয়র বলে -"ভাই আপনি তে সিরাম রোমান্টিক। আমাদের ভাবী তো খুব লাকি"

আমি আর জুনিয়ররে কি কব? হালকা হাসি দিলাম।


অনেক ভাল লাগলো। যার জন্য লেখা , তাকে অবশ্যই শুনাবেন।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মাহবু১৫৪ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই।

ভাল থাকবেন

১৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.