নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪

জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কঠিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

মাহবু১৫৪ › বিস্তারিত পোস্টঃ

রান্না করে ফেলুন মজাদার মুড়িঘন্টো! (ব্যাচেলর রান্নাঘর থেকে)

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২



২/৩ দিন ধরেই খুব মন চাইছিল মুড়িঘন্টো করবো। তাই প্রস্তুতি নিচ্ছিলাম। দেশে আম্মাকে ফোন করে জেনে নিয়েছিলাম কি করে করতে হয়। এমনকি এখানে ২/১ জনকে জিজ্ঞেস করেছিলাম। আজকে এই রান্না করতে যেয়ে আমার হাউজমেট বললো "মুড়ি কই, মুড়িঘন্টো করবা না?" (হা হা প গে)



যাই হোক, এইবার আসুন জেনে নেই কি করে করতে হয় -



উপকরণঃ

১। মুগ ডাল (২ কাপ)

২। হলুদের গুড়া (আধা চামচ)

৩। মরিচের গুড়া (১ চামচ)

৪। তেজপাতা (২ টা)

৫। লবণ (পরিমাণমত)

৬। মরিচ (শুকনা ২ টা)

৭। পিয়াজ

৮। টমেটো (১ টা হলে ভাল হয়)

৯। গরম মসলা

১০। জিরার গুড়া (আধা চামচ)

১১। সয়াবিন তেল (পরিমাণমত)

১২। মাছের মাথা, কাটাকুটা



কি ভাবে করবেনঃ

১। মাছের মাথা বা কাটাকুটা যা আছে তা ভালমত পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২। লবণ আর হলুদের গুড়া মিশিয়ে ভালমত মাখিয়ে নিন।

৩। চুলায় কড়ই বসিয়ে হাল্কা তেল দিয়ে মাছগুলো ভাজুন এবং সময়মত নামিয়ে ফেলুন।

৪। আর একটি কড়ইতে মুগ ডাল নিন এবং ভাজতে থাকুন। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় বেশি।

৫। এইবার একটি পাতিল নিন এবং তা চুলায় দিয়ে তেল দিন

৬। প্রথমে পিয়াজ তেলে ছেড়ে দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর মরিচ আর টমেটো দিন।

৭। হলুদের গুড়া, মরিচের গুড়া, শুকনা মরিচ তেজপাতা দিয়ে ভাল মত ভাজুন

৮। আধা চামচের মত লবণ দিন এবং ভালমত নাড়ুন

৯। জিরার গুড়া আর গরম মসলা দিন

১০। এইবার ভাজা মুগ ডাল দিয়ে দিন মিশ্রণটিতে এবং নাড়তে থাকুন

১১। ২ কাপ পানি ঢালুন এবং ঢেকে দিন পাতিলটি মধ্যম মাত্রায়

১২। মিনিট ২০ পর পানি যখন কষিয়ে আসবে তখন ঢাকনা সরিয়ে দেখুন ডাল নরম হয়েছে কি না!

১৩। এবার ভাজা মাছগুলো দিয়ে দিন পাতিলে।

১৪। ভালমত নেড়ে ৩ / ৪ কাপ পানি দিন এবং ঢেকে রাখুন পাতিল মধ্যম মাত্রায়।

১৫। পরিমাণমত লবণ দিয়ে নেড়ে দিন।

১৬। কমপক্ষে ৪৫ মিনিট মধ্যম মাত্রায় রাখুন। যত বেশি সময় চুলায় রাখবেন ততই ভাল হবে।



ব্যস হয়ে গেল মজাদার মুড়িঘন্টো! B-)B-)



সাবধানতাঃ

যেহেতু আজই প্রথম করেছি রান্না তাই কিছু ভুল থাকতেই পারে। যেমনঃ ১। মুগ ডাল না ভেজে সেদ্ধ করলেই সবচেয়ে ভাল হত। আপনারা সেদ্ধ করেও করতে পারেন।

২। যেহেতু ভেজে রান্না করেছি তাই ডাল পুরোপুরি গলতে বেশ সময় লেগেছে। তাই রান্না করা অবস্থাতেই ডাল যাতে তারাতারি গলে যায় তাই ভালমত পিষিয়েছি (এখানে ডাল, আলু ম্যাসার পাওয়া যায়) তাতে বেশ মজাদার হয়েছে।

৩। আদা, রসুন দেই নি।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ :P

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

মাহবু১৫৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮

আরজু পনি বলেছেন:

জামাইরে দিবো এই পোস্ট পড়তে...আর আমি এই সুযোগে ভ্রমণে বের হবো।

+১

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

নো কমেন্টস

৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭

ভিটামিন সি বলেছেন: হুম। সামান্য একটা ঘন্টা রানতে আপনি ২ ঘন্টা (পিয়াজ, রসুন কাটা, মাছ ধোয়া, ডাল ধোয়া সহ) কাটাইলেন??? আপনার বউ তো বাড়ির পিছনের দরজা দিয়ে পালাইবো। দড়ি দিয়া বাইন্দা রাইখেন। গতকাল বিকেলে আমি শশা দিয়ে কোরাল মাছ রান্না করেছি সময় লেগেছে ১ঘন্টা ১৫ মিনিট (কাটা-কুটা সহ)। রাত্রে যখন ফোনে বউকে বলেছি, বউ বলে তুমি ১টা তরকারি রান্না করতে এতো সময় লাগাও, তাইলে আমি কলেজ থেকে ফিরে ২ঘন্টায় ভাত, তরকারি, ডাল + ১টা শাক কিভাবে রান্না করি?
আমি তো শুনে থ, শালী কয় কি???

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

মাহবু১৫৪ বলেছেন: মেয়েরা খুব তারাতারি রান্না করতে পারে। যেটা আমরা ছেলেরা পারি না।

আর আজকেই প্রথম মুড়িঘন্টো করেছি। তাই দেরি হয়েছে।

ধন্যবাদ

৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬

সোহাগ সকাল বলেছেন: আপনার বৌ তো সিরাম মজায় থাকবো ভাই! :)

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

মাহবু১৫৪ বলেছেন: :) /:)

৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪

কোবিদ বলেছেন:
ঘণ্ট রাঁধতে ঘণ্টা পার!!
বিছনা করতে রাত কাবার!!
খাইতে হবে বউয়ের মার।
বাচতে হলে রান্না ছার।

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~

রান্না না করলে খামু কি?

৬| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:২৪

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: না ভাই মাছ কাটাকাটির রিস্ক নেওন যাবেনা , নাইলে একবার ট্রাই মারতাম :)

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮

মাহবু১৫৪ বলেছেন: মাছ কাটাকাটির দরকার কি?

বাজার থেকে মাছ কিনে কেটে কুটে নিয়ে আসবেন।

তাতেই হবে

৭| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

আরমিন বলেছেন: বাহ বাহ! চমৎকার! আমদের জন্য না হয় একটা ছবিই দিতেন! দেখেই অর্ধ না হোক, কোয়ার্টার ভোজনের সুখ লাভ করতাম! /:)

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

মাহবু১৫৪ বলেছেন: আসলে আমি রান্না করলে কেন জানি ছবি তুলতে মন চায় না। /:)

৮| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

শিখলাম। +++

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

৯| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১

নীল-দর্পণ বলেছেন: সোহাগ সকাল বলেছেন: আপনার বৌ তো সিরাম মজায় থাকবো ভাই! =p~

মুগডালটা মনে হয় ঘ্রানের জন্যে ভাজতে হয়। সেদ্ধ করলে সেই ঘ্রান আসবে কি?

যাক শিখে নিলাম মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট (যদিও খেতে পছন্দ করিনা) ;)

সংগ্রহশালার জন্যে নিয়ে গেলাম :)

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০১

মাহবু১৫৪ বলেছেন: দেশে থাকতে আম্মার হাতের মুড়িঘন্টো খেতাম। আমার দেখা বেস্ট।

খুব ইচ্ছা করছিল কয়েকদিন ধরে যে খাবো। তাই বানালাম

ভেজে নেয়াই ভাল। তবে গলতে কিছুটা সময় লাগবেই।

ধন্যবাদ তোমাকে

১০| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম..... কামের পোস্ট।

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০২

মাহবু১৫৪ বলেছেন: ধন্যবাদ

১১| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ঘাসফুল বলেছেন: আমি প্রায়ই রান্না করি... তবে বেষ্ট হচ্ছে পানি আগেই গরম করে রাখলে...

পোষ্টে ৩য় প্লাস :)

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

মাহবু১৫৪ বলেছেন: আপনি কি ভেজেই করেন? পদ্ধতিটা একটু যদি বলতেন

১২| ২১ শে জুন, ২০১৩ রাত ১:২০

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: মুড়ি লাগে না????? :-& :-& :-&

২১ শে জুন, ২০১৩ ভোর ৪:১৭

মাহবু১৫৪ বলেছেন: ;) ;)

১৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা :)

ভালো থাকবেন :)

২১ শে জুন, ২০১৩ রাত ১০:০১

মাহবু১৫৪ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনিও ভাল থাকুন

১৪| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: প্রবাসীদের রান্নাবান্নার জন্য আমার রেসিপি ব্লগে আসুন। দেশে ফোন করে বিল বাড়িয়ে যাবেন না! হা হা হা.।
http://udrajirannaghor.wordpress.com/
কেমন আছেন?

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:২৪

মাহবু১৫৪ বলেছেন: আপনার ব্লগে আমি প্রায়ই যাই। এবং সেই ব্লগ আমি বুকমারেক করে রেখেছি ব্রাউজারে। :) আচ্ছা একটা কথা, ব্লগে কি নিক খোলার সুযোগ আছে?

১৫| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭

রাতুল_শাহ বলেছেন:
ব্যাচেলর মুড়িঘন্টোর ছবি দিলেন না ক্যান????

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৯

মাহবু১৫৪ বলেছেন: ছবি তুলতে ইচ্ছে করে না! /:)

১৬| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: আরো সহজ কিছু নাই

২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:০৪

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.